মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে লেখক শিবশঙ্কর মিত্রের ‘মধু আনতে বাঘের মুখে’ গল্পের প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর

১. জেনে নিয়ে করো :

১.১ সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে, তা কোন দুটি জেলায়, মানচিত্র থেকে খুঁজে বের করো ।

উত্তর : সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে, তা উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণা এই দুটি জেলায় অবস্থিত ।

১.২ সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে, তাদের নামগুলি লেখো ।

উত্তর : সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে, তাদের নামগুলি হল বিদ্যাধরী, মাতলা, মাথাভাঙা প্রভৃতি ।

১.৩ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র-উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো ।

উত্তর : পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগরের সমুদ্র-উপকূলে অবস্থিত ।

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১.৪ ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো ।

উত্তর : ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হল –
১. এই বনাঞ্চলে সর্বদা চিরহরিৎ উদ্ভিদ দেখা যায় ।
২. এখানকার বেশিরভাগ উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় ।
৩. এই বনাঞ্চলের উদ্ভিদদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় ।
৪. এখানকার উদ্ভিদের পাতা পুরু তাই তাদের জলধারণ ক্ষমতা বেশি হয়।
৫. এই বনাঞ্চলের উদ্ভিদেরা লবণাক্ত জল সহ্য করে বেঁচে থাকতে পারে ।
৬. এখানে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা দেখা যায় ।
৭. ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদদের মধ্যে সুন্দরী, খলসি, গেওয়া, কেওড়া, গরান, হোগলা, গোলপাতা প্রভৃতি উল্লেখযোগ্য ।

Read Also:

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২. গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো :

সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল ধনাই, আর্জান আর কফিল । মধু কাটতে তিনজন লোক চাই । তিনজনের কাজ হলো চাক কাটা, মৌমাছি তাড়ানো, এবং ধামা হাতে চাকের নীচে দাঁড়ানো । বাঘ ধনাই কে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই উলটে পড়ল ‘শিষের’ ভিতর । মধুর কলস পড়ল মাথার উপর । বাঘের সারা মুখে নাকে/চোখে মধু ছিটকে পড়ল ।

Read Also:

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৩. এদের মধ্যে যে যে কাজটা করত :

ধনাই : চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটতো

আর্জান : লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জ্বেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াতো

কফিল : একটা বড়ো ধামা হাতে চাকের নীচে দাঁড়াতো যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে

Read Also:

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪. অর্থ লেখো :

ধামাশস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি
গোঁয়ার্তুমিএকগুয়েমি জেদের ভাব
চটপাটের সুতো থেকে তৈরি মোটা কাপড়
হাজিরউপস্থিত
ঝিরঝিরেমৃদু ঝরঝর আওয়াজ

Read Also:

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৫. বাক্য রচনা করো :

নাস্তা, মৌচাক, রং, স্ফূর্তি, কলস

৫. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মধু আনতে বাঘের মুখে’ গল্পের প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

৬. কোনটি কোন ধরনের শব্দ তা শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো :

এক, কাটে, আর, ভুল, পথ, বিশ্বাস, গোঁয়ার, বোঝাই, গভীর, সকাল, ডাঙা, সরু, তাড়ায়, তার, চিৎকার, মারল, সে, ওদের, ছোটো, কিন্তু, ও, বেজায়, শক্তি, নিয়েছে ।

উত্তর :

বিশেষ্যবিশেষণসর্বনামঅব্যয়ক্রিয়া
ভুল, পথ, বিশ্বাস, বোঝাই, সকাল, ডাঙা, চিৎকার, শক্তিএক, গোঁয়ার, গভীর, সরু, ছোটো, বেজায়তার, সে, ওদেরআর, কিন্তু, ওকাটে, তাড়ায়, মারল

Read Also:

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৭. নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো :

কাঁচাপাকা
ভর্তিখালি/ ফাঁকা/ শূন্য
তীক্ষ্ণভোঁতা
দীর্ঘহ্রস্ব
বোঝাইখালি/ ফাঁকা/ শূন্য

Read Also:

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮. সমার্থক শব্দ লেখো :

মৌমাছি – মধুমক্ষিকা, মধুকর, শিলীমুখ, মধুলিহ, ভ্রমর, ভোমরা ।

বাঘ – ব্যাঘ্র, শের, শার্দুল, কর্বর, হিংসারু, দ্বীপী, গুহাশয় ।

ফুল – পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন, রঙ্গনা, গুল ।

বন – জঙ্গল, অরণ্য, কানন, কান্তার ।

মাটি – মৃত্তিকা, জমি, ভূতল, আশ্রয়, ভূমি, খাক ।

Read Also:

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৯. নীচের ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া রয়েছে । আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে :

কুমির, গন্ডার, সিংহ, জিরাফ, ভাল্লুক, হরিণ, জেব্রা, ক্যাঙারু, জলহস্তী, লালপান্ডা, হাতি, কচ্ছপ, বুনোমহিষ, শিয়াল, কাঁকড়া, বাঁদর, সাপ, শজারু, শূকর, হায়না, ওরাংওটাং, গোরিলা, রয়াল বেঙ্গল টাইগার ।

উত্তর : আমাদের সুন্দরবনে দেখা মেলে কুমির, হরিণ, কচ্ছপ, শিয়াল, কাঁকড়া, বাঁদর, সাপ, শজারু, শূকর, হায়না, রয়াল বেঙ্গল টাইগার ।

১০.১ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে ?

উত্তর : পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে ।

১০.২ সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ লেখো ।

উত্তর : সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ –
১. সুন্দরবনের ঐতিহ্য হল এখানকার বিরল জীববৈচিত্র্য, বিচিত্র গাছগাছালি, নৈসর্গিক দৃশ্যাবলি, নদী-খাঁড়ি-জলপথ এবং রাজকীয় বাংলার বাঘ/ রয়াল বেঙ্গল টাইগার ।
২. এছাড়া প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা ও সংক্ষরিত অবস্থায় টিকে থাকা পৃথিবীর একক-বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ও অভয়ারণ্যের এক অনন্য দৃষ্টান্ত হল সুন্দরবন ।

১০.৩ কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায় ?

উত্তর : খলসি, গেওয়া, কেওড়া, গরান ইত্যাদি গাছে সাধারণত মৌচাক দেখা যায় ।

Read Also:

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো ।

মধুজলখাবার
নাস্তামৌচাক
কাস্তেছোটো নৌকা
ডিঙিকাটারি
শিষেসেতু
সাঁকোছোটো সরু খাদ

উত্তর :

মধুমৌচাক
নাস্তাজলখাবার
কাস্তেকাটারি
ডিঙিছোটো নৌকা
শিষেছোটো সরু খাদ
সাঁকোসেতু

Read Also:

মধু আনতে বাঘের মুখে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১২. গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো :

১২.১ মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে ।

১২.২ আর্জান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ করে ।

১২.৩ পেটপুরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হল ।

১২.৪ কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করল ।

১২.৫ ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে ।

উত্তর :

১) ১২.৩ পেটপুরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হল ।

২) ১২.৫ ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে ।

৩) ১২.১ মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে ।

৪) ১২.২ আর্জান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ করে ।

৫) ১২.৪ কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করল ।

Read Also:

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৩.১ শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি ?

উত্তর : শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় ‘সুন্দরবন’ ।

১৩.২ কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরষ্কার পান ?

উত্তর : ‘সুন্দরবন’ বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরষ্কার পান ।

১৩.৩ সুন্দরবনকে নিয়ে লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো ।

উত্তর : সুন্দরবনকে নিয়ে লেখা তাঁর দুটি বইয়ের নাম হল ‘বনবিবি’, ‘বিচিত্র এই সুন্দরবন’ ।

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১৪.১ বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় পাঁচটি বাক্যে লেখো ।

উত্তর : বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি থাকে অত্যন্ত মনোরম । এই সময় সুন্দরবনে নানা গাছে নানা ফুল ধরে । গরান গাছে হলদে রঙের ছোটো ছোটো ফুল ধরে । ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে সারা বন মেতে ওঠে । এই সময় ঝিরঝিরে বসন্তের হাওয়াও বইতে থাকে ।

১৪.২ যদি তুমি কখনও সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও, তবে কাকে কাকে সঙ্গে নেবে ? জিনিসপত্রই বা কী কী নিয়ে যাবে ?

১৪.২ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মধু আনতে বাঘের মুখে’ গল্পের প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

১৪.৩ ‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত ?

উত্তর : ‘বাংলার বাঘ’ নামে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায় ।

১৪.৪ ‘বাঘাযতীন’ নামে কা পরিচিত ?

উত্তর : ‘বাঘাযতীন’ নামে কা পরিচিত বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ।

Read Also:

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪.৫ ‘সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ’ । – এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো ।

উত্তর : সুন্দরবনে মধু সংগ্রহ করতে গেলে রয়াল বেঙ্গল টাইগার, শিয়াল, সাপ, শূকর, হায়না প্রভৃতি প্রাণীর সম্মুখে পড়ার সম্ভাবনা থাকে । সুন্দরবনের গা ঘেষে বয়ে চলা নদীর মধ্যে কুমিরও থাকে । এখানকার বেশিরভাগ গাছের শ্বাসমূল থাকায় মাটিতে খুব সাবধানে পা ফেলে চলতে হয় । মৌচাক থেকে মধু সংগ্রহ করার সময় মৌমাছির হুল ফোটানোর সম্ভাবনা থাকে । এইসব কারণে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ।

১৪.৬ ধনাই কীসের মন্ত্র জানে ?

উত্তর : লেখক শিবশঙ্কর মিত্রের লেখা ‘মধু আনতে বাঘের মুখে’ গল্পে ধনাই মৌমাছিকে ভুল পথে চালোনা করার মন্ত্র জানে ।

১৪.৭ গরান গাছের ফুল দেখতে কেমন ?

উত্তর : গরান গাছের ফুল ছোটো ছোটো হলদে রঙের ।

১৪.৮ ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল ?

উত্তর : লেখক শিবশঙ্কর মিত্রের লেখা ‘মধু আনতে বাঘের মুখে’ গল্পে ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল ধনাই, আর্জান ও কফিল ।

Read Also:

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪.৯ টীকা লেখো – ‘ট্যাক্’, ‘শিষে’ ।

উত্তর :

ট্যাক্ – দুটো ছোটো নদী মিশে যখন একটা ত্রিভুজ খন্ড তৈরি করে, তখন ঐ ত্রিভুজ আকারের জমির মাথাকে ‘ট্যাক’ বলা হয় ।

শিষে – বনের মধ্যে যে সরু ছোটো ছোটো খাদ দেখা যায় তাকে শিষে বলে । শিষে সাধারণত তিন চার হাত চওড়া হয় ।

১৪.১০ মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী ?

উত্তর : মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো, মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোনদিকে ছুটে চলেছে, তা লক্ষ করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া ।

১৪.১১ কফিল ও আর্জানকে পেছনে ফিরে ডাকার সময় ধনাই কী দেখেছিল ?

উত্তর : লেখক শিবশঙ্কর মিত্রের লেখা ‘মধু আনতে বাঘের মুখে’ গল্পে কফিল ও আর্জানকে পেছনে ফিরে ডাকার অবকাশ ধনাই পায়নি । তার আগেই বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ে তার উপর ।

১৪.১২ বাঘটা শিষের ভিতর পড়ে গেল কীভাবে ?

উত্তর : লেখক শিবশঙ্কর মিত্রের লেখা ‘মধু আনতে বাঘের মুখে’ গল্পে বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও, লক্ষ্য ভ্রষ্ট হয়ে সে ধনাইকে ডিঙিয়ে গিয়ে পড়ে তবলা গাছের উপর । গাছটাতে ঠোক্কর লেগে বাঘের মাথায় আঘাত লাগে এবং সে উলটে গিয়ে ধপাস করে পড়ে শিষের ভিতর ।

Read Also:

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪.১৩ ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল ?

উত্তর : লেখক শিবশঙ্কর মিত্রের লেখা ‘মধু আনতে বাঘের মুখে’ গল্পে বাঘটা তবলা গাছে ঠোক্কর খেয়ে মাথায় আঘাত পেয়ে উলটে গিয়ে ধপাস করে পড়ে শিষের ভিতর এবং বাঘের লেজের বাড়িতে ধনাই-এর মাথায় থাকা মধুর কলস ভেঙে পড়ে বাঘের মাথার উপর । বাঘের সারা মুখে নাকে চোখে মধু ছিটকে পড়ে । মুখে মধু পড়তেই বাঘ চোখমুখ কুঁচকে ফ্যোঁৎ ফ্যোঁৎ শব্দ করতে লাগল। এইভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 6 Comments

  1. Tanuja Banerjee

    ১৪.
    ২) আমি যদি কখনও সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাই তাহলে আমি আমার বন্ধু মনি ও শ্রেয়াকে নেবো। আর সঙ্গে নেবো আমি চট, মশাল, কাস্তে, ধামা, কলস, লাঠি, ও দেশলাই কাঠি আগুন জ্বালানোর জন্য।

    1. STUDYMAT

      Good attempt, Tanuja Banerjee.

    1. STUDYMAT

      You’re welcome, Tanuja Banerjee!

  2. Aradhya Malik

    14.2 question answer is (আমি যদি কখনও সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাই সঙ্গে আমার বন্ধু তানিশা এবং সঞ্চিতাকে নেব। আর সঙ্গে নেব মশাল, চট, কাস্তে, কলস,ধামা, ও লাঠি)।

Leave a Reply