গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

গল্পবুড়ো - প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি সুনির্মল বসুর ‘গল্পবুড়ো’ কবিতার প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর

১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১ ‘উত্তুরে হাওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে । এমন ভাবে _____ (গ্রীষ্ম/ শরৎ/ শীত/ বর্ষা) কালে হাওয়া বয় ।

উত্তর : ‘উত্তুরে হাওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে । এমন ভাবে শীত কালে হাওয়া বয় ।

১.২ থুথ্থুড়ে শব্দটির অর্থ _____ (চনমনে/ জড়সড়ো/ জ্ঞানী/ নড়বড়ে) ।

উত্তর : থুথ্থুড়ে শব্দটির অর্থ নড়বড়ে

১.৩ রূপকথার গল্পে যেটি থাকে না _____ (দত্যি-দানো/ পক্ষীরাজ/ রাজপুত্তুর/ উড়োজাহাজ) ।

উত্তর : রূপকথার গল্পে যেটি থাকে না উড়োজাহাজ

১.৪ রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো । (আশাপূর্ণা দেবী/ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/ সত্যজিৎ রায়/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) ।

উত্তর : রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ।

Read Also:

গল্পবুড়ো – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২.১ লেখালিখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন ?

উত্তর : লেখালিখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন ।

২.২ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো ।

উত্তর : তাঁর লেখা দুটি বইয়ের নাম হল ‘ছানাবড়া’ ও ‘হইচই’ ।

Read Also:

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৩. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :

থা রূ ক প – রূপকথা

র ত্তু জ রা পু – রাজপুত্তুর

জ ক্ষী রা প – পক্ষীরাজ

ব প ম ন ন – মনপবন

জ গু বি আ – আজগুবি

Read Also:

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪. অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা খুঁজে নিয়ে লেখো :

উত্তর : অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ – বাঁধা; ধাঁধা, ঝোলা; ভোলা, যক্ষিরাজ; পক্ষীরাজ, ঝলমলে; টলটলে, নন্দিনী; বন্দিনি ।

৫. বাক্য বাড়াও :

৫.১ শীতকালে হাওয়া বইছে । (কেমন হাওয়া ?)

উত্তর : শীতকালে উত্তুরে হাওয়া বইছে ।

৫.২ গল্পবুড়ো ডাকছে । (কেমন বুড়ো ?)

উত্তর : থুথ্থুড়ে গল্পবুড়ো ডাকছে ।

৫.৩ গল্পবুড়োর মুখ ব্যথা । (মুখ ব্যথা কেন ?)

উত্তর : চেঁচিয়ে ডাক পেড়ে গল্পবুড়োর মুখ ব্যথা ।

৫.৪ গল্পবুড়োর ঝোলা আছে । (কোথায় ঝোলা ?)

উত্তর : গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে ।

৫.৫ দেখবি যদি, আয় । (কীভাবে আসবে ?)

উত্তর : দেখবি যদি জলদি আয় ।

Read Also:

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৬. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ :

তল্পিকাল্পনিক গল্প
রূপকথাবাতাস
ভোরেদ্রুত
পবনঝোলা
সত্বরবিহানে

উত্তর :

তল্পিঝোলা
রূপকথাকাল্পনিক গল্প
ভোরেবিহানে
পবনবাতাস
সত্বরদ্রুত

Read Also:

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৭. ‘ডাকছে রে’ আর ‘ডাক ছেড়ে’ শব্দজোড়ার মধ্যে কী পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও :

যেমন – বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে

৭. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর গল্পবুড়ো কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

৮. শব্দঝুড়ির থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

উত্তুরে, থুথ্থুড়ে, তল্পি, ঝোলা, জলদি, আজগুবি, সত্বর, শীত, রাজপুত্তুর, কারখানা

উত্তর :

বিশেষ্যবিশেষণ
তল্পিউত্তুরে
ঝোলাথুথ্থুড়ে
শীতজলদি
রাজপুত্তুরআজগুবি
কারখানাসত্বর

Read Also:

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৯. পক্ষীরাজ এর মতো (ক্+ষ্=‘ক্ষ্’) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো :

উত্তর : পক্ষীরাজ এর মতো (ক্+ষ্=‘ক্ষ্’) রয়েছে এমন পাঁচটি শব্দ – যক্ষিরাজ, পক্ষী, রক্ষী, পরীক্ষা, ক্ষত্রিয় ।

১০. ক্রিয়ার নীচে দাগ দাও :

১০.১ বইছে হাওয়া উত্তুরে ।

উত্তর : বইছে হাওয়া উত্তুরে ।

১০.২ ডাক ছেড়ে সে ডাকছে রে ।

উত্তর : ডাক ছেড়ে সে ডাকছে রে ।

১০.৩ আয় রে ছুটে ছোট্টরা ।

উত্তর : আয় রে ছুটে ছোট্টরা ।

১০.৪ দেখবি যদি জলদি আয় ।

উত্তর : দেখবি যদি জলদি আয়

১০.৫ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা ।

উত্তর : চেঁচিয়ে যে তার মুখ ব্যথা ।

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১. তোমার দৃষ্টিতে গল্পবুড়োর সাজ-পোশাকটি কেমন হবে, তা একটি ছবিতে আঁকো :

১১. নম্বর প্রশ্নের উত্তরের ছবিটি তোমরা নিজেরা আঁকো । তোমাদের আঁকা এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর গল্পবুড়ো কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

১২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১২.১ গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে ?

উত্তর : কবি সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় শীতের ভোরে যখন উত্তুরে হাওয়া বয় তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে ।

১২.২ গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে ?

উত্তর : কবি সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়োর ঝোলায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, আজগুবি কারখানা, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে ।

১২.৩ গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় ?

উত্তর : কবি সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়ো শীতকালের ভোরে ‘রূপকথা চাই, রূপকথা-‘ হাঁক দিয়ে ডেকে, লোভনীয় গল্পের কথা বলে ছোটোদের ঘুম থেকে ওঠাতে চায় ।

Read Also:

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১২.৪ ‘রূপকথা’র কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে ?

উত্তর : কবি সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এইসব রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে ।

১২.৫ গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না ?

উত্তর : কবি সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় যারা গল্পবুড়োর হাঁক শুনে ঘুম থেকে উঠে ছুটে আসবে না গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না ।

১৩. তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো ।

১৩. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর গল্পবুড়ো কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 2 Comments

  1. Sujitdolui

    Thank you

    1. STUDYMAT

      You’re welcome, Sujit Dolui!

Leave a Reply