মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মায়াতরু – প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি অশোকবিজয় রাহার ‘মায়াতরু’ কবিতার প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

মায়াতরু প্রশ্ন ও উত্তর

১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১.১ তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে ।

উত্তর : আমার চেনা এমন দুটি গাছের নাম অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে তা হল কলাগাছ, খেজুর গাছ ।

১.২ দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ ? যদি না শুনে থাকো, তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো ।

১.২ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মায়াতরু’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

১.৩ নানারকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছ ?

উত্তর : আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে, সেখানে আমি রঙিন মাছ দেখেছি । এছাড়া এই অ্যাকোরিয়ামে থাকে এমন রঙিন মাছের দোকানেও আমি নানারকম রঙিন মাছ দেখেছি ।

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১.৪ ভোরের আলো তোমার কেমন লাগে ? তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে ?

উত্তর : ভোরের আলো আমার খুব ভালো লাগে ।

তখন আমার নদীর ধারে ঘুরতে যেতে ইচ্ছে করে ।

১.৫ আলোয় এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কীভাবে ধরা পড়ে ?

উত্তর : আলোয় এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা চোখে ধরা পড়ে, যেমন – কলাগাছ, খেজুর গাছ । দিনের আলোয় গাছগুলি স্পষ্ট দেখা যায় এবং রাতের অন্ধকারে গাছগুলিকে দেখে মনে হয় কে যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে ।

Read Also:

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

গাছঅশরীরী
বনবৃক্ষ
ভূতকাঁপুনি
ঝালরঅরণ্য
কম্পপর্দা

উত্তর :

গাছবৃক্ষ
বনঅরণ্য
ভূতঅশরীরী
ঝালরপর্দা
কম্পকাঁপুনি

Read Also:

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৩. কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো :

৩.১ এক যে ছিল গাছ

৩.২ বিষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর

৩.৩ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ।

৩.৪ এক পশলার শেষে

৩.৫ বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গরগর

Read Also:

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪. কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো :

একটি গাছ ছিল সন্ধে হলেই সে দুহাত তুলে ভূতের মতো নাচ করত । আবার কখনো হঠাৎ বনের মধ্যে ভালুকের মতো ঘাড় ফুলিয়ে গরগর আওয়াজ করত । যখন বৃষ্টি শেষ হয়ে যেত আর আকাশে চাঁদ উঠত তখন তাকে দেখে মনে হত লক্ষ হীরার মাছ যেন মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে । ভোরবেলায় কত কী যে কান্ড হতো বহু ভেবেও তা বোঝা যেত না আর যখন সকাল হতো তখন দেখা যেত ঝিকিরমিকির আলোর এক রূপালি ঝালর পড়ে আছে

Read Also:

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৫. শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য করো :

ঝাঁক – দল

ঝিলিক – ক্ষণস্থায়ী আলোর ছটা

ঘাড় – গলার পিছন দিক

মুকুট – শিরোপা

ঝিকিরমিকির – চকচক করা

৫. নম্বর প্রশ্নের উত্তরের বাক্য রচনাগুলি তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মায়াতরু’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৬. কোনটি কী জাতীয় শব্দ শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো :

গাছ, যে, বা, রূপালি, জুড়ত, তুলে, হয়ে, ঝিকিরমিকির, লক্ষ, সে, কম্প, জ্বর

উত্তর :

বিশেষ্যবিশেষণসর্বনামঅব্যয়ক্রিয়া
গাছরূপালিযেবাজুড়ত
কম্পঝিকিরমিকিরসেতুলে
জ্বরলক্ষহয়ে

Read Also:

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৭. বিপরীতার্থক শব্দ লেখো :

সন্ধেসকাল
হঠাৎসবসময়
শেষেশুরুতে
হেসেকেঁদে
আলোঅন্ধকার

Read Also:

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮. সমার্থক শব্দ লেখো :

গাছ – তরু, দ্রুম, মহীরুহ, উদ্ভিদ, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী ।

ভূত – প্রেত, অশরীরী ।

বন – জঙ্গল, অরণ্য, কানন, কান্তার ।

বিষ্টি – বর্ষা, বর্ষণ, বৃষ্টি, বারিপাত, বৃষ্টিপাত

মাছ – মীন, মৎস্য ।

চাঁদ – চন্দ্র, শশধর, শশী, চন্দ্রিমা, ইন্দু, সুধাকর, সুধাংশু, হিমাংশু ।

Read Also:

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৯. প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো :

৯.১ এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ ।

উত্তর : এক গাছ ছিল । সে সন্ধে হলেই দুহাত তুলে ভূতের নাচ জুড়ত ।

৯.২ বিষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর ।

উত্তর : বিষ্টি আসত । তখনি তার আবার কম্প দিয়ে জ্বর আসত ।

৯.৩ সকাল হল যেই, একটিও মাছ নেই ।

উত্তর : সকাল হল । তখন দেখা গেল একটিও মাছ নেই ।

৯.৪ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ ।

উত্তর : লক্ষ হীরার মাছ রয়েছে । তারা মুকুটের মতো ঝাঁক বেঁধেছে ।

৯.৫ ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গরগর ।

উত্তর : ভালুকের মতো ঘাড় ফোলাত । ঘাড় ফুলিয়ে করত সে গরগর করত ।

Read Also:

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১০. এলোমেলো বনগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :

র গ র গ – গরগর

ট কু মু – মুকুট

ব আ য়া ছা – আবছায়া

র কি মি ঝি র কি – ঝিকিরমিকির

র বে ভো লা – ভোরবেলা

Read Also:

মায়াতরু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১.১ কবি অশোকবিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো ।

উত্তর : কবি অশোকবিজয় রাহার দুটি বইয়ের নাম হল ‘ভানুমতীর মাঠ’, ‘রুদ্রবসন্ত’ ।

১১.২ তাঁর কবিতা রচনার প্রধান বিষয়টি কী ছিল ?

উত্তর : তাঁর কবিতা রচনার প্রধান বিষয় ছিল নদী, পাহাড়, অরণ্যপ্রকৃতি ।

১১.৩ ‘মায়াতরু’ কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

উত্তর : ‘মায়াতরু’ কবিতাটি তাঁর ‘ভানুমতীর মাঠ’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১২. দিনের কোন সময়ে কোন ঘটনাটি ঘটছে পাশে পাশে লেখো। খাতায় ছবি আঁকো :

১২.১ দুহাত তুলে জুড়ত ভূতের নাচ – সন্ধ্যেবেলা

১২.২ ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত যে গরগর – রাত্রিবেলা

১২.৩ কেবল দেখি পড়ে আছে ঝিকিরমিকির আলোর রূপালি এক ঝালর – সকালবেলা

১২. নম্বর প্রশ্নের উত্তরের ছবিগুলো তোমরা নিজেরা আঁকো । তোমাদের আঁকা এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মায়াতরু’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১৩.১ ‘মায়াতরু’ শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে ‘মায়াতরু’ বলা হয়েছে কেন?

উত্তর : ‘মায়াতরু’ শব্দটির অর্থ মায়াবী গাছ ।

কবি অশোকবিজয় রাহার লেখা ‘মায়াতরু’ কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কারণ কবি এখানে গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন । সন্ধ্যেবেলায় কবি গাছটিকে দুহাত তুলে ভূতের নাচ করতে দেখেছেন । রাত্রিবেলায় আকাশে চাঁদ উঠলে ভালুকের মতো ঘাড় ফুলিয়ে গরগর করতে দেখেছেন । বৃষ্টি নামলে ভালুকের মতো কম্প দিয়ে জ্বর আসতে দেখেছেন । বৃষ্টির পর চাঁদ উঠলে কবি দেখেছেন ভালুক বা গাছের কোনো চিহ্ন নেই । হীরের মতো জ্বলজ্বল করছে লক্ষ লক্ষ মাছ ঝাঁক বেঁধে সে যেন মুকুট ধারণ করেছে । আবার সকাল হলে তিনি দেখেছেন কোনো মাছ নেই, ঝিকিরমিকির আলোয় পড়ে আছে এক রূপালি আলোর ঝালর । ক্ষণে ক্ষণে চেহারা বদলের জন্য গাছটিকে মায়াতরু বলা হয়েছে ।

১৩.২ শব্দের শুরুতে ‘মায়া’ যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো।

উত্তর : মায়াজাল, মায়াপুর, মায়াময়, মায়াবতী, মায়াবন্ধন ।

Read Also:

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৩.৩ ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন গল্প তুমি পড়েছ? পাঁচটি বাক্যে সেই গল্পটি লেখো।

১৩.৩. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মায়াতরু’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

১৩.৪ দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন?

উত্তর : কবি অশোকবিজয় রাহার লেখা ‘মায়াতরু’ কবিতায় কবি গাছটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন । সন্ধ্যেবেলায় কবি গাছটিকে দুহাত তুলে ভূতের নাচ করতে দেখেছেন । রাত্রিবেলায় আকাশে চাঁদ উঠলে ভালুকের মতো ঘাড় ফুলিয়ে গরগর করতে দেখেছেন । বৃষ্টি নামলে ভালুকের মতো কম্প দিয়ে জ্বর আসতে দেখেছেন । বৃষ্টির পর চাঁদ উঠলে কবি দেখেছেন হীরের মতো জ্বলজ্বল করছে লক্ষ লক্ষ মাছ ঝাঁক বেঁধে সে যেন মুকুট ধারণ করেছে । আবার সকাল হলে তিনি দেখেছেন ঝিকিরমিকির আলোয় পড়ে আছে এক রূপালি আলোর ঝালর ।

১৪. যে গাছটিকে দেখে তোমার মনেও অনেক কল্পনা ভিড় জমায়, তার একটি ছবি আঁকো, সেই গাছটি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো ।

১৪. নম্বর প্রশ্নের উত্তরে ছবিটি তোমরা নিজেরা আঁকো ও তারপর সেই সম্পর্কে পাঁচটি বাক্য লেখো । তোমাদের আঁকা ও লেখা এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মায়াতরু’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 2 Comments

  1. Sonia Parvin

    Thank you for all of your efforts…
    This helps a lot with the solved questions,,
    Keep going like this

Leave a Reply