ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ছেলেবেলা - প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছেলেবেলা’ গল্পের প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১ ‘চিলেকোঠা’ হল (কাঠের ঘর/ তেতালার ঘর/ ছাদের উপর সিঁড়ির ঘর/ বসবার ঘর) ।

উত্তর : ‘চিলেকোঠা’ হল ছাদের উপর সিঁড়ির ঘর ।

১.২ ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল (গোবি/ সাহারা/ থর) ।

উত্তর : ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল থর ।

১.৩ লিভিংস্টন ছিলেন (ইতালি/ জার্মানি/ ইংল্যান্ড/ স্কটল্যান্ড) দেশের মানুষ ।

উত্তর : লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ ।

১.৪ জুড়িগাড়ি হল (ঘোড়ায় টানা / হাতিতে টানা/ যন্ত্রচালিত/ গরুতে টানা) গাড়ি ।

উত্তর : জুড়িগাড়ি হল ঘোড়ায় টানা গাড়ি ।

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

কেতাবঘোড়াকে দেখাশোনা করার লোক
মরুভূমি মরুদ্যান
ওয়েসিসবই
সইসপাহারাদার
চৌকিদারশুষ্ক জলহীন স্থান

উত্তর :

কেতাববই
মরুভূমি শুষ্ক জলহীন স্থান
ওয়েসিস  মরুদ্যান 
সইস ঘোড়াকে দেখাশোনা করার লোক
চৌকিদারপাহারাদার

Read Also:

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৩. কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো :

৩.১ পুকুরের পাতিহাঁস, ঘাটে লোকজনের আনাগোনা, অর্ধেক পুকুর জোড়া বট গাছের ছাওয়া, জুড়িগাড়ির সইস ।

উত্তর : জুড়িগাড়ির সইস

৩.২ তেতালা ঘর, সাত সমুদ্দুর, সেকেন্ড ক্লাস, পিলপে্গাড়ি ।

উত্তর : সাত সমুদ্দুর

৩.৩ চুড়িওয়ালা, ফেরিওয়ালা, সইস, বালক সন্ন্যাসী ।

উত্তর : বালক সন্ন্যাসী

৩.৪ পিলপে্গাড়ি, জুড়িগাড়ি, রিক্শ, গাড়িবারান্দা ।

উত্তর : গাড়িবারান্দা

৩.৫ চিল, রোদ্দুর, দুপুর, লোকবসতি ।

উত্তর : লোকবসতি

Read Also:

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪. তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো :

উত্তর : পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ – রেলিঙ, সোফা, সেকেন্ড, ক্লাস, ওয়েসিস ।

৫. ‘চুড়িওয়ালা’ (চুড়ি+ওয়ালা), ‘ফেরিওয়ালা’ (ফেরি+ওয়ালা) এরকম শব্দের শেষে ‘ওয়ালা’ যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো ।  

উত্তর : শব্দের শেষে ‘ওয়ালা’ যোগ করে পাঁচটি নতুন শব্দ – বাড়িওয়ালা, রিক্শওয়ালা, দুধওয়ালা, সব্জিওয়ালা, বাসনওয়ালা ।

Read Also:

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ছেলেবেলা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৬. শূন্যস্থান পূরণ করো :

৬.১ রাঙা হয়ে আসত রোদ্দুর , চিল ডেকে যেত আকাশে

৬.২ আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ।

৬.৩ নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করল । 

৬.৪ এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল ।    

৬.৫ নীচের দেউড়ির ঘন্টায় বাজল চারটে ।

Read Also:

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৭. বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

বেলোয়ারি, চুড়ি, মাদুর, ঝাঁকড়া, বিবাগি, গড়ন, দামি, নীল, গরম, ঘোলা, পুকুর, লোকজন । 

উত্তর :

বিশেষ্যবিশেষণ
চুড়িবেলোয়ারি
মাদুরঝাঁকড়া
গড়নবিবাগি
পুকুরদামি
লোকজননীল
গরম
ঘোলা

Read Also:

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮. ক্রিয়ার নীচে দাগ দাও :

৮.১ হঠাৎ তাদের হাঁক পৌঁছত ।

উত্তর : হঠাৎ তাদের হাঁক পৌঁছত

৮.২ সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম ।

উত্তর : সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম

৮.৩ হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে ।

উত্তর : হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে

৮.৪ ধারাজাল পড়ত সকল গায়ে ।

উত্তর : ধারাজাল পড়ত সকল গায়ে ।

৮.৫ পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে ।

উত্তর : পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে

Read Also:

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৯. বাক্য রচনা করো :

প্রধান, দেশ, বালিশ, মরুভূমি, ধূলো । 

১০. ‘গ্রহণ’ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো । 

‘গ্রহণ’ শব্দটির দুটি আলাদা অর্থ :

উত্তর :

গ্রহণ – প্রাপ্তি, লওয়া, স্বীকার
গ্রহণ – গ্রাস ( সূর্য / চন্দ্র গ্রহণ )

৯. ও ১০. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘ছেলেবেলা’ গল্পের প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১. বিপরীতার্থক শব্দ লেখো :

আড়ালপ্রকাশ্য / সম্মুখ
চুপআওয়াজ
আনন্দদুঃখ
গলিবড়ো রাস্তা
ফিকেউজ্জ্বল

Read Also:

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১২. অর্থ লেখো :

মূর্তিপাথর বা মাটি দিয়ে তৈরী কোনো প্রতিকৃতি
পিলপে্গাড়িহাতিতে টানা গাড়ি
বিবাগিসংসারত্যাগী
নাগালনৈকট্য, সন্নিধান
দেউড়িসদর দরজা

Read Also:

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৩. প্রতিশব্দ লেখো :

পৃথিবী – অবনী, ধরণী, ধরিত্রী, বসুধা, বসুন্ধরা, ধরা, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব ।

পাহাড় – পর্বত, গিরি, শৈল, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, অচল, অদ্রি, ভূধর, গোত্র, মহীধর, মহীন্দ্র ।

আকাশ – গগন, শূন্য, শূন্যলোক, নভঃ, অম্বর, অনন্ত, অভ্র, নভোমণ্ডল, ব্যোম, নীলিমা ।

জল – পানি, বারি, সলিল, উদক, অম্বু, নীর, জীবন ।

গাছ – গাছ, তরু, দ্রুম, মহীরুহ, উদ্ভিদ, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী ।

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪. দুটি বাক্যে ভেঙে লেখো :

১৪.১ আমার পিতা যখন বাড়ি থাকতেন তাঁর জায়গা ছিল তেতালের ঘরে । 

উত্তর : আমার পিতা মাঝে মাঝে বাড়ি থাকতেন । তাঁর জায়গা ছিল তেতালের ঘরে ।

১৪.২ আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায় ।

উত্তর : আমি লুকিয়ে ছাদে উঠতুম । আমি প্রায়ই দুপুরবেলায় ছাদে উঠতুম।

১৪.৩ হঠাৎ তাদের হাঁক পৌঁছত, যেখানে বালিশের উপর খোলাচুল এলিয়ে দিয়ে শুয়ে থাকত বাড়ির বউ ।

উত্তর : হঠাৎ তাদের হাঁক গিয়ে পৌঁছত । বালিশের উপর খোলাচুল এলিয়ে দিয়ে শুয়ে থাকত বাড়ির বউ ।

১৪.৪ বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম ।

উত্তর : বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতুম । গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম ।

১৪.৫ গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে ।

উত্তর : গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে । বাতাসে ধুলো উড়ছে ।

Read Also:

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৫.১ কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কী নামে বিশ্বজুড়ে পরিচিত ?

উত্তর : কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি জোঁড়াসাকোর ঠাকুরবাড়ি নামে বিশ্বজুড়ে পরিচিত ।

১৫.২ রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো ।

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম হল ‘সহজপাঠ’ ও ‘ছেলেবেলা’ ।

১৫.৩ ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন ?

উত্তর : ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ‘ভারতী’ ও ‘বালক’ পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন ।

Read Also:

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৬. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১৬.১ বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল ?

উত্তর : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ছেলেবেলা’ গল্পে, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাঁর বাড়ির খোলা ছাদ ।

১৬.২ তাঁর বাড়ির নীচতলায় বারান্দায় বসে রেলিঙের ফাঁক দিয়ে কী কী দেখা যেত ?

উত্তর : তাঁর বাড়ির নীচতলায় বারান্দায় বসে রেলিঙের ফাঁক দিয়ে রাস্তার লোক-চলাচল দেখা যেত ।

১৬.৩ পাঠ্যাংশে ‘ওয়েসিস’ এর প্রসঙ্গ কীভাবে রয়েছে ?

উত্তর : গরমকালে দুপুরবেলা ছাদের উপর দিয়ে যখন গরম বাতাস হু হু করে ধুলো উড়িয়ে বয়ে যেত, তখন বালক লেখক রবীন্দ্রনাথের ছাদটাকে মরুভূমি আর তেতালার নাবার ঘর অর্থাৎ স্নান করার ঘরটাকে মনে হত ওয়েসিস ।

১৬.৪ পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কী জানতে পারো ?

উত্তর : লেখক রবীন্দ্রনাথের পিতা ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ । তিনি ভোরবেলা সূর্য ওঠার আগে হাত দুটি কোলে জোড় করে সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন । মাঝে মাঝে তিনি অনেকদিনের জন্য পাহাড় পর্বতে চলে যেতেন ।

Read Also:

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৬.৫ পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কী ভাবে জানা গেল ?

উত্তর : গ্রীষ্মের প্রচন্ড গরমে ছোট্ট রবি তার পিতার স্নান ঘরটাকে মনে করত যেন মরুভূমির মধ্যে ওয়েসিস । সেখানে যেতে সে খুবই ভালোবাসত । সে মনে করত সেই ঘরটা যেন লিভিংস্টনের এইমাত্র খুঁজে পাওয়া নতুন দেশ । সেখানে গিয়ে সে স্নান করত এবং বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে ফেলত ।

১৬.৬ ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো ?

উত্তর : ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হত রবিবারের বিকেলের আকাশটা বিশ্রী ভাবে মুখ বিগড়ে আছে । আর আসছে সোমবারের হাঁ-করা মুখের গ্রহণ লাগানো ছায়া যেন তাকে গিলতে শুরু করেছে ।

১৬.৭ পাঠ্যাংশে কাকে, কেন বাংলাদেশের ‘শিশু লিভিংস্টন’ বলা হয়েছে ?

উত্তর : পাঠ্যাংশে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছেলেবেলায় নিজেকে অর্থাৎ ছোট্ট রবিকে বাংলাদেশের ‘শিশু লিভিংস্টন’ বলেছেন ।

পাঠ্যাংশে ছোট্ট রবিকে বাংলাদেশের ‘শিশু লিভিংস্টন’ বলা হয়েছে কারণ ছোট্ট রবিও যেন ডেভিড লিভিংস্টনের মতো ছাদের ঘরে বসে ওয়েসিস আবিষ্কার করেছিল ।

Read Also:

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৬.৮ তুমি যখন আরও ছোটো ছিলে তখন তোমার দিন কীভাবে কাটত, তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা লেখো ।

১৬.৮ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘ছেলেবেলা’ গল্পের প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply