তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’ গল্পের প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

তালনবমী – প্রশ্ন ও উত্তর

১.১ কোন মাসে তাল পাকে ?

উত্তর : ভাদ্র মাসে তাল পাকে ।

১.২ আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে ?

উত্তর : আউশ ধান ভাদ্র মাসের শেষে অর্থাৎ শরৎ ঋতুতে ঘরে ওঠে ।

১.৩ গ্রাম জীবনে পালিত হয়, এমন দুটি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম লেখো ।

উত্তর : গ্রাম জীবনে পালিত হয়, এমন দুটি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম হল তালনবমীর ব্রত, নবান্নের পরব ।

১.৪ বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন ?

উত্তর : বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কারণ বর্ষাকালে বড্ড সাপের ভয় থাকে ।

১.৫ তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয় ?

১.৫ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘তালনবমী’ গল্পের প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

হু দূ র ব র্তী র : বহুদূরবর্তী

র পা ত্ত উ ড়া : উত্তরপাড়া

অ ম স্ক ন ন্য : অন্যমনস্ক

ল পি তি লি টু : তিলপিটুলি

ল ঙ্গ বা র ম : মঙ্গলবার

কু ঠা খো র কা : খোকাঠাকুর

Read Also:

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

রান্না হয়নি, বৃষ্টির/বর্ষার, খিদে পেয়েছে, সাহস হয় না, রাত কাটবে, হেলে পড়ছে

৩.১ ক্ষুদিরাম ভট্‌চাযের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি

উত্তর : ক্ষুদিরাম ভট্‌চাযের বাড়ি দুদিন রান্না হয়নি

৩.২ কতক্ষণে যে রাত পোহাবে

উত্তর : কতক্ষণে যে রাত কাটবে

৩.৩ কিন্তু সাহসে কুলোয় না তার ।

উত্তর : কিন্তু সাহস হয় না তার ।

৩.৪ আমারও পেট চুঁই চুঁই করচে ।

উত্তর : আমারও খিদে পেয়েছে

৩.৫ বাঁশঝাড় নুয়ে পড়চে বাদলার হাওয়ায় ।

উত্তর : বাঁশঝাড় হেলে পড়ছে বাদলার হাওয়ায় ।

Read Also:

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪.১ ঘুমের মধ্যে ওসব কী হিজিবিজি স্বপ্ন সে দেখছিল ।

৪.২ ক্ষুদিরাম ভট্‌চাজের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি ।

৪.৩ গোপাল একছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে ।

৪.৪ গোপাল বললে, ‘কোথায় যাচ্ছিস তোরা ?’

৪.৫ ‘ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তালনবমী ।‘

উত্তর :

১) ৪.২ ক্ষুদিরাম ভট্‌চাজের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি ।

২) ৪.৩ গোপাল একছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে ।

৩) ৪.৫ ‘ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তালনবমী ।‘

৪) ৪.১ ঘুমের মধ্যে ওসব কী হিজিবিজি স্বপ্ন সে দেখছিল ।

৫) ৪.৪ গোপাল বললে, ‘কোথায় যাচ্ছিস তোরা ?’

Read Also:

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৫.১ গল্পের নানান জায়গায় খুঁজে দেখো ‘তাল’ নামে ফলটার অনেক ধরনের বিশেষণ খুঁজে পাবে । সবগুলো লেখো ।

উত্তর : কালো হেঁড়ে তাল, মিশকালো তাল, বড়ো আর কালো কুচকুচে তাল ।

৫.২ ‘মেঘাচ্ছন্ন আকাশ’ কথাটার অর্থ মেঘে ভরা আকাশ । ঠিক এই অর্থটাই বোঝায় এমন আর একটা বিশেষণ গল্পেই আছে । খুঁজে নিয়ে লেখো ।

উত্তর : মেঘ-জমকালো আকাশ ।

Read Also:

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

তার, নেমন্তন্ন, বোকা, দিয়েছিল, মঙ্গলবার, আকাশ, ঝমঝম, চলাফেরা, প্রকাণ্ড, মিশকালো, চুঁই চুঁই, তিনি
বিশেষ্যবিশেষণসর্বনামঅব্যয়ক্রিয়া
নেমন্তন্ন, মঙ্গলবার, আকাশবোকা, ঝমঝম, প্রকাণ্ড, মিশকালোতার, তিনিচুঁই চুঁইদিয়েছিল, চলাফেরা

Read Also:

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৭.১ কদিন ধরে পেট ভরে না খেতে পেরে ওরা দুই ভায়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে ।

উত্তর : ধরে, ভরে, খেতে, পেরে, হয়ে – কাজ শেষ হয়নি, উঠেছে – কাজ শেষ হয়ে গেছে ।

৭.২ জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন ।

উত্তর : বলে, করে, নিয়ে, চলে – কাজ শেষ হয়নি, গেলেন – কাজ শেষ হয়ে গেছে ।

৭.৩ রেগে দাঁড়িয়ে উঠে বললে, ‘কেন করবে না আমাদের নেমন্তন্ন ?’

উত্তর : রেগে, দাঁড়িয়ে, উঠে, বললে, করবে না – কাজ শেষ হয়ে গেছে ।

৭.৪ খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে ।

উত্তর : উঠে, দেখলে, ঘুমিয়ে – কাজ শেষ হয়নি ।

Read Also:

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮.১ ‘সদর দোর’ কথাটার মানে জেনে নাও, শব্দটা নিজে কোনো বাক্যে ব্যবহার করো ।

উত্তর : সদর দোর – প্রধান দরজা

৮.১ নম্বর প্রশ্নের উত্তরের বাক্য রচনা তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘তালনবমী’ গল্পের প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

৮.২ ‘কপাট’ শব্দটির অর্থ লেখো । এই শব্দটা ব্যবহার করে নিজে একটি বাক্য লেখো ।

উত্তর : কপাট – দরজার/ জানালার পাল্লা

৮.২ নম্বর প্রশ্নের উত্তরের বাক্য রচনা তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘তালনবমী’ গল্পের প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

সলজ্জনির্লজ্জ
সুখাদ্যকুখাদ্য
অন্ধকারআলো
সাধ্যঅসাধ্য
আগ্রহঅনাগ্রহ

Read Also:

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

গৃহস্থ, পিঠে, আশ্চর্য, জোনাকি, তালনবমী

১০. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘তালনবমী’ গল্পের প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১.১ এ গল্পে বৃষ্টির দুরকম ছবি আছে ।  ঝম্‌ঝম্‌ আর টিপ্‌টিপ্‌ । এই শব্দ দুটো ছাড়া কেবল ধ্বনি থেকেই বুঝে নেওয়া যায়, এমন কতগুলো শব্দ লেখো ।

উত্তর : চুঁই চুঁই, হু হু, খট্ খট্, শিরশির প্রভৃতি ।

১১.২ হাওয়ার শব্দ বোঝাছে এমন দুটি শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো ।

উত্তর : হাওয়ার শব্দ বোঝাছে এমন দুটি শব্দ হল হু হু, খট্ খট্ ।

১১.৩ গল্পে ‘বাঁড়ুজ্যে, ভট্‌চাজ’-এগুলি কোন কোন পদবি থেকে এসেছে ? এরকম আরো তিনটি পদবি লেখো ।

উত্তর : বাঁড়ুজ্যে এসেছে বন্দ্যোপাধ্যায় পদবি থেকে, ভট্‌চাজ এসেছে ভট্টাচার্য পদবি থেকে ।

এরকম আরো তিনটি পদবি হল মুখুজ্জে এসেছে মুখোপাধ্যায় থেকে, চাটুজ্জে এসেছে চট্টোপাধ্যায় থেকে, গাঙ্গুলি এসেছে গঙ্গোপাধ্যায় থেকে ।

Read Also:

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১.৪ পড়েচে, খেয়েচে-এই শব্দগুলি কোন কোন শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে ?

উত্তর : পড়েচে, খেয়েচে-এই শব্দগুলি পড়েছে, খেয়েছে শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে ।

১২.১ এই গল্পটা কোন ঋতুর, তা বোঝবার অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে । আছে মাসের নাম, ব্রতের নাম ইত্যাদি । এছাড়াও কোন কোন সূত্র তুমি নিজে খুঁজে পাও লেখো ।

উত্তর : লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’ গল্পে বর্ষা ঋতুর কথা বোঝবার অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে । গল্পের শুরুতেই বলা হয়েছে পনেরো দিন ধরে বিরামবিহীন বর্ষা হচ্ছে । তারপর বলা হয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে তোলার কথা, তালনবমীর ব্রতের কথা যা ভাদ্রমাসে পালিত হয় । পরবর্তীতে গল্পে বলা আছে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে । এছাড়া গল্পে বলা হয়েছে রাত্রে হু হু বাদলার হাওয়া সঙ্গে বৃষ্টি নামার কথা, মাঠে এক হাঁটু জল আর কাদা জমার কথা । বর্ষাকালে বড্ড সাপের ভয়, এই কথাও বলা হয়েছে গল্পে । আরও বলা হয়েছে বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দলের ডাকের কথা, বর্ষার জলে ভেজা ঝোপঝাড়ের কথা ।

Read Also:

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১২.২ এ গল্পে দাদা এক সময়ে ছোট ভাইকে বলেছে, ‘একটা বোকা !‘ তোমার কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকামিই করেছে ? ছোটো ভাই, যার নাম গোপাল, সে যদি তোমার বন্ধু হতো, তবে তুমি তাকে কী করতে বলতে ?

১২.২ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘তালনবমী’ গল্পের প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

১২.৩ কী ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝিয়ে লেখো ।

১২.৩ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘তালনবমী’ গল্পের প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

উত্তর : ‘পথের পাঁচালী’ বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।

উত্তর : তাঁর লেখা ছোটোদের দুটি বইয়ের নাম ‘চাঁদের পাহাড়’, ‘তালনবমী’ ।

উত্তর : ১৯৫১ সালে তাঁকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রদান করা হয় ।

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪.১ গল্পে মোট কটি শিশু চরিত্রের কথা আছে ? তাদের নাম পরিচয় লিখে তাদের স্বভাব বিষয়ে দুটি করে বাক্য লেখো ।

উত্তর : লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’ গল্পে মোট এগারো জন শিশু চরিত্রের কথা আছে ।

নেপাল – ক্ষুদিরাম ভট্চাজের বড় ছেলে নেপাল । নেপালের বয়স বারো বছর । নেপাল ভেবেছিল তালনবমীর ব্রততে দিঘির তালপুকুরের তালের বন থেকে তাল কুড়িয়ে এনে জটি পিসিমাকে বিক্রি করে কটা পয়সা রোজগার করবে ।

গোপাল – ক্ষুদিরাম ভট্চাজের ছোট ছেলে গোপাল । গোপালের বয়স দশ বছর । গোপাল ভেবেছিল তালনবমীর ব্রততে জটি পিসিমাকে তাল দিয়ে পয়সা না নিলে জটি পিসিমা তাদের দুই ভাইকে নেমন্তন্ন করবে ।

চুনি – শিবু বাঁড়ুজ্যের ছেলে চুনি । বয়সে সে নেপালের চেয়ে বড়ো । অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, চেহারা বেশ ভালো ও সরল মনের । গোপাল যখন চুনিকে জিজ্ঞেস করে জটি পিসিমা তালনবমীর ব্রততে তাদেরকে নেমন্তন্ন করবে কি না, সে তখন শিশুসুলভ সরল মন থেকে বলেছিল ‘সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে ?’

সানু – রাখাল রায়ের ছেলে সানু । তার জটি পিসিমার বাড়ি নেমন্তন্ন ছিল ।

পাঁচু – কালীবর বাঁড়ুজ্যের বড়ো ছেলে পাঁচু । তার জটি পিসিমার বাড়ি নেমন্তন্ন ছিল ।

কুড়োরাম – দীনু ভট্চাজের ছেলে কুড়োরাম । তার জটি পিসিমার বাড়ি নেমন্তন্ন ছিল । কুড়োরাম গোপালকে বলেছিল জটি পিসিমারা বেছে বেছে নেমন্তন্ন করেছে, সবাইকে বলেনি ।

এছাড়াও গল্পে হরেন, হারু, হিতেন, দেবেন, গুট্কে শিশু চরিত্রের কথা আছে । তবে তাদের নাম পরিচয়, স্বভাব বিষয়ে গল্পে কিছু বলা নেই ।

Read Also:

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪.২ ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্‌চাজের দিন কীভাবে কাটে ?

উত্তর : লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’ গল্পে ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ । জমিজমার সামান্য কিছু আয় এবং দু-চার ঘর শিষ্যযজমানের বাড়ি ঘুরে-ঘুরে কায়ক্লেশে সংসার চলে । ভীষণ বর্ষায় গ্রামের অন্যান্য গৃহস্থের বাড়ির মত তার বাড়িতেও দুদিন হাঁড়ি চড়ে নি । যজমান-বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তাও ফুরিয়ে গিয়েচে । ভাদ্র মাসের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ও ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে ।

১৪.৩ চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল কেন ?

উত্তর : লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’ গল্পে চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল তালনবমীর ব্রতের জন্য ডাল ভাঙতে ।

Read Also:

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪.৪ জটি পিসিমার বাড়িতে কী বারে, কেন তালের প্রয়োজন হয়েছিল ?

উত্তর : লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’ গল্পে জটি পিসিমার বাড়িতে মঙ্গলবার, তালনবমীর ব্রতের জন্য তালের প্রয়োজন হয়েছিল ।

১৪.৫ কে, কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল ?

উত্তর : লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’ গল্পে গোপাল খুব ভোরবেলা উঠে দেখল বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি । রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে । তখন গোপাল একছুটে মাঠের এক হাঁটু জল, কাদা পেরিয়ে চলে গেল গ্রামের পাশে তালদিঘির ধারে । সেখানে সে ভয়ে ভয়ে দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল । সেখান থেকে সে বড়ো, কালো কুচকুচে একটা তাল ও আরেকটা ছোটো তাল জটি পিসিমাকে এনে দিল । এইভাবে গোপাল, জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল ।

Read Also:

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

তালনবমী – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪.৬ জটি পিসিমার ভালো নামটি কী ?

উত্তর : লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’ গল্পে জটি পিসিমার ভালো নামটি হল হরিমতী ।

১৪.৭ বর্ষারাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যা হয়ে গেল, তা গল্প অনুসরণে লেখো ।

উত্তর : লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’ গল্পে বর্ষারাতে গোপাল স্বপ্ন দেখে, জটি পিসিমা তাকে আদর করে খাওয়াচ্ছে আর বলছে, ‘খোকা, কাঁকুড়ের ডাল্না আর নিবি ? মুগের ডাল বেশি করে মেখে নে ।’ জটি পিসিমার বড়ো মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরমগরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলছে, ‘খোকা, কখানা নিবি তিলপিটুলি ?’ তারপর লাবণ্যদি থালাখানা উপুড় করে তার পাতে ঢেলে দিচ্ছে । তারপর জটি পিসিমা আনছেন পায়েস আর তালের বড়া । হেসে বলছেন, ‘খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলি, তাই পায়েস হল !… খা, খা, খুব খা; -আজ যে তালনবমী রে !’ …কত কী চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে ভাসছে গোপালের স্বপ্নে ।

কিন্তু গোপালের দেখা এই স্বপ্ন মিথ্যা হয়ে গেল কারণ গল্পের শেষে দেখা গেল জটি পিসিমা তালনবমীর উৎসবে গোপালকে নেমন্তন্নই করলো না ।

Read Also:

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply