পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি আল মাহমুদের ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর

১. ঠিক শব্দটি/শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১ জোনাকি এক ধরনের (পাখি/ মাছ/ পোকা/ খেলনা) ।

উত্তর : জোনাকি এক ধরনের পোকা ।

১.২ ‘মোড়’ বলতে বোঝানো হয় (গোল/ বাঁক/ যোগ/ চওড়া) ।

উত্তর : ‘মোড়’ বলতে বোঝানো হয় বাঁক ।

১.৩ ‘দরবার’ শব্দটির অর্থ হলো (দরজা/ সভা/ দরগা/ দোকান) ।

উত্তর : ‘দরবার’ শব্দটির অর্থ হলো সভা ।

১.৪ প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো – (কাব্য হবে/ মোড় ফিরেছি/ কালো জল/ ডাবের মতো চাঁদ উঠেছে) ।

উত্তর : প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো – ডাবের মতো চাঁদ উঠেছে ।

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২. ‘ক’ সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

চাঁদগিরি
ঠান্ডাশশী
পাহাড়শীতল
জোনাকিজলাশয়/দীঘিকা
দিঘিখদ্যোত
জলপুষ্প
ফুলনীর

উত্তর :

চাঁদশশী
ঠান্ডাশীতল
পাহাড়গিরি
জোনাকিখদ্যোত
দিঘিজলাশয়/দীঘিকা
জলনীর
ফুলপুষ্প

Read Also:

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৩. শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

ঠান্ডা, চাঁদ, লাল, শহর, দরগাতলা, জোনাকি, মস্ত, গোলগাল, উটকো, কলরব

উত্তর :

বিশেষ্যবিশেষণ
চাঁদ, শহর, দরগাতলা, জোনাকিঠান্ডা, লাল, মস্ত, গোলগাল, উটকো, কলরব

Read Also:

পাখির কাছে ফুলের কাছে – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪.১ ‘থরথর’ শব্দে ‘র’ বর্ণটি দুবার রয়েছে। এরকম ‘ল’ বর্ণটি দুবার আছে, এমন পাঁচটি শব্দ লেখো (যেমন-টলটল) :

উত্তর : ‘ল’ বর্ণটি দুবার আছে, এমন পাঁচটি শব্দ – গোলগাল, কলকল, ছলছল, জ্বলজ্বল, ঝলমল ।

৪.২ ‘কাছে’ শব্দটিকে ‘নিকটে’ এবং ‘দেখা করা’ এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো ।

৪.২ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৫. ক্রিয়ার নীচে দাগ দাও :

৫.১ ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ।

উত্তর : ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ।

৫.২ নারকোলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ।

উত্তর : নারকোলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ।

৫.৩ এসো, আমার সবাই না ঘুমানোর দল ।

উত্তর : এসো, আমার সবাই না ঘুমানোর দল ।

৫.৪ কাব্য হবে, কাব্য কবে – জুড়ল কলরব ।

উত্তর : কাব্য হবে, কাব্য কবে – জুড়ল কলরব ।

৫.৫ পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই ।

উত্তর : পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই

Read Also:

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৬. অর্থ লেখো :

ঝিমধরা অবসন্ন
উটকো অপরিচিত
দরবার সভা
কলরব কোলাহল/বহু লোকের সমবেত আওয়াজ
মিনার সৌধ

Read Also:

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৭. সমার্থক শব্দ লেখো :

চাঁদ – চন্দ্র, শশধর, শশী, চন্দ্রিমা, ইন্দু, সুধাকর, সুধাংশু, হিমাংশু ।

পাখি – পক্ষী, খেচর, খগ, বিহগ, বিহঙ্গ ।

ফুল – পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন, রঙ্গনা, গুল ।

গাছ – গাছ, তরু, দ্রুম, মহীরুহ, উদ্ভিদ, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী ।

জোনাকি – দীপ্তিযুক্ত পোকাবিশেষ, খদ্যোত, জোনাই, জ্যোতিরিঙ্গণ, কীটমণি ।

Read Also:

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮. বিপরীতার্থক শব্দ লেখো :

লম্বাবেঁটে
ঠান্ডাগরম
হেসেকেঁদে
পদ্যগদ্য
মস্তক্ষুদ্র

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৯.১ কবি আল মাহমুদ কোন দেশের মানুষ ?

উত্তর : কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ ।

৯.২ তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন ?

উত্তর : তিনি বিখ্যাত আন্দোলন ভাষা-বিদ্রোহে সামিল হয়েছিলেন ।

৯.৩ তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো ।

উত্তর : তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হল ‘কলের কলম’ ।

Read Also:

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১০. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১০.১ কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন ?

উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ একদিন রাতে দেখলেন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো গোল চাঁদ উঠেছে তাই দেখে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন ।

১০.২ কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন ?

উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ রাত্রিবেলায় বাড়ির বাইরে বেরোচ্ছেন, চারদিক তখন নিস্তব্ধ এবং সকলে ঘুমোচ্ছে । ছিটকিনির শব্দে যাতে কারো ঘুম না ভাঙে তাই তিনি ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন ।

১০.৩ বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন ?

উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ বাইরে বেরিয়ে এসে দেখলেন মস্ত শহরটা যেন অবসন্ন অবস্থায় থরথর করে কাঁপছে । শহরের মিনারটাকে দেখে মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে আছে এবং পাথরঘাটার গির্জাটাকে দেখে মনে হয়েছিল লাল পাথরের ঢেউ ।

Read Also:

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১০.৪ শহরে নেই, অথচ কবির মনে হল তিনি দেখছেন, এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে ?

উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ শহরে নেই, অথচ তিনি দেখছেন, এমন জিনিসগুলো হল পাহাড়, লালদিঘি, জোনাকি, রক্তজবার ঝোপ, ফুল, পাখি ।

১০.৫ সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল ? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল ?

উত্তর : সেই রাতে জেগে থাকার দলে ছিল পাহাড়, লালদিঘি, জোনাকি, দিঘির কালো জল, রক্তজবার ঝোপ, ফুল, পাখি ।
তারা কবির কাছে কবিতা শোনার আবদার জানিয়েছিল ।

১০.৬ তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন ?

উত্তর : ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি আল মাহমুদ তাদের ডাকে সাড়া দিয়ে পকেট থেকে তাঁর নিজের লেখা ছড়ার বই বের করে, পাখির ও ফুলের কাছে নিজের মনের কথা বলতে শুরু করলেন ।

Read Also:

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১০.৭ রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন, তা নিজের ভাষায় লেখো ।

উত্তর : রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি ছিল খুবই মনোরম । চারদিকে জোনাকি উড়ে বেড়াচ্ছিল । পাহাড়, লালদিঘি, জোনাকি, দিঘির কালো জল, রক্তজবার ঝোপ, ফুল, পাখি সকলে সেই রাতে জেগে ছিল । দিঘির কালো জল কবিকে কবিতা শোনানোর আবদার করেছিল । এই কথা শুনে খুশিতে হেসে ফুল ও পাখিরা ‘কাব্য হবে, কাব্য হবে’ বলে কোলাহল জুড়েছিল । তারপর কবি পকেট থেকে তাঁর নিজের লেখা ছড়ার বই বের করে, তাদের নিজের মনের কথা বলতে শুরু করলেন ।

১০.৮ ‘চাঁদ’ কে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো ।

১০.৮ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 6 Comments

  1. Pritiparna Das

    Thanks studymat for helping me in all the question and answer patabahar 5.

    1. STUDYMAT

      You’re welcome, Pritiparna Das! We’re here to help you all in your studies. Just let us know what you need.

  2. Debjit ghosh

    It’s very helpful to me. With this website, I completed my lesson. Very very thanks to studymat.

    1. STUDYMAT

      We’re glad to hear that Studymat helped you complete your lesson, Debjit Ghosh! If you have any other lessons or topics you need help with, feel free to use the website again or reach out for more help.

  3. Md Farhan

    It’s very helpful to me. I use this app in my first term exam and I got 48 out of 50 marks thank you studymat.

    1. STUDYMAT

      You’re welcome Md Farhan! I’m glad to hear that Studymat was helpful and contributed to your success in the first term exam. Keep up the great work and continue using Studymat for more success in the future!

      Follow Us on Facebook: https://fb.com/studymat.in

Leave a Reply