পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে পাহাড়িয়া বর্ষার সুরে’ গল্পের প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর

১. নিজের ভাষায় লেখো :

১.১ পশ্চিমবঙ্গের যে-কোনো একটি পাহাড়ের নাম লেখো ।

উত্তর : পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম হল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়/ বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় ।

১.২ পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে ?

উত্তর : পাহাড়ের কথা বললেই আমার চোখের সামনে ভেসে ওঠে সুন্দর প্রাকৃতিক দৃশ্য । একপাশে জঙ্গলে ঢাকা উঁচু উঁচু পাহাড় আর একপাশে গভীর খাদ । এরই মাঝখান দিয়ে চলেছে সরু পাহাড়ি রাস্তা । পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী, কোথাও আবার সেই নদী থেকে জলপ্রপাতের সৃষ্টি হয়েছে ।

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১.৩ বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো ।

১.৩ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘পাহাড়িয়া বর্ষার সুরে’ গল্পের প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

১.৪ বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয় ? তোমার পাঠ্যবইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে ?

উত্তর : বর্ষায় প্রকৃতি এক অপরূপ রূপে সেজে ওঠে । গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর যখন বর্ষা আসে প্রকৃতি তখন হয়ে ওঠে সজল, স্নিগ্ধ । বর্ষার জলধারায় গাছপালা সতেজ ও সবুজ হয়ে ওঠে । নদী-নালা, খাল-বিল, পুকুর, জলাশয় সব জলে ভরে ওঠে । বর্ষায় আকাশ বেশির ভাগ সময় ঘন কালো মেঘে ঢেকে থাকে । মাঝে মাঝে বজ্রবিদ্যুৎসহ প্রচন্ড বৃষ্টি হয় । সন্ধ্যেবেলায় ব্যাঙের ডাক শোনা যায় ।

বর্ষা নিয়ে মার পাঠ্যবইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতা, ও লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘তালনবমী’ গল্প রয়েছে ।

Read Also:

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২. বাক্য মেলাও :

চল মাছ ধরি গিয়েউড়ছে সার বেঁধে
মাছরাঙা বার বারনতুন বছরের নতুন জলে
কুরুয়া পাখিছোঁ মেরেও পায়নি মাছ
বকেরানদীর কূল
ছাপিয়ে গিয়েছেউড়ে উড়ে কাঁদছে

উত্তর :

চল মাছ ধরি গিয়েনতুন বছরের নতুন জলে
মাছরাঙা বার বারছোঁ মেরেও পায়নি মাছ
কুরুয়া পাখিউড়ে উড়ে কাঁদছে
বকেরাউড়ছে সার বেঁধে
ছাপিয়ে গিয়েছেনদীর কূল

Read Also:

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৩. প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো :

নতুন বছরের নতুন জলে আনন্দ করে____________________। বর্ষায় এই সুন্দর প্রকৃতিতে____________________। মাঠে ঘাটে, কত পাখি, যেমন____________________তারা কেউ____________________। একদিকে মাছ না পাওয়া গেলে____________________।

উত্তর :

নতুন বছরের নতুন জলে আনন্দ করে মাছ ধরতে যাই চল । বর্ষায় এই সুন্দর প্রকৃতিতে নদীর কূল ছাপিয়ে মাঠ ঘাট জলে থৈ থৈ করছে । মাঠে ঘাটে, কত পাখি, যেমন বক, মাছরাঙা, কুরুয়া তারা কেউ সার বেঁধে উড়ছে, কেউ মাছের আশায় বার বার জলে ছোঁ মারছে আর কেউ উড়ে উড়ে কাঁদছে । একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে চল

Read Also:

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাহাড়িয়া বর্ষার সুরে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪. কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হৈচৈ আনন্দ করেছ আর মজা পেয়েছ । কী কী করলে সেই দিন তা দিনলিপির আকারে খাতায় লেখো ।

৫. মূল লেখাটা অন্য ভাষায়, কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছ আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো :

৬. একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো ।

৭. এমন একটি ছবি আঁকো, যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে :

নদীর কূল, জল থৈ থৈ মাঠ, বকের সারি, মাছরাঙা, ছেলেমেয়ের দল ।

৪. ৫. ৬. ও ৭. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘পাহাড়িয়া বর্ষার সুরে’ গল্পের প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮. কথায় বলে ‘মাছে-ভাতে বাঙালি’ । সেই বাঙালির পরিচয় গানটিতে কীভাবে ফুটে উঠেছে ?

উত্তর : বাঙালির প্রিয় খাদ্য হল মাছ ভাত । বাঙালিরা মাছ ধরতেও খুব ভালোবাসে । ‘পাহাড়িয়া বর্ষার সুরে’ গল্পে যে গানের কথা বলা হয়েছে সেখানেও রাভা জনগোষ্ঠীর মানুষরা মাছ ধরতে যাচ্ছে । নতুন বছরে বর্ষার নতুন জলে যখন নদীর কূল ছাপিয়ে মাঠ ঘাট জলে থৈ থৈ করছে তখন তারা একসঙ্গে মাছ ধরতে চলেছে । একস্থানে মাছ না পাওয়া গেলে তারা অন্যস্থানে যেতেও রাজি । গল্পে উল্লেখ্য গানটির মাধ্যমে তাদের মাছ খেতে ভালো লাগার কথা ফুটে উঠেছে । বাঙালিরাও মাছ খেতে ভালোবাসে, তাদের যে কোনও আনন্দ অনুষ্ঠানের অঙ্গই হল মাছ । সেই মাছ প্রিয় বাঙালির পরিচয়ও গানটিতে কিছুটা হলেও ফুটে উঠেছে ।

৮.১ বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায় ?

উত্তর : বৃষ্টি হল প্রকৃতিতে জলের অন্যতম প্রধান উৎস । জল ছাড়া জীবজগতের অস্তিত্ব কল্পনা করা যায় না । বৃষ্টি না হলে প্রকৃতিতে খরা দেখা দেবে । বৃষ্টির জলে গাছপালা বেড়ে ওঠে, মাঠে ফসল ফলে । আর এই গাছপালার উপর নির্ভর করে সমস্ত প্রাণীজগৎ বেঁচে থাকে । বৃষ্টি না হলে সমস্ত উদ্ভিদকূল ও প্রাণীকূলই ধ্বংস হয়ে যাবে । এইভাবে বৃষ্টি প্রকৃতিকে বাঁচায় ।

Read Also:

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮.২ ‘খরা’ বলতে কী বোঝায় ?

উত্তর : খরা বলতে বোঝায় অনাবৃষ্টি । দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জলের অভাবে মাটি, পুকুর, খাল-বিল, জলাশয় সব শুকিয়ে যায় । সূর্যের প্রচন্ড তাপে গাছপালা, পশুপাখি, মানুষ মারা যায় । চারিদিকে জলকষ্ট দেখা দেয় । এই অবস্থাকে খরা বলে ।

৮.৩ অনাবৃষ্টির ফলে মানুষ, পশুপাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল ?

উত্তর : ‘পাহাড়িয়া বর্ষার সুরে’ গল্পে অনাবৃষ্টির ফলে মানুষ, পশুপাখি, গাছপালা সব ধ্বংস হয়ে গেছিল ।

৮.৪ ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখল ?

উত্তর : ‘পাহাড়িয়া বর্ষার সুরে’ গল্পে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল, সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ-উৎসবে ব্যস্ত । ভগবান তাদের স্ত্রী ও মন্ত্রীদের নিয়ে মহানন্দে দিন কাটাচ্ছে ।

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮.৫ প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন ?

উত্তর : ‘পাহাড়িয়া বর্ষার সুরে’ গল্পে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কারণ পৃথিবীতে খুব খরা হয়েছে। মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেছে । অথচ ভগবান পৃথিবীর দুরাবস্থার দিকে নজর না দিয়ে তাদের স্ত্রী ও মন্ত্রীদের নিয়ে মহানন্দে নানান ভোজ ও আনন্দ-উৎসবে ব্যস্ত ।

৮.৬ ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কীভাবে নাকাল হলো ?

উত্তর : ‘পাহাড়িয়া বর্ষার সুরে’ গল্পে মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফুটিয়ে দিয়েছিল । বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখিয়েছিল । মোরগ তার ডানা ঝাপটে ভয় দেখিয়েছিল । এইভাবে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে নাকাল হয়েছিল ।

Read Also:

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮.৭ শিক্ষক /শিক্ষিকার সাহায্যে ‘বৃষ্টি’ নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো ।

উত্তর : ‘বৃষ্টি’ নিয়ে প্রচলিত দুটি ছড়া –

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান,
শিবঠাকুরের বিয়ে হল তিন কন্যে দান ।

আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে,
ধানের ভেতর পোকা খোকন সোনা বোকা ।

‘বৃষ্টি’ নিয়ে প্রচলিত দুটি গল্প –

তালনবমী, পথের পাঁচালী ।

Read Also:

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 2 Comments

  1. Md Farhan

    Studymat.in I requesting you that please add ‘sobdartho’ in all chapters in patabahar. Plz accept my request.

    1. STUDYMAT

      We are working on adding “sobdartho” to all chapters in Patabahar. Thank you for your suggestion, Md Farhan!

Leave a Reply