পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি প্রেমেন্দ্র মিত্রের ‘মিষ্টি’ কবিতার প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।
মিষ্টি – প্রশ্ন ও উত্তর
১. নিজের ভাষায় লেখো :
১.১ কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না ?
উত্তর : শীত ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না ।
১.২ কোন ঋতুতে সাধারণত পথ-ঘাট পিছল হয়ে পড়ে ?
উত্তর : বর্ষা ঋতুতে সাধারণত পথ-ঘাট পিছল হয়ে পড়ে ।
১.৩ কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় ?
উত্তর : ঢালু, মসৃণ পথে সহজেই গড়িয়ে পড়া যায় ।
Read Also:
গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
১.৪ চড়াই-উৎরাই রাস্তা কোথায় দেখা যায় ?
উত্তর : চড়াই-উৎরাই রাস্তা পাহাড়ি অঞ্চলে দেখা যায় ।
১.৫ ‘রাস্তা’ শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে ?
উত্তর : ‘রাস্তা’ শব্দটি ‘পথ’ নামে কবিতায় আছে ।
১.৬ আখের প্রসঙ্গ রয়েছে, তোমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম লেখো ।
উত্তর : আমার পাঠ্যসূচির অন্তর্গত ‘বোকা কুমিরের কথা’ গল্পে আখের প্রসঙ্গ রয়েছে ।
Read Also:
এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
২. নীচের এই শব্দগুলো মূল কোন কোন শব্দ থেকে এসেছে :
আখ ইক্ষু
রোদ্দুর রৌদ্র
৩. ‘চড়াই ও পড়ে’-এই দু’টি শব্দের দু’টি করে অর্থ লেখো, বাক্যে ব্যবহার করো ।
উত্তর :
চড়াই – এক ধরনের পাখি । নীচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা
পড়ে – পতিত হয় । পঠন করে
৩. নম্বর প্রশ্নের উত্তরের বাক্য রচনাগুলি তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মিষ্টি’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।
Read Also:
ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৪. তোমার স্কুলে যাওয়ার, খেলতে যাওয়ার, আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন, তিনটে রাস্তা নিয়ে আলাদা আলাদা দুটো করে বাক্য লেখো । এ প্রসঙ্গে কোন রাস্তাটি তোমার কেন ভালো লাগে, তার পক্ষে দুটি যুক্তি দাও ।
৪. নম্বর প্রশ্নের উত্তরের বাক্য রচনাগুলি তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মিষ্টি’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।
Read Also:
ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৫. কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তা-ই প্রকৃত সুখ । কবিতায় এই কথাটি কীভাবে প্রকাশ পেয়েছে লেখো ।
উত্তর : কবি প্রেমেন্দ্র মিত্রের ‘মিষ্টি’ কবিতায় কবি বোঝাতে চেয়েছেন, পরিশ্রম করে যে সফলতা পাওয়া যায় তার মধুরতা বেশি ।
কবিতায় কবি বলেছেন, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, রোদ ওঠে না, জল পড়ে না, সেই আকাশ ভালো লাগে না । কারণ একটানা একই পরিবেশে আমাদের একঘেঁয়েমি লাগে । তিনি বলেছেন, যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়ার দুঃখ নেই, সেই পথে গড়িয়ে যেতে যারা মজা পায় তারা মূর্খ । কারণ পথে বাধা বিপত্তি আসলেই তো আমরা তা থেকে নতুন কিছু অভিজ্ঞতা বা শিক্ষা অর্জন করতে পারব । তিনি আরও বলেছেন, আখ চিবিয়ে খেতে হয় বলে সবার থেকে মিষ্টি । অর্থাৎ আমরা আমাদের জীবনে যত বেশি পরিশ্রম করব জীবন ততই মধুর হবে ।
Read Also:
ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৬.১ ছোটোদের প্রিয় চরিত্র ‘ঘনাদা’ কার সৃষ্টি ?
উত্তর : ছোটোদের প্রিয় চরিত্র ‘ঘনাদা’ কবি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি ।
৬.২ প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য-পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : প্রেমেন্দ্র মিত্র ‘কল্লোল’ সাহিত্য-পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ।
৬.৩ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো ।
উত্তর : তাঁর লেখা দুটি বইয়ের নাম হল ‘সাগর থেকে ফেরা’, ‘হরিণ-চিতা-চিল’ ইত্যাদি ।
Read Also:
মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মিষ্টি – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৭. কোন কোন মিষ্টি খাবার তোমার খেতে ভালো লাগে, নীচে সেগুলির নাম লেখো : এই মিষ্টিগুলি নিয়ে এক-একটা বাক্য লেখো ।
৭. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মিষ্টি’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।
Read Also:
তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৮. নিদেশ অনুসারে উত্তর দাও :
৮.১ নীচের কোন ছবিতে কোন ঋতুর আকাশ কেমন, তা ছবি দেখে নিজের ভাষায় বাক্সের মধ্যে লেখো ।
উত্তর :
এই ছবিতে দেখা যাচ্ছে নীল আকাশে পেঁজা তুলোর মত মেঘ ভাসছে । তার মাঝখান দিয়ে সূর্যের সোনালী আলো উঁকি দিচ্ছে । কাশফুল ফুটেছে । সুতরাং এটি শরৎকালের ছবি । | এই ছবিতে দেখা যাচ্ছে আকাশে ঘন কালো মেঘ । মুষলধারে বৃষ্টি পড়ছে । ব্যাঙ ছাতার তলায় বসে আছে । সুতরাং এটি বর্ষাকালের ছবি । |
৮.২ এইরকম অন্য কোনো ঋতুর আকাশ সম্পর্কে লেখো ।
৮.২ নম্বর প্রশ্নের উত্তরের বাক্য রচনাগুলি তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মিষ্টি’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।
Follow us:
If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.