মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি কার্তিক ঘোষের ‘মাঠ মানে ছুট’ কবিতার প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর

১. শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও :

১.১ ‘মাঠ’ মানে শুধুই মজা/ ছুটি/ হল্লা/ হাসি/ খুশি নয় ।

উত্তর : ‘মাঠ’ মানে আসলে সবুজ প্রাণের শ্বাশত এক দীপ

১.২ ‘ছুট’ মানে শুধুই সাহস/ ঢেউ/ ভাঙা/ খাঁচা নয় ।

উত্তর : ‘ছুট’ মানে আসলে জীবন ও সোনা

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২. নিজের ভাষায় লেখো :

২.১ ‘মাঠ’ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে লেখো ।

উত্তর : মাঠ কথাটা শুনে আমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা হল সবুজ ঘাসে ঢাকা খোলামেলা একটা বড়ো জায়গা । সেখানে দৌড়নো যায়, বন্ধুরা মিলে ক্রিকেট, ফুটবল, কাবাডি ও আরও নানারকম খেলা খেলা যায় । বড়োরা সেখানে হাঁটাহাঁটি করে, গল্প করে এবং শিশুরা আনন্দে হৈ হৈ করে খেলাধূলা করে ।

২.২ ‘মাঠ’ এবং ‘শৈশব’-এর এক অদ্ভুত যোগ আছে – তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কীভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে, তার বর্ণনা দাও।

৩. বাক্য রচনা করো :

ছুটি, বাঁশি, বাজনা, ছুটন্ত, দীপ ।

২.২ ও ৩. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মাঠ মানে ছুট’ কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪. ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো :

৪.১ মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায় ।

উত্তর : লুটোপুটি খায় ।

৪.২ ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে ।

উত্তর : বুঝতে, ছুটতে হবে ।

৪.৩ আর কিছু বলব না ।

উত্তর : বলব ।

৪.৪ ছুটি সাত সমুদ্দুরের ঢেউকে ডেকে আনে ।

উত্তর : ডেকে আনে ।

৪.৫ জীবনে আমি শুধু এগিয়ে যাব ।

উত্তর : যাব ।

Read Also:

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৫. বিপরীতার্থক শব্দ লেখো :

ছুটথাম
হাসিকান্না
দিনরাত
শাশ্বতক্ষণস্থায়ী
আশানিরাশা

Read Also:

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৬. অর্থ লেখো :

অথইযেন তল নেই এমন গভীর
হল্লাহইহুল্লোড়, হইচই
নিকেলধাতুর প্রলেপ
আগলদরজার খিল
পোক্তমজবুত

Read Also:

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৭. সমার্থক শব্দ লেখো :

দিন – দিবা, দিবস, দিনমান, অহ, অষ্টপ্রহর ।

পা – পদ, চরণ, কদম ।

সমুদ্র – সাগর, সমুদ্দুর, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, রত্নাকর ।

ঘুম – নিদ্রা, তন্দ্রা, নিদ, সুপ্তি, নিষুপ্তি, সুষুপ্তি ।

শক্ত – কঠিন, কড়া, কঠোর, অনমনীয়, নিরেট, মজবুত, দৃঢ় ।

Read Also:

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮. বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

হারানো বাঁশি, শাশ্বত দীপ, পোক্ত ভাষা, ভাঙা খাঁচা, সবুজ সমুদ্দুর ।

উত্তর :

বিশেষ্যবিশেষণ
বাঁশিহারানো
দীপশাশ্বত
ভাষাপোক্ত
খাঁচাভাঙা
সমুদ্দুরসবুজ

Read Also:

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাঠ মানে ছুট – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৯. কোনটি বেমানান তার নীচে দাগ দাও :

৯.১ মাঠ, ছুট, মজা, লুটোপুটি, বাড়ি ।

উত্তর : মাঠ, ছুট, মজা, লুটোপুটি, বাড়ি

৯.২ ছুটি, হাসি, বাঁশি, নাচ, পড়া ।

উত্তর : ছুটি, হাসি, বাঁশি, নাচ, পড়া

৯.৩ আশা, বাঁচা, ছোটো, মজা, ঘুম ।

উত্তর : আশা, বাঁচা, ছোটো, মজা, ঘুম ।

৯.৪ পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র ।

উত্তর : পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র ।

৯.৫ মজা, খুশি, হল্লা, নাচা, ভাঙা ।

উত্তর : মজা, খুশি, হল্লা, নাচা, ভাঙা

Read Also:

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১০. বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :

পু টো টি লু – লুটোপুটি

দ্দু স মু র – সমুদ্দুর

ট ন্ত ফু – ফুটন্ত

ত শ্ব শা – শাশ্বত

আ ল গ – আগল

Read Also:

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১. এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো :

১১.১ কী মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট

উত্তর : ছুট মানে কী ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা ।

১১.২ আর বলব না কিছু ছুটেই কী দেখো ছুট মানে

উত্তর : ছুট মানে কী ছুটেই দেখো আর কিছু বলব না ।

১১.৩ শাশ্বত দীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণের

উত্তর : মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দীপ ।

১১.৪ ঘুম তাড়ানো মন হারানো বাঁশি কী মাঠ মানে

উত্তর : মাঠ মানে কী ঘুম তাড়ানো মন হারানো বাঁশি ।

১১.৫ ছুটি মানে কী মজাই শুধু মাঠ মানে মাঠ কী

উত্তর : মাঠ মানে কী মজাই শুধু মাঠ মানে কী ছুটি ।

Read Also:

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১২. একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো :

আনন্দ – মজা

গড়াগড়ি খাওয়া – লুটোপুটি

চিৎকার-চেঁচামেচি – হল্লা

বংশী – বাঁশি

চিরদিনের – শাশ্বত

বাঁধন – আগল

পিঞ্জর – খাঁচা

Read Also:

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৩. এক কথায় প্রকাশ করো :

১৩.১ যা ছুটে চলেছে – ছুটন্ত

১৩.২ যা ফুটছে – ফুটন্ত

১৩.৩ যে ঘুমিয়ে আছে – ঘুমন্ত

১৩.৪ যে নেচে চলেছে – নৃত্যরত

Read Also:

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪. শব্দযুগলের অর্থপার্থক্য দেখাও :

দীপ – প্রদীপ
দ্বীপ – চারদিকে জলবেষ্টিত ভূ-ভাগ

ভাষা – মনের ভাব প্রকাশের মাধ্যম
ভাসা – ভাসমান

দীন – দরিদ্র
দিন – দিবস

১৫. একই শব্দকে দু’বার বাক্যে ব্যবহার করে দেখাও, তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কী ভাবে বদলে গেল :

ঘুম, খুশি, ভাঙা, সোনা, সবুজ ।

১৫. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মাঠ মানে ছুট’ কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৬.১ কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো ।

উত্তর : কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম হল ‘একটা মেয়ে একা’, ‘আমার বন্ধু গাছ’ ।

১৬.২ তাঁর সম্পাদিত দুটি বইয়ের নাম করো ।

উত্তর : তাঁর সম্পাদিত দুটি বইয়ের নাম হল ‘সেরা রূপকথার গল্প’, ‘সেরা কিশোর অ্যাডভেঞ্চার’ ।

১৬.৩ কোন বইয়ের জন্য তিনি ‘সংসদ’ পুরস্কারে সম্মানিত হন ?

উত্তর : ‘টুম্পুর জন্য’ বইয়ের জন্য তিনি ‘সংসদ’ পুরস্কারে সম্মানিত হন ।

Read Also:

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৭. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১৭.১ কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান ?

উত্তর : কবি খুশির অবাধ লুটোপুটি মাঠে খুঁজে পান ।

১৯.২ কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান ?

উত্তর : মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান ।

১৭.৩ ছুট মানে কী বুঝতে গেলে কী করতে হবে ?

উত্তর : ছুট মানে কী বুঝতে গেলে ছুটে দেখতে হবে ।

১৭.৪ ‘নিকেল করা’ বিকেলের আলো কবি কোথায় দেখতে পান ?

উত্তর : ‘নিকেল করা’ বিকেলের আলো কবি মাঠে দেখতে পান ।

Read Also:

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৭.৫ পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কী করে ?

উত্তর : পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত হয়ে খোলা আকাশে উড়ে যায় ।

১৭.৬ কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো ।

উত্তর : কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তা হল মাঠ মানে শুধুই মজা বা খুশির অবাধ লুটোপুটি নয় । মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দীপ যা কখনও নিভবে না । মাঠ মানে মনের আনন্দে ছুটোছুটি করতে করতে এগিয়ে যাওয়া ।

১৭.৭ ছুট অর্থে কবি যা যা বলেছেন তা (তিন-চারটি বাক্যে) লেখো ।

উত্তর : ছুট অর্থে কবি বলেছেন ছুট মানে শুধু ছোটা বা কোনো আশা বা শক্ত পায়ের কোনো পোক্ত ভাষা নয় । ছুট এর অর্থ শুধু সাহস বা বেঁচে থাকাও নয় । ছুট মানে আসলে কবির কাছে জীবন ও সোনা । কবি বলেছেন ছুট মানে কী বুঝতে গেলে ছুটে দেখতে হবে ।

Read Also:

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৭.৮ ‘মাঠ’ আর ‘ছুট’ তোমার কাছে কী অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো ।

উত্তর : ‘মাঠ’ মানে আমার কাছে সবুজ ঘাসে ঢাকা খোলামেলা একটা বড়ো জায়গা । সেখানে দৌড়নো যায়, বন্ধুরা মিলে ক্রিকেট, ফুটবল, কাবাডি ও আরও নানারকম খেলা খেলা যায় । বড়োরা সেখানে হাঁটাহাঁটি করে, গল্প করে এবং শিশুরা আনন্দে হৈ হৈ করে খেলাধূলা করে ।

‘ছুট’ মানে আমার কাছে ছোটা বা দৌড় । ছুট মানে জীবনের পথে সামনের দিকে এগিয়ে চলা ।

১৭.৯ তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন, তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও ।

১৭.৯ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘মাঠ মানে ছুট’ কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply