দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি ভবানীপ্রসাদ মজুমদারের ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতার প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর

১. ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১ হাবু থানায় গিয়েছিল (বেড়াতে/ অভিযোগ জানাতে/ চিকিৎসা করাতে/ হারানো পাখি খুঁজতে) ।

উত্তর : হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে ।

১.২ বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না (টিয়া/ পায়রা/ ময়না/ কোকিল) ।

উত্তর : বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল ।

১.৩ হাবু ও তার দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা (১৭৫/ ১৫০/ ১৭০/ ২৫) ।

উত্তর : হাবু ও তার দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা ১৭৫ ।

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

দারোগাবাবু এবং হাবু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

নালিশকাহিল
বারণউন্মাদ
পাগলসবসময়
সদাইনিষেধ
কাবুঅভিযোগ

উত্তর :

নালিশঅভিযোগ
বারণনিষেধ
পাগলউন্মাদ
সদাইসবসময়
কাবুকাহিল

Read Also:

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৩. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো :

পায়রা, কাবু, খুব, নালিশ, করুণ, পোষা, দুঃখ, চারজন, থানা, বড়বাবু

উত্তর :

বিশেষ্যবিশেষণ
পায়রা, থানা, বড়বাবুকাবু, খুব, নালিশ, করুণ, পোষা, দুঃখ, চারজন

Read Also:

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪. ‘কেঁদে কেঁদে’ – এরকম একই শব্দকে পাশাপাশি দু’বার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো ।

উত্তর : ‘কেঁদে কেঁদে’ – এরকম একই শব্দকে পাশাপাশি দু’বার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ – হেসে হেসে, মনে মনে, দিন দিন, যায় যায়, রোজ রোজ ।

Read Also:

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৫. ক্রিয়ার নীচে দাগ দাও :

৫.১ বললে কেঁদেই হাবু ।

উত্তর : বললে কেঁদেই হাবু ।

৫.২ সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো ।

উত্তর : সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো ।

৫.৩ বললে করুণ সুরে ।

উত্তর : বললে করুণ সুরে ।

৫.৪ যাবেই যে সব উড়ে ।

উত্তর : যাবেই যে সব উড়ে

৫.৫ ভগবানকেই ডাকি ।

উত্তর : ভগবানকেই ডাকি

Read Also:

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৬. বাক্য রচনা করো :

নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর ।

৬. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

৭. ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো :

৭.১ হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল ।

৭.২ জীবযজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় ।

৭.৩ হাবুরা চারভাই একটা ঘরেই থাকে ।

৭.৪ বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে ।

৭.৫ দারোগাবাবু উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল ।

উত্তর :

১) ৭.১ হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল ।

২) ৭.৩ হাবুরা চারভাই একটা ঘরেই থাকে ।

৩) ৭.৪ বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে ।

৪) ৭.২ জীবযজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় ।

৫) ৭.৫ দারোগাবাবু উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল ।

Read Also:

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮. কবিতাটিতে অন্ত্যমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো ।

উত্তর : কবিতাটিতে অন্ত্যমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ – হাবু; বড়ো বাবু, থাকি; ডাকি, বড়ো; করো, ভুলো; গুলো, সুরে; উড়ে, বেঁধে; কেঁদে ।

Read Also:

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৯. বাক্য বাড়াও :

৯.১ হাবু গিয়েছিল । (কোথায় ? কখন ?)

উত্তর : হাবু ভোরে থানায় গিয়েছিল ।

৯.২ বড়দা পোষেন বেড়াল । (কয়টি ? কেমন ?)

উত্তর : বড়দা পোষেন ছোটো-বড়ো সাতটা বেড়াল ।

৯.৩ হাবু ভগবানকে ডাকে । (কেন ? কখন ?)

উত্তর : হাবু দুঃখে সারা দিন-রাত ভগবানকে ডাকে ।

৯.৪ দারোগাবাবু বলেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে । (কাকে ?)

উত্তর : দারোগাবাবু হাবুকে বলেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে ।

৯.৫ হাবুর পায়রা উড়ে যাবে । (কয়টি ?)

উত্তর : হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে ।

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১০.১ ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম লেখো ।

উত্তর : ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম হল ভবানীপ্রসাদ মজুমদার, সুকুমার রায় ।

১০.২ তোমার পাঠ্য কবিতাটির কবি কে ?

উত্তর : আমার পাঠ্য কবিতাটির কবি ভবানীপ্রসাদ মজুমদার ।

১০.৩ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো ।

উত্তর : তাঁর লেখা দুটি বইয়ের নাম হল ‘মজার ছড়া’, ‘নাম তাঁর সুকুমার’ ।

Read Also:

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১১.১ হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল ?

উত্তর : কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায়, হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল ।

১১.২ হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন ?

উত্তর : কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায়, হাবুর বড়দা ছোটো-বড়ো সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল ঘরে পোষেন ।

১১.৩ হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় ?

উত্তর : হাবু নিজে ঘরে দেড়শোটি পায়রা পুষতো । তার পোষা পায়রাগুলো উড়ে যাবার ভয়ে সে কখনও জানলা দরজা খুলতো না, তাই ঘরে বিশ্রী গন্ধ হত । তাই হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল ।

Read Also:

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১.৪ দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কেন ?

উত্তর : কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায়, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কারণ দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানলা দরজা খুলে দিতে । সেই পরামর্শ মতো জানলা দরজা খুলে দিলে তার পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে ।

১১.৫ দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো ।

উত্তর : হাবুরা একটা ঘরে চার ভাই মিলে থাকে । তার বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল ঘরে পোষেন । সেই গন্ধে তার ঘরে থাকতে খুব কষ্ট হয় । তার একটা সমাধান দরকার । আর সে ঘরের জানলা দরজা খুলতে পারে না কারণ তাহলে তার নিজের পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে ।

১১.৬ তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো ।

১১.৬ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

Read Also:

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 3 Comments

  1. Agnil Pramanik

    amar khub e sahajjo hoyeche.

  2. Soumali

    Good

Leave a Reply