পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে লেখিকা লীলা মজুমদারের ‘বুনো হাঁস’ গল্পের প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।
বুনো হাঁস গল্প – প্রশ্ন ও উত্তর
১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১.১ আকাশের দিকে তাকালে তুমি দেখ _____ (ঘরবাড়ি/ গাছপালা/ পোকামাকড়/ মেঘ-রোদ্দুর) ।
উত্তর : আকাশের দিকে তাকালে তুমি দেখ মেঘ-রোদ্দুর ।
১.২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো _____ (কিলিমানজারো/ আরাবল্লী/ আন্দিজ/ রকি) ।
উত্তর : হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো আরাবল্লী ।
১.৩ এক রকমের হাঁসের নাম হলো _____ (সোনা/ কুনো/ কালি/ বালি) – হাঁস ।
উত্তর : এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস ।
১.৪ পাখির ডানার _____ (বোঁ বোঁ/ শন শন/ শোঁ শোঁ/ গাঁক গাঁক) শব্দ শোনা যায় ।
উত্তর : পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা যায় ।
Read Also:
গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বুনো হাঁস – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
২. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :
ক | খ |
---|---|
বরফ | শুরু |
বুনো | হিমানী |
কুঁড়ি | বন্য |
চঞ্চল | কলি |
আরম্ভ | অধীর |
উত্তর :
ক | খ |
---|---|
বরফ | হিমানী |
বুনো | বন্য |
কুঁড়ি | কলি |
চঞ্চল | অধীর |
আরম্ভ | শুরু |
Read Also:
দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৩. সঙ্গী – ( ঙ্ + গ্ ) – এমন ‘ঙ্গ্’ রয়েছে – এরকম পাঁচটি শব্দ লেখো :
উত্তর : ( ঙ্ + গ্ ) – এমন ‘ঙ্গ্’ রয়েছে – এরকম পাঁচটি শব্দ – বঙ্গ, অঙ্গ, গঙ্গা, পতঙ্গ, মঙ্গল ।
৪. ঘটনাক্রম সাজিয়ে লেখো :
৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে ।
৪.২ হাঁসের ডানা জখম হল ।
৪.৩ সারা শীত কেটে গেল ।
৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত ।
৪.৫ আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে ।
উত্তর :
১) ৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত ।
২) ৪.২ হাঁসের ডানা জখম হল ।
৩) ৪.৫ আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে ।
৪) ৪.৩ সারা শীত কেটে গেল ।
৫) ৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে ।
Read Also:
বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৫. শূন্যস্থান পূরণ করো :
৫.১ লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল ।
৫.২ জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল ।
৫.৩ আস্তে আস্তে হাঁসের ডানা সারল ।
৫.৪ দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে ।
৫.৫ ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল ।
Read Also:
মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৬. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :
বুনো, জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি, চঞ্চল |
---|
উত্তর :
বিশেষ্য | বিশেষণ |
---|---|
লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী | বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল |
Read Also:
ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৭. ক্রিয়ার নীচে দাগ দাও :
৭.১ বাড়ির জন্য ওদের মন কেমন করত ।
উত্তর : বাড়ির জন্য ওদের মন কেমন করত ।
৭.২ পাখিরা আবার আসতে আরম্ভ করল ।
উত্তর : পাখিরা আবার আসতে আরম্ভ করল ।
৭.৩ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে ।
উত্তর : দেশে ফিরে ওরা বাসা বাঁধবে ।
৭.৪ সেখানে বুনো হাঁসরা রইল ।
উত্তর : সেখানে বুনো হাঁসরা রইল ।
৭.৫ নিরাপদে তাদের শীত কাটে ।
উত্তর : নিরাপদে তাদের শীত কাটে ।
Read Also:
মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৮. বাক্য বাড়াও :
৮.১ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল । (কোথায় নেমে পড়ল ?)
উত্তর : একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে একটা ঝোপের উপর নেমে পড়ল ।
৮.২ ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে । (কোথায় এবং কখন ফিরে যাচ্ছে ?)
উত্তর : ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ।
৮.৩ পাহাড়ের বরফ গলতে শুরু করল । (কোথাকার পাহাড় ?)
উত্তর : লাডাক অঞ্চলের নীচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করল ।
৮.৪ আবার ঝোপঝাপ দেখা গেল । (কেমন ঝোপঝাপ ?)
উত্তর : আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল ।
৮.৫ গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল । (কেমন গাছে ?)
উত্তর : ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল ।
Read Also:
বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
৯. বাক্য রচনা করো :
রেডিয়ো, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু
১০. তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে, সেটি দেখে আঁকো ও রং করো।
৯. ও ১০. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘বুনো হাঁস গল্পের প্রশ্ন ও উত্তর আলোচনা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার | Buno Haansh | STUDYMAT’ ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।
Read Also:
মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১১.১ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল ?
উত্তর : লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল ।
১১.২ জোয়ানরা কী কাজ করে ?
উত্তর : জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে, বাইরের শত্রু আক্রমণ করলে যুদ্ধ করে ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে ।
১১.৩ দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন ?
উত্তর : একটা বুনো হাঁসের ডানা জখম হওয়ায় সে নীচে নেমে পড়েছিল ও তার সঙ্গী আরেকটা বুনো হাঁস তার পেছন পেছন নীচে নেমে এসে তার চারদিকে উড়ে বেড়াচ্ছিল । এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল ।
১১.৪ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত ?
উত্তর : বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত ।
Read Also:
তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
১১.৫ হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল ?
উত্তর : হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল ।
১১.৬ ‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’ – কেমন করে সারা শীত কাটল ? এরপর কী ঘটনা ঘটল ?
উত্তর : লেখিকা লীলা মজুমদারের লেখা ‘বুনো হাঁস’ গল্পে, সারা শীতকাল বুনো হাঁস দুটো জোয়ানদের তাঁবুতে থেকে গেল । জোয়ানদের দেখাশোনায় জখম হওয়া বুনো হাঁসটার ডানা আস্তে আস্তে সেরে উঠল । তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করত আর তাঁবুর ছাদ অবধি উঠে, ধুপ করে পড়ে যেত । এইভাবে সারা শীত কাটল ।
এরপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখল বুনো হাঁস দুটো উড়ে চলে গেছে ।
১২. কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো।
১২. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘বুনো হাঁস গল্পের প্রশ্ন ও উত্তর আলোচনা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার | Buno Haansh | STUDYMAT’ ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।
Read Also:
আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
১৩.১ লীলা মজুমদারের জন্ম কোন শহরে ?
উত্তর : লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে ।
১৩.২ তাঁর শৈশব কোথায় কেটেছে ?
উত্তর : তাঁর শৈশব শিলং পাহাড়ে কেটেছে ।
১৩.৩ ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো ।
উত্তর : ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম হল ‘বদ্যিনাথের বড়ি’ ও ‘গল্পসল্প’ ।
Follow us:
If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.
Amader anek subidha hoyeche.
Thank you, Gurupada Bera!