বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতার প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর

১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১.১ কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় ?

উত্তর : আষাঢ় ও শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয় ।

১.২ মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে ?

উত্তর : মেঘলা দিনে সূর্য প্রায় দেখাই যায় না, আকাশ কালো মেঘে ঢেকে থাকে । বৃষ্টি পড়ার আগে চারপাশের প্রকৃতিতে এক নিস্তব্ধতা নেমে আসে । মাঝে মাঝে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি দেখা যায় । কখনও ঝিরি ঝিরি বৃষ্টি, আবার কখনও মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে । চারদিকের পরিবেশ ঝাপসা হয়ে আসে । বৃষ্টি পড়ার ঝুপঝাপ শব্দ, গাছের পাতা থেকে জল পড়ার টুপটাপ শব্দ পাওয়া যায় । এই সব কিছু মিলিয়ে মেঘলা দিনে আকাশ ও আমার চারপাশের প্রকৃতি এক মনোরম রূপ ধারণ করে ।

১.৩ বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে-তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো ।

উত্তর :

১.৪ পুকুরে , টিনের চালে , গাছের পাতায় – বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো ।

উত্তর :

পুকুরে বৃষ্টি পড়ার শব্দ – টুপটুপ

টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ – চড়চড়

গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দ – টপটপ

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

ঝাপসাবন্যা
ছেলেবেলাঅস্পষ্ট
বিছানাশৈশব
দুরন্তশয্যা
বানদামাল

উত্তর :

ঝাপসাঅস্পষ্ট
ছেলেবেলাশৈশব
বিছানাশয্যা
দুরন্তদামাল
বানবন্যা

Read Also:

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৩. বেমানান শব্দের তলায় দাগ দাও :

৩.১ সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ, বাড়ি ।

উত্তর : সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ, বাড়ি

৩.২ ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, টাপুর টুপুর ।

উত্তর : ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, টাপুর টুপুর

৩.৩ গাছপালা, মেঘ, হাওয়া, বাদল, মানিক ।

উত্তর : গাছপালা, মেঘ, হাওয়া, বাদল, মানিক

৩.৪ মা, খোকা, দৌরাত্ম্য, হাসিমুখ, শিবঠাকুর ।

উত্তর : মা, খোকা, দৌরাত্ম্য, হাসিমুখ, শিবঠাকুর

৩.৫ মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টুপুর, নদী, সুয়োরানি ।

উত্তর : মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টুপুর, নদী, সুয়োরানি

Read Also:

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৪. বিপরীতার্থক শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লেখো :

রাতদিন
বার্ধক্যশৈশব / ছেলেবেলা
খরাবন্যা
পুরোনোনতুন
শান্তচঞ্চল / দুরন্ত

Read Also:

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৫. বিশেষ্য ও বিশেষণ খুঁজে নিয়ে লেখো :

একশো মানিক, দুরন্ত ছেলে, বাদলা হাওয়া, গুরুগুরু বুক, ঝাপসা গাছপালা ।

উত্তর :

বিশেষ্যবিশেষণ
মানিকএকশো
ছেলেদুরন্ত
হাওয়াবাদলা
বুকগুরুগুরু
গাছপালাঝাপসা

Read Also:

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৬. ক্রিয়ার তলায় দাগ দাও :

৬.১ কাঁসর ঘণ্টা বাজল ঠঙ ঠঙ ।

উত্তর : কাঁসর ঘণ্টা বাজল ঠঙ ঠঙ ।

৬.২ কত খেলা পড়ে মনে ।

উত্তর : কত খেলা পড়ে মনে ।

৬.৩ শুনেছিলেম গান ।

উত্তর : শুনেছিলেম গান ।

৬.৪ বিষ্টি পড়ে টাপুর টুপুর ।

উত্তর : বিষ্টি পড়ে টাপুর টুপুর ।

৬.৫ বাইরেতে মেঘ ডেকে ওঠে ।

উত্তর : বাইরেতে মেঘ ডেকে ওঠে

Read Also:

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৭. ‘সৃষ্টি’-এমন ‘ষ্ট’ রয়েছে-এরকম পাঁচটি শব্দ লেখো :

উত্তর : ‘ষ্ট’ রয়েছে এরকম পাঁচটি শব্দ – বৃষ্টি, মিষ্টি, দৃষ্টি, স্পষ্ট, কষ্ট ।

৮. নীচের শব্দগুলোয় দুটো করে শব্দ লুকিয়ে আছে, আলাদা করে লেখো :

গাছপালা, ছেলেবেলা, হাসিমুখ, লেখাজোকা ।

উত্তর :

গাছপালা – গাছ, পালা

ছেলেবেলা – ছেলে, বেলা

হাসিমুখ – হাসি, মুখ

লেখাজোকা – লেখা, জোকা

Read Also:

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৯. সাজিয়ে লেখো :

লে ছে বে লা – ছেলেবেলা

রি কো চু লু – লুকোচুরি

১০. শূন্যস্থান পূরণ করো :

১০.১ আকাশ ঘিরে মেঘ জুটেছে ।

১০.২ বাদলা হাওয়ায় মনে পড়ে ।

১০.৩ মনে পড়ে ঘরটি আলো ।

১০.৪ ঘরেতে দুরন্ত ছেলে ।

১০.৫ বাইরে কেবল জলের শব্দ ।

Read Also:

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান ।

উত্তর : “Song Offerings” বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান ।

উত্তর : ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতাটি তাঁর ‘শিশু’ কবিতার বই থেকে নেওয়া হয়েছে ।

Read Also:

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১২. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করো । তোমাদের করা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

১৩.১ বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে ?

উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় কবির মনে “বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান” গান ভেসে আসে ।

১৩.২ বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো ।

উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় কবির বর্ণনা অনুযায়ী নদীর এপারে মেঘের মাথায় যেন একশো মানিক জ্বলছে এবং নদীর ওপারে বৃষ্টিতে সব গাছপালা ঝাপসা হয়ে গেছে ।

Read Also:

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৩.৩ ‘সেদিনও কি এমনিতরো / মেঘের ঘটাখানা’ – কোন দিনের কথা বলা হয়েছে ? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও ।

উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় উপরিউক্ত অংশে শিবঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে ।

সেদিন আকাশে খুব মেঘ করেছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল ।

১৩.৪ মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে ?

উত্তর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতায় কবির মেঘের খেলা দেখে অনেক কথা মনে পড়ে । কবির মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা, ঘর আলো করা মায়ের হাসিমুখের কথা, মেঘের গুরুগুরু করা ডাক । কবির আরও মনে পড়ে সুয়োরানি-দুয়োরানির কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যাথা, ঘরের কোণে জ্বলা মিটি মিটি আলোর কথা । এছাড়াও কবির মনে পড়ে মায়ের মুখে শোনা মেঘলা দিনের গান “বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান” ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply