বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘বিমলার অভিমান’ কবিতার প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর

১. নিজে ভেবে লেখো :

১.১ তোমার বাড়িতে বাবা/ মা/ দাদা/ ভাই/ দিদি/ বোন কে বেশি কাজ করে ? তারা কী কী কাজ করে ?

উত্তর : আমার বাড়িতে মা ও বাবা বেশি কাজ করেন । আমার মা বাড়ির সমস্ত কাজ করেন, রান্না করেন এবং পরিবারের সকলের যত্ন নেন । এছাড়াও আমাকে স্কুলে পৌঁছে দেন এবং স্কুল থেকে নিয়ে আসেন ।

আমার বাবা সকালে বাজারে যান, তারপর অফিসে যান । সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে বাবা আমাকে পড়াশোনা দেখিয়ে দেন ।

১.২ বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় । এ বিষয়ে তোমার কী মনে হয় তা লেখো ।

উত্তর : হ্যাঁ, বাড়িতে সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় । তবে এর উল্টোটাও হতে পারে । এ বিষয়ে আমার মনে হয় ছেলে ও মেয়ে উভয়েরই কাজ ভাগাভাগি করে করা উচিত ।

১.৩ ছেলে এবং মেয়ের মধ্যে তফাত করা উচিত নয় – এই নিয়ে যুক্তি দিয়ে পাঁচটি বাক্য লেখো ।

উত্তর : ছেলে এবং মেয়ের মধ্যে তফাত করা উচিত নয় কারণ –
১. ছেলে এবং মেয়ে দুজনকেই সমাজে প্রয়োজন ।
২. ছেলে এবং মেয়ে দুজনই সমান প্রতিভার অধিকারী ।
৩. শিক্ষাক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই নিজেদের প্রতিভা প্রদর্শন করতে সক্ষম ।
৪. কর্মক্ষেত্রেও ছেলে এবং মেয়ে উভয়ই সমানভাবে চলতে পারে ।
৫. ছেলে এবং মেয়ে দুজনেই বংশের উত্তরাধিকারী ।

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

২. শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো :

ভার – ওজন
ভাঁড় – মাটির পাত্র, রসিক ব্যাক্তি বা বিদূষক

বাঁচা – জীবিত থাকা
বাছা – নির্বাচন করা

সোনা – একপ্রকার ধাতুবিশেষ
শোনা – শ্রবণ করা

Read Also:

দারোগাবাবু এবং হাবু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৩. নীচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো :

বেলা – দিনের বিভিন্ন সময় (দিবাভাগ), ক্ষেত্রে

দাম – মূল্য, গুরুত্ব

৪. পাঠ্য কবিতাটি থেকে অন্ত্যমিল খুঁজে নিয়ে লেখো (৫টি) :

উত্তর : নুন; চুন, মুড়িয়ে; তাড়িয়ে, করো; মরো, রাধু; মাধু, রামী; বামী, চুড়ো; নুড়ো ।

Read Also:

এতোয়া মুন্ডার কাহিনী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৫. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

নুনশিখর
দুরন্তভস্ম
ছাইআদেশ
ফরমাসদুষ্টু
চুড়োলবণ

উত্তর :

নুনলবণ
দুরন্তদুষ্টু
ছাইভস্ম
ফরমাসআদেশ
চুড়োশিখর

Read Also:

পাখির কাছে ফুলের কাছে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৬. শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :

ক্ষীর, বেশি, ছাই, দুরন্ত, বিমলা, নুন, ঝাল, ছোটো, পান, নটে গাছ, খোকা, কম

উত্তর :

বিশেষ্যবিশেষণ
ক্ষীর, ছাই, বিমলা, নুন, পান, নটে গাছ, খোকাবেশি, দুরন্ত, ঝাল, ছোটো, কম

Read Also:

ছেলেবেলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৭. ক্রিয়ার নীচে দাগ দাও :

৭.১ খাব না তো আমি ।

উত্তর : খাব না তো আমি ।

৭.২ যা বিমলা যা ।

উত্তর : যা বিমলা যা

৭.৩ ও বিমলা, নে মা একবার ।

উত্তর : ও বিমলা, নে মা একবার ।

৭.৪ অবু বেশি খাবে ।

উত্তর : অবু বেশি খাবে

৭.৫ দে মা এনে চুন ।

উত্তর : দে মা এনে চুন ।

Read Also:

মাঠ মানে ছুট – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৮. শূন্যস্থান পূরণ করো :

৮.১ পূজা করি, দাও এনে, সোনামনি মা ।

৮.২ কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার ।

৮.৩ ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে ।

৮.৪ পানটা যে বড়ো ঝাল, দে মা এনে চুন ।

Read Also:

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

৯. যেটা বেমানান তার নীচে দাগ দাও :

৯.১ ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা

উত্তর : ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা

৯.২ ফুল, রাধু, বিমলা, সোনামনি মা, পূজা

উত্তর : ফুল, রাধু, বিমলা, সোনামনি মা, পূজা

৯.৩ সোনার চুড়ো, ছাইয়ের নুড়ো, দাদা, বিমলা, মাধু

উত্তর : সোনার চুড়ো, ছাইয়ের নুড়ো, দাদা, বিমলা, মাধু

Read Also:

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১০. বিপরীতার্থক শব্দ লেখো :

দাওনাও
বড়োছোটো
বেশিকম
ঝালমিষ্টি
আসেযায়

Read Also:

মধু আনতে বাঘের মুখে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১১. বাক্য রচনা করো :

ক্ষীর, দুরন্ত, ছাই, নটেগাছ, চুন

১১. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘বিমলার অভিমান’ কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

১২. শব্দগুলো ঠিকমতো সাজিয়ে বাক্য তৈরি করো :

১২.১ পরিমাণে দাদার কম বিমলার থেকে ক্ষীর

উত্তর : দাদার থেকে বিমলার ক্ষীর পরিমাণে কম ।

১২.২ হয় বিমলাকে ফুল পূজার আনতে

উত্তর : বিমলাকে পূজার ফুল আনতে হয় ।

১২.৩ করে সবার পালন বিমলা ফরমাস সব

উত্তর : বিমলা সবার সব ফরমাস পালন করে ।

১২.৪ মেয়ে বিমলার অবিচার প্রতি শুধু বলে হয় করা

উত্তর : শুধু মেয়ে বলে বিমলার প্রতি অবিচার করা হয় ।

১২.৫ নয় করা ছেলেমেয়ের বৈষম্য মধ্যে উচিত

উত্তর : ছেলেমেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয় ।

Read Also:

মায়াতরু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৩. কোনটি কী ধরনের বাক্য লেখো :

১৩.১ খাব না তো আমি ।

উত্তর : নেতিবাচক বাক্য ।

১.৩.২ যা বিমলা যা ।

উত্তর : অনুজ্ঞাসূচক বাক্য ।

১৩.৩ ছাগলেতে নটেগাছ খেলে যে মুড়িয়ে ।

উত্তর : বর্ণনামূলক বাক্য ।

১৩.৪ আমার বেলাই বুঝি, ক্ষীর মাত্র নাম-ই ?

উত্তর : প্রশ্নবোধক বাক্য ।

Read Also:

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৪.১ কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন ?

উত্তর : কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন ।

১৪.২ তাঁর লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম লেখো ।

উত্তর : তাঁর লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম হল ‘বালকপাঠ’, ‘শিশুপাঠ’ ।

১৪.৩ তিনি কোন কোন পত্র-পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন ?

উত্তর : তিনি ‘সখা’ ও ‘মাসিক বসুমতী’ পত্র-পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন ।

Read Also:

মাষ্টারদা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৫. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১৫.১ বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় ?

উত্তর : কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয় । সে পূজার ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নটেগাছ খেতে এলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয় ।

১৫.২ বিমলার ছোটো ভাইয়ের নাম কী ? সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন ?

উত্তর : কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলার ছোটো ভাইয়ের নাম অবনী । সে ছোটো, সকলের আদরের তাই সে বেশি বেশি খাবার পাবে । তার দাদা বড়ো, তার বেশি খাবার প্রয়োজন তাই সে বেশি বেশি খাবার পাবে ।

১৫.৩ ‘তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই’ – বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কী ?

উত্তর : কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘বিমলার অভিমান’ কবিতায় বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ তার দাদা ও ভাই বেশি বেশি খাবার পায় কিন্তু সে নাম মাত্রই খাবার পায় ।

Read Also:

তালনবমী – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

১৫.৪ বিমলার প্রতি তোমার অনুভূতির কথা পাঁচটি বাক্যে লেখো ।

উত্তর : বিমলা খুবই ভালো মেয়ে । সে সারাদিন বাড়ির সকলের অনেক কাজ করে দেয় । সে তার দাদা ও ভাইয়ের মতো আদর ও খাবার কোনোটাই পায় না । সে যেন সকলের আদেশ শোনার জন্যই আছে । বিমলাকে সবাই অবহেলা করে যা খুবই দুঃখজনক ।

১৫.৫ খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ নিয়েছ বা জানানোর চেষ্টা করেছ – যদি এমন কোনো ঘটনা ঘটে থেকে সে সম্বন্ধে লেখো ।

১৫.৫ নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘বিমলার অভিমান’ কবিতার প্রশ্ন ও উত্তর আলোচনার Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।

১৫.৬ বিমলার অভিমান করার কারণ কী তা নিজের ভাষায় আট/দশটি বাক্যে লেখো ।

উত্তর : বিমলার অভিমান করার কারণ যুক্তিসঙ্গত । সে সারাদিন বাড়ির সকলের আদেশ মতো অনেক কাজ করে । কিন্তু খাবার সময় বিমলাকে কম খেতে দেওয়া হয় । এমনকি তার কথা মনে করাও হয় না । তার দাদা বড়ো, তার বেশি খাবার প্রয়োজন তাই সে বেশি খাবার পায় । আর ভাই ছোটো, সকলের আদরের তাই সেও বেশি খাবার পায় । বিমলা তাদের মতো আদর যত্ন কিছু পায় না । তার দাদা ও ভাই দুজনে সোনার চুড়ো আর মাঝখানে সে নিজেকে ছাইয়ের নুড়ো মনে করে । তাই বিমলা খেতে চায় না । এখানে তার না খেতে চাওয়ার মধ্যে সে তার তীব্র অভিমান প্রকাশ করেছে ।

Read Also:

আকাশের দুই বন্ধু – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 4 Comments

  1. Hiya dutta

    Apni sob koran ki mane amar me modern high school e pore to or board book ache or ma e oke porai o kono tution pore na tumi ki sob board book er questions answers korao amar me r nam hiya dutta pls tumi aktu sob board book er questions answers gulo aktu share koro tomar YouTube channel pls ok
    Tomar YouTube channel er nam ta dekhe নিয়েছি ok pls aktu share koro

Leave a Reply