গল্পবুড়ো – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি সুনির্মল বসুর ‘গল্পবুড়ো’ কবিতাটি দেওয়া হল ।

গল্পবুড়ো – কবিতা

বইছে হাওয়া উত্তুরে;
গল্পবুড়ো থুত্থুড়ে
চলছে হেঁটে পথ ধ’রে-
শীতের ভোরে সত্বরে;
চেঁচিয়ে যে তার মুখ ব্যথা
‘রূপকথা চাই, রূপকথা-‘

ডাক ছেড়ে সে ডাকছে রে-
বলছে ডেকে হাঁক ছেড়ে-
‘ঘুম ছেড়ে আজ ওঠ তোরা,
আয় রে ছুটে ছোট্টরা-
কী আছে মোর তল্পিটায়
দেখবি যদি জলদি আয় ।

কাঁধের উপর এই ঝোলা-
গল্প-ভরা মন ভোলা,
দত্যি, দানব, যক্ষিরাজ,
রাজপুত্তুর, পক্ষীরাজ,
মনপবনের দাঁড়খানা-
আজগুবি সব কারখানা-
ভর্তি আমার তল্পিটায়,
দেখবি যদি, জলদি আয় ।

Read Also:

গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

কড়ির পাহাড় সার-বাঁধা-
মানিক-হীরা চোখ ধাঁধা-
সোনার কাঠি ঝলমলে,-
ময়নামতী টলটলে-
তেপান্তরের মাঠখানা-
হট্টমেলার হাটখানা-
আটকাল এই তল্পিটায়,
দেখবি যদি জলদি আয় ।

কেশবতী নন্দিনী
এই থলেতে বন্দিনি ।
শীতের প্রখর প্রত্যূষে-
আসবে না যে শত্রু সে-
ভাঙব তাদের মূর্খতা-
বলব নাকো রূপকথা ।

Read Also:

বুনো হাঁস – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

দারোগাবাবু এবং হাবু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এতোয়া মুণ্ডার কাহিনি – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাখির কাছে ফুলের কাছে – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ছেলেবেলা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাঠ মানে ছুট – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাহাড়িয়া বর্ষার সুরে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ঝড় – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

গল্পবুড়ো কবিতার কবি পরিচিতি:

সুনির্মল বসু (১৯০২-১৯৭৫): জন্ম বিহারের গিরিডিতে । সাঁওতাল পরগণার মনোরম প্রাকৃতিক পরিবেশ তাঁর মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায় । প্রধানত ছোটোদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনি, উপন্যাস, ভ্রমণ কাহিনি, রূপকথা, কৌতুক-নাটক প্রভৃতি । ভালো ছবি আঁকতে পারতেন । তাঁর লেখা উল্লেখযোগ্য বই – ‘হাওয়ার দোলা’, ‘ছানাবড়া’, ‘বেড়ে মজা’, ‘হইচই’, ‘কথা শেখা’, ‘ছন্দের টুং-টাং’, ‘বীর শিকারী’ ইত্যাদি । সম্পাদিত বই – ‘ছোটদের চয়নিকা’ ও ‘ছোটদের গল্পসংকলন’ । ১৯৫৬ সালে ‘ভুবনেশ্বরী পদক’ পান । রচিত আত্মজীবনী ‘জীবনখাতার কয়েক পাতা’ (১৯৫৫) । তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশুসাহিত্যিক । ‘গল্পবুড়ো’ কবিতাটি ‘সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা’ থেকে নেওয়া হয়েছে ।

Read Also:

মধু আনতে বাঘের মুখে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মায়াতরু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – নাটক | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাস্টারদা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

তালনবমী – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

গল্পবুড়ো কবিতার সারমর্ম:

‘গল্পবুড়ো’ কবিতাটি কবি সুনির্মল বসুর লেখা ‘সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা’ থেকে নেওয়া হয়েছে । ‘গল্পবুড়ো’ কবিতায় বর্ণিত হয়েছে এক বুড়োর কান্ড কারখানা, যে সকল বাচ্চাদের গল্প শোনাতে চাইতো । এখানে কবি তাকেই গল্পবুড়ো বলেছেন এবং তার নামেই কবিতার নামকরণ করেছেন গল্পবুড়ো ।

শীতকালের ভোরে যখন উত্তরে হাওয়া বইছিল, তখন কাঁধে ঝোলা নিয়ে গল্পবুড়ো আসে । গল্পবুড়োর ঝোলায় থাকে নানা রকমের রূপকথার কাল্পনিক চরিত্র ও ঘটনার বর্ণনা । ‘রূপকথা চাই, রূপকথা’ বলে গল্পবুড়ো চিৎকার করে খুদে ছোট বাচ্চাদের ডাকে । বাচ্চারা আগ্রহে ছুটে আসে তার ঝোলার ভিতরে কি আছে জানার জন্য । গল্পবুড়ো বলে তার ঝোলায় আছে দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ ও আরও নানান গল্প । সে বলে সে তার ঝোলাতে নিয়ে এসেছে কড়ির পাহাড়, চোখ ধাঁধানো মানিক-হীরা, ঝলমলে সোনার কাঠি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী ইত্যাদি । গল্পবুড়ো আরও বলে যে, যারা অলস, বিছানা ছেড়ে গল্প শুনতে উপস্থিত হবে না তাদের সে রূপকথার গল্প শোনাবে না।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply