পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি শঙ্খ ঘোষের ‘একলা’ কবিতাটি দেওয়া হল ।
একলা – কবিতা
আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি
জানো তখন সঙ্গে থাকে কারা ?
থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার
পথও থাকে, ঠিক যদি দিই সাড়া ।
একটা আছে কাঠবেড়ালি আমার দিকে তাকায় খালি
এদিক-ওদিক টানতে থাকে আমায়-
যেই-না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসাব ও
ছুট দেয় আর কেই-বা তখন থামায় !
সেই ছুটে ছুট লাগাই জোর এই মাটিতে এই পাথরে
কদ্দূরে-কেউ জানতে পারে না তা
মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত
গাছের থেকে ঝরতে থাকে পাতা ।
তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনোই
শালবনে বা তালসুপুরির বনে
ঘর-বার সব এক হয়ে যায় চুপ-থাকাটাও বাজনা বাজায়
তখন আমার একলা মনের কোণে ।
Read Also:
গল্পবুড়ো – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বুনো হাঁস – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
দারোগাবাবু এবং হাবু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
এতোয়া মুণ্ডার কাহিনি – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
পাখির কাছে ফুলের কাছে – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বিমলার অভিমান – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
ছেলেবেলা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মাঠ মানে ছুট – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
পাহাড়িয়া বর্ষার সুরে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
ঝড় – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
একলা কবিতার কবি পরিচিতি:
শঙ্খ ঘোষ (জন্ম ১৯৩২) : বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক । জন্ম চাঁদপুর, বাংলাদেশ । প্রথম কাব্যগ্রন্থ ‘দিনগুলি রাতগুলি’ । এছাড়াও লিখেছেন ‘নিহিত পাতাল ছায়া’, ‘বাবরের প্রার্থনা’, ‘পাঁজরে দাঁড়ের শব্দ’ ইত্যাদি । ছোটোদের জন্য লিখেছেন – ‘ছোট্ট একটা ইস্কুল’, ‘অল্পবয়স কল্পবয়স’, ‘শব্দ নিয়ে খেলা’, ‘সকাল বেলার আলো’, ‘সুপুরি বনের সারি’, ‘শহর পথের ধুলো’ ইত্যাদি । প্রবন্ধের বই হিসেবে ‘কালের মাত্রা ও রবীন্দ্র নাটক’, ‘ছন্দোময় জীবন’ ইত্যাদি উল্লেখযোগ্য ।
পাঠ্য কবিতাটি তাঁর ‘আমায় তুমি লক্ষ্মী বলো’ কবিতার বই থেকে নেওয়া হয়েছে ।
Read Also:
মধু আনতে বাঘের মুখে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মায়াতরু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
ফণীমনসা ও বনের পরি – নাটক | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বৃষ্টি পড়ে টাপুর টুপুর – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বোকা কুমিরের কথা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মাস্টারদা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মিষ্টি – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
তালনবমী – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
আকাশের দুই বন্ধু – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
একলা কবিতার সারমর্ম:
কবি শঙ্খ ঘোষ ‘একলা’ কবিতায় বলেছেন, শিশুটি মনে করে যখন সে একলা থাকে অর্থাৎ একা থাকে তখনও কিন্তু সে মনে মনে একলা থাকে না । তার সাথে থাকে তার কল্পনার জগৎ ও প্রকৃতি । তখন সে নিজের কল্পনার জগতে সবুজ গাছপালার মধ্যে দিয়ে পথ বানিয়ে নিয়ে এগিয়ে চলে । সেখানে একটা কাঠবেড়ালি আছে যে খালি শিশুটির দিকে তাকায় । যেই শিশুটি কাঠবেড়ালিটাকে ধরতে যায় তখন সে জোরে ছুট লাগায় । শিশুটিও তখন তার পিছন পিছন ছুট লাগায় । মাটি ও পাথরের মাঝে, কত দূরে যে সে যায় তা কেউ জানতে পারে না । তখন তার মাথার উপর আশীর্বাদের মতো গাছের পাতা ঝরতে থাকে । তখন সে আর একলা থাকে না, তার কোনো দুঃখই থাকে না । শালবন বা তালসুপুরির বনে তার ঘর বাহির সব যেন এক হয়ে যায় । তখন চুপ করে একলা থাকলেও তার মনের হয় মনের কোণে বাজনা বাজছে ।
Follow us:
If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.