মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ - নরম নরম থাবার নীচে লুকানো তার নখ | প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ : বহুবিকল্পভিত্তিক ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) সঠিক উত্তরটি শনাক্ত করো ।

১. কে ভাবছিল বিড়ালের কথা ?
ক) কৌশিক
খ) রিনা
গ) সোনম

উত্তর: গ) সোনম ভাবছিল বিড়ালের কথা ।

২. কোন পাখিকে শিকারি পাখি বলা হয় ?
ক) শালিক
খ) ঈগল
গ) ময়না

উত্তর: খ) ঈগল পাখিকে শিকারি পাখি বলা হয় ।

৩. কোন পাখির নখ হুকের মত ?
ক) পেঁচা
খ) শালিক
গ) বক

উত্তর: ক) পেঁচার নখ হুকের মত ।

Read Also:

মানবদেহ – শরীরের বর্ম | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বকের উপর-নীচ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কোঁকড়ানো আর কালো | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – চুলের সাতকাহন | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

(খ) শূন্যস্থান পূরণ করো ।

১. _____ ছাড়া তো কেউ নখ কাটেনা ।

উত্তর: মানুষ ।

২. পশুপাখিদের নখ বেশি বাড়ে _____।

উত্তর: না ।

২. গরু, ছাগলের নখই ওদের _____।

উত্তর: খুর ।

Read Also:

মানবদেহ – শজারুর কাঁটা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নখের নীচে রক্ত | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ছোট বড়ো হাড়ের কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – অস্থিসন্ধির হিসেবনিকেশ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – পেশি নিয়ে কিছু কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. ত্বক, চুল, নখ পরিষ্কার না করলে কি হয় ?

উত্তর: ত্বক পরিষ্কার না করলে ফুসকুড়ি, দাদ-হাজা, চুলকানি হয় । চুল পরিষ্কার না করলে খুসকি, উকুন হয় । নখ পরিষ্কার না করলে নখে জীবাণু ঢুকে নখকুনি হয় ।

২. পশুপাখিদের নখ বেশি বাড়ে না কেন ?

উত্তর: পশুপাখিরা নখ ঘষে । ঘষে ঘষে তারা নখ বাড়তে দেয়না ।

৩. নখ কিভাবে পরিষ্কার রাখবে ?

উত্তর: নিয়মিত নখ কাটতে হবে এবং সাবান, জল দিয়ে পরিষ্কার করতে হবে ।

Read Also:

মানবদেহ – স্টোথোস্কোপে শোনা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – জলের সঙ্গে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কেমনভাবে স্টেথোস্কোপ এল | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

৪. বিড়ালের নখগুলো এমনিতে দেখা যায় না কেনো ?

উত্তর: বিড়ালের নখগুলো থাবার মধ্যে লুকোনো থাকে, তাই দেখা যায় না ।

৫. চারটি পাখির নাম লেখো যাদের ধারালো নখ আছে ।

উত্তর: চারটি পাখির নাম যাদের ধারালো নখ আছে – প্যাঁচা, ঈগল, মাছরাঙা, চিল ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply