পাহাড়িয়া বর্ষার সুরে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে পাহাড়িয়া বর্ষার সুরে’ গল্পটি দেওয়া হল ।

পাহাড়িয়া বর্ষার সুরে – গল্প

পশ্চিমবঙ্গের উওরে হিমালয় । সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম তরাই । সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নীচের সমভূমি পর্যন্ত । বনের গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা, তোর্সা, রঙ্গিত… । এই নদী আর জঙ্গলের আঁকে ঝাঁকে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস । গোষ্ঠীগতভাবে বসবাস করলেও, গ্রামের আশেপাশের সমাজের লোকেদের সঙ্গেও রয়েছে এঁদের আত্মীয়তার সম্পর্ক । এঁদের প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা আছে । সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এঁদের গল্প আর গান ।

Read Also:

পাহাড়িয়া বর্ষার সুরে – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এই আদি জনগোষ্ঠীর উৎসব-পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে গানের সুরে, নাচের ছন্দে । দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব । সেই রকম এক মুহূর্তের গান –

বৃষ্টি আসে কেমন করে, তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে লেপচাদের কথার ভাঁড়ারে । সেই গল্পটি এরকম:

একবার পৃথিবীতে খুব খরা হল । মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল । পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগল কীভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায় ।

Read Also:

গল্পবুড়ো – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

দারোগাবাবু এবং হাবু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এতোয়া মুণ্ডার কাহিনি – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাখির কাছে ফুলের কাছে – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ছেলেবেলা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাঠ মানে ছুট – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ঝড় – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হল । সে ঠিক করল ভগবানের কাছে গিয়ে তাকে জিঞ্জাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে ।

একদিন সকালবেলা সে যাত্রা শুরু করল । ভগবান থাকে আনেক দূরে আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর । যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হল মৌমাছির সঙ্গে । সে ব্যাঙ-কে জিঞ্জেস করল, ‘কোথায় যাবে ?’ ব্যাঙ বলল, ‘ভগবানের কাছে । বড় খরা হে ।’ মৌমাছি বলল, ‘বেশ চলো, আমিও সঙ্গে চলি । খরার আমরাও নাকাল । জল নেই, ফুলের আকাল, মধু পাব কোথায় !’

চলার পথে পরে দেখা হল মোরগের সঙ্গে । সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বলল, ‘খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে । দানা ছাড়া বাঁচব কী করে ? চলো, আমিও যাব ।’

Read Also:

মধু আনতে বাঘের মুখে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মায়াতরু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – নাটক | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাস্টারদা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

তালনবমী – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা । তারও একই প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা দল বেঁধে । তাকেও সব বুঝিয়ে বলল । সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না ।

অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল । দেখল সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ-উৎসবে । তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ । ব্যাঙ বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট ।

রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে । তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকল । তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগল রক্ষীদের মুখে । বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখাল । এই সব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল । তখন ভগবান তার মন্ত্রীদের ডাকল এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করল ।

এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল । তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে, তখনই বৃষ্টি নামে ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply