মিষ্টি – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি প্রেমেন্দ্র মিত্রের ‘মিষ্টি’ কবিতাটি দেওয়া হল ।

মিষ্টি – কবিতা

যে আকাশে ঝড় ওঠে না
মেঘ ডাকে না,
– চাই কি ?
রোদ ওঠে না জল পড়ে না,
ভালো লাগে তাই কি ?

যে পথে নেই পিছলে পড়া,
হোঁচট খাওয়া, দুখ্খু,
গড়িয়ে যেতে সে পথে যে
পায় মজা সে মুখ্খু !

Read Also:

মিষ্টি – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

রাস্তা হোক না চড়াই – ভাঙা
অনেক অনেক দূর ।
আকাশে থাক ঝড় বৃষ্টি,
আর কিছু রোদ্দুর ।

তাতেই হবে, তাইতে ।
চিবিয়ে খেতে হয় বলে আখ
মিষ্টি সবার চাইতে !

Read Also:

গল্পবুড়ো – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

দারোগাবাবু এবং হাবু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এতোয়া মুণ্ডার কাহিনি – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাখির কাছে ফুলের কাছে – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ছেলেবেলা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাঠ মানে ছুট – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাহাড়িয়া বর্ষার সুরে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ঝড় – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি কবিতার কবি পরিচিতি:

প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-১৯৮৮) : রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি, গল্পকার । ছোটোদের জন্য সৃষ্টি করেছেন ‘ঘনাদা’ । এছাড়া বিজ্ঞানভিত্তিক কাহিনি, রোমাঞ্চকর কাহিনি, গোয়েন্দা গল্প এই সব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন । ১৯২৬ সালে ‘কল্লোল’ পত্রিকার কবি হিসাবে তাঁর প্রথম খ্যাতি । তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ‘সাগর থেকে ফেরা’, ‘হরিণ-চিতা-চিল’ ইত্যাদি । এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোটোগল্প লিখেছেন ।

Read Also:

মধু আনতে বাঘের মুখে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মায়াতরু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – নাটক | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাস্টারদা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

তালনবমী – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি কবিতার সারমর্ম:

কবি প্রেমেন্দ্র মিত্র ‘মিষ্টি’ কবিতায় বলেছেন, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, রোদ ওঠে না, বা জল পড়ে না অর্থাৎ বৃষ্টি পড়ে না, সেই আকাশ আমাদের অতটা ভালো লাগে না । যেই পথে পিছলে পড়া বা হোঁচট খাওয়ার দুঃখ নেই, সেই পথ দিয়ে যে গড়িয়ে যেতে চায় সে মূর্খ । রাস্তায় চড়াই-উৎরাই এবং তা অনেক দূর বিস্তৃত হলে তবেই সে পথ রোমাঞ্চকর হয় । আকাশে কিছু ঝড়, বৃষ্টি আর রোদ্দুর থাকা প্রয়োজন । আখকে আমরা এত মিষ্টি বলি কারণ আখ কষ্ট করে চিবিয়ে খেতে হয় । অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন বাধা-বিঘ্ন অতিক্রম করে, কষ্ট করে পাওয়া জিনিসটারই মজাই আলাদা । সেই পাওয়াটাই সবচেয়ে মিষ্টি, সবচেয়ে সার্থক ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply