ঝড় – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ঝড় – কবিতা

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি মৈত্রেয়ী দেবীর ‘ঝড়’ কবিতাটি দেওয়া হল ।

ঝড় – কবিতা

ওমা, সেদিন হাটের বারে, মাঠের ধারে –
করতে গেছি খেলা
– দুপুরবেলা,
এমন সময়, এলােমেলাে
কোথা থেকে বাতাস এল !
হঠাৎ থেকে থেকে
অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে !
বল্লে ওরা, ছুটে পালাই ঘর
ওই এসেছে ঝড় !

আমার যেন লাগল ভারী ভালাে,
চেয়ে দেখি-আকাশখানা এক্কেবারে কালাে ।
কালাে হ’ল বকুলতলা,
কালাে চাঁপার বন,
কালাে জলে দিয়ে পাড়ি
আসলাে মাঝি তাড়াতাড়ি,
কেমন জানি করল আমার মন !

Read Also:

ঝড় – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

– ঝড় কারে মা কয় ?
আমার মনে হয়,
কাদের যেন ছেলে,
কালির দোয়াত কেমন ক’রে হঠাৎ দিল ফেলে,
যেমন ক’রে কালি –
আমি তােমার মেঝের উপর ঢালি !

হাসল কোমল ঠোঁটটি মেলে
ভীষণ কেমন আগুন জ্বেলে
আকাশ বারে বারে,
আবার বুঝি ঘুরে ঘুরে
পালিয়ে গেল অনেক দূরে –
সাত সাগরের পারে ।

Read Also:

গল্পবুড়ো – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

দারোগাবাবু এবং হাবু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এতোয়া মুণ্ডার কাহিনি – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাখির কাছে ফুলের কাছে – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ছেলেবেলা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাঠ মানে ছুট – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাহাড়িয়া বর্ষার সুরে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মধু আনতে বাঘের মুখে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মায়াতরু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – নাটক | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাস্টারদা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

তালনবমী – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ঝড় কবিতার কবি পরিচিতি:

মৈত্রেয়ী দেবী (১৯১৪-১৯৯০): রবীন্দ্রজীবনের কথাকার, খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন । তাঁর প্রথম কবিতার বই ‘উদিতা’ । অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ ‘মংপুতে রবীন্দ্রনাথ’, ‘স্বর্গের কাছাকাছি’, ‘ন হন্যতে’ ইত্যাদি । ১৯৭৭ সালে তিনি পদ্মশ্রী উপাধি পান ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply