পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘বোকা কুমিরের কথা’ গল্পটি দেওয়া হল ।
বোকা কুমিরের কথা – গল্প
কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল । কীসের চাষ করবে ? আলুর চাষ । আলু হয় মাটির নীচে । তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না । বোকা কুমির সে কথা জানত না । সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল ।
তাই সে শিয়ালকে ঠকাবার জন্যে বললে, ‘গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার ।’
শুনে শিয়াল হেসে বললে, ‘আচ্ছা, তাই হবে !’
তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এল । এনে দেখে তাতে একটাও আলু নেই । তখন সে মাঠে গিয়ে দেখল, শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে । কুমির ভাবলে, ‘তাই তো । এবার বড্ড ঠকে গিয়েছি । আচ্ছা আসছে বার দেখব !’
Read Also:
বোকা কুমিরের কথা – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
তারপরের বার হলো ধানের চাষ । এবারে কুমির মনে ভেবেছে, আর কিছুতেই ঠকতে যাবে না । তাই সে আগে থাকতেই শিয়ালকে বললে, ‘ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে !’
শুনে শিয়াল হেসে বললে, ‘আচ্ছা, তাই হবে !’
তারপর যখন ধান হলো, শিয়াল সে ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল । কুমির তো এবারে ভারি খুশি হয়ে আছে । ভেবেছে, মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে ।
হায় কপাল ! মাটি খুঁড়ে দেখে সেখানে কিছু নেই । লাভের মধ্যে খড়গুলো গেল ।
Read Also:
গল্পবুড়ো – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বুনো হাঁস – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
দারোগাবাবু এবং হাবু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
এতোয়া মুণ্ডার কাহিনি – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
পাখির কাছে ফুলের কাছে – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বিমলার অভিমান – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
ছেলেবেলা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মাঠ মানে ছুট – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
পাহাড়িয়া বর্ষার সুরে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
ঝড় – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
তখন কুমির তো বড্ড চটেছে, আর বলছে, ‘দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি । এবারে আমি তোমাকে আগা নিতে দেবো না । সব আগা আমি নিয়ে আসব !’
সেবার হলো আখের চাষ ।
কুমির তো আগেই বলেছে, এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না । কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগল ।
কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখল, খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই । তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, ‘না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও !’
Read Also:
মধু আনতে বাঘের মুখে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মায়াতরু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
ফণীমনসা ও বনের পরি – নাটক | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বৃষ্টি পড়ে টাপুর টুপুর – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মাস্টারদা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
মিষ্টি – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
তালনবমী – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
একলা – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
আকাশের দুই বন্ধু – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার
বোকা কুমিরের কথা গল্পের লেখক পরিচিতি:
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১৮৬৩-১৯১৫): জন্ম বাংলাদেশের ময়মনসিংহের মসুয়ায় । তিনি শিশু- কিশোরদের উপযোগী ভাষায় ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনি, বৈজ্ঞানিক কাহিনি রচনা করেন । তাঁর লেখা ‘ছেলেদের রামায়ণ’, ‘ছেলেদের মহাভারত’, ‘সেকালের কথা’, ‘টুনটুনির বই’, ‘গুপী গাইন বাঘা বাইন’ বিখ্যাত । ১৯১৩ সালে তিনি ছোটোদের জন্য ‘সন্দেশ’ পত্রিকা প্রকাশ করেন । সংগীত জগতে ও চিত্রবিদ্যাতেও তাঁর কৃতিত্বের পরিচয় পাওয়া যায় । তাঁর সন্তানদের মধ্যে সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায় – প্রত্যেকেই শিশুসাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন । এই গল্পটি তাঁর ‘টুনটুনির বই’ থেকে নেওয়া হয়েছে ।
Follow us:
If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.