বিমলার অভিমান – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান – কবিতা

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্যবই “পাতাবাহার” । এখানে কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘বিমলার অভিমান’ কবিতাটি দেওয়া হল ।

বিমলার অভিমান – কবিতা

খাব না তাে আমি –
দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর,
আমার বেলাই বুঝি, ক্ষীর মাত্র নাম-ই ?
খাব না তাে আমি !

ফুল আনিবার বেলা, ‘যা বিমলা যা,
পূজা করি, দাও এনে, সােনামনি মা’;
কাঁদিলে দুরন্ত খােকা রাখা তারে ভার,
তার বেলা, ‘ও বিমলা, নে মা একবার’;
‘ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে,
যা মা একবার, গিয়ে দে তাে মা তাড়িয়ে’;
‘দাদা বসিয়াছে খেতে-দাও তাে মা নুন’;
‘পানটা যে বড়াে ঝাল, দে মা এনে চুন’;

Read Also:

বিমলার অভিমান – প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

যার যত ফরমাস সব তুমি করাে,
তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরাে –
খাবারটি আসে যেই আর তারে মনে নেই
তার বেলা রাধু মাধু রামী বামী শ্যামী –
খাব না তাে আমি !

দাদা বড়াে, বেশি বেশি খাবে দাদা তাই,
অবু বেশি খাবে-আহা, সেটি ছােটো ভাই;
দু ধারে সােনার চুড়াে, মাঝেতে ছাইয়ের নুড়াে
তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই –
খাব না তাে আমি !

Read Also:

গল্পবুড়ো – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বুনো হাঁস – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

দারোগাবাবু এবং হাবু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

এতোয়া মুণ্ডার কাহিনি – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাখির কাছে ফুলের কাছে – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ছেলেবেলা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাঠ মানে ছুট – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

পাহাড়িয়া বর্ষার সুরে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ঝড় – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মধু আনতে বাঘের মুখে – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মায়াতরু – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

ফণীমনসা ও বনের পরি – নাটক | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বৃষ্টি পড়ে টাপুর টুপুর – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বোকা কুমিরের কথা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মাস্টারদা – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

মিষ্টি – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

তালনবমী – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

একলা – কবিতা | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

আকাশের দুই বন্ধু – গল্প | পঞ্চম শ্রেণি | পাতাবাহার

বিমলার অভিমান কবিতার কবি পরিচিতি:

নবকৃষ্ণ ভট্টাচার্য (১৮৫৯-১৯৩৯): শিশুসাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম আমতায়, হাওড়ার নারিটে । সংস্কৃত কলেজিয়েট স্কুলে ইনি শিক্ষাগ্রহণ করেন । রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য-‘বালক পাঠ’, ‘বাঙালির ছবি’, ‘শিশুপাঠ’, ‘ছেলেখেলা’, ‘কবিতা কুসুম’, ‘শিশুরঞ্জন রামায়ণ’, ‘ছবির ছড়া’, ‘সকালের ইতিকথা’, ‘সুখবোধ ব্যাকরণ’, ‘নীতিপাঠ’ ইত্যাদি । তিনি ‘সখা’ পত্রিকার সম্পাদক ও ‘মাসিক বসুমতী’ পত্রিকার সহ-সম্পাদক ছিলেন ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply