পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, মানবদেহ – কোঁকড়ানো আর কালো অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।
মানবদেহ – কোঁকড়ানো আর কালো : বহুবিকল্পভিত্তিক ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
(ক) সঠিক উত্তরটি শনাক্ত করো ।
১. স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন কে ?
ক) আগের হেডস্যার
খ) অংকের স্যার
গ) ইংলিশ স্যার
উত্তর: স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন – ক) আগের হেডস্যার ।
২. শরীর বাড়লে চামড়া কি হয় ?
ক) বাড়ে
খ) কমে
গ) একই থাকে
উত্তর: শরীর বাড়লে চামড়া – ক) বাড়ে ।
৩. কে বলল আমার বড় জেঠুর গায়ের রং কালো ?
ক) অনুষ্কা
খ) মিনা
গ) মিতা
উত্তর: খ) মিনা বলল আমার বড় জেঠুর গায়ের রং কালো ।
Read Also:
মানবদেহ – শরীরের বর্ম | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – ত্বকের উপর-নীচ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
(খ) শূন্যস্থান পূরণ করো ।
১. বয়স বাড়লে শরীরটাও _____ হতে শুরু করে ।
উত্তর: ছোটো ।
২. মেলানিন _____ আটকায় ।
উত্তর: ক্যানসার ।
৩. রোদ শরীরে _____ তৈরি করতে সাহায্য করে ।
উত্তর: মেলানিন ।
Read Also:
মানবদেহ – চুলের সাতকাহন | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – শজারুর কাঁটা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – নখের নীচে রক্ত | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – কোঁকড়ানো আর কালো : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
১. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়ার কি পরিবর্তন হয় ?
উত্তর: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে ।
২. বয়স্ক মানুষের চামড়া কুঁচকে যায় কেন?
উত্তর: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়াও বাড়ে । বৃদ্ধ হলে শরীর ছোট হতে শুরু করে, কিন্তু চামড়া কমে না তাই বয়স্ক মানুষের চামড়া কুঁচকে যায় ।
৩. চামড়ার রং কেন কালো হয় ?
উত্তর: চামড়ায় মেলানিন নামক এক ধরণের পদার্থ থাকে যার জন্য চামড়ার রং কালো হয় ।
৪. মেলানিনের কাজ কি ?
উত্তর: মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ।
Read Also:
মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – ছোট বড়ো হাড়ের কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – অস্থিসন্ধির হিসেবনিকেশ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
৫. কারো কারো চামড়ায় সাদা সাদা ছোপ দেখা যায় কেন ?
উত্তর: দেহের যে অংশে মেলানিন তৈরি হয় না সেখানে সাদা ছোপ পড়ে । এছাড়া অপুষ্টি বা অসুখের কারণে এমনটা ঘটে থাকতে পারে ।
৬. সূর্যালোকের প্রভাবে দেহে কি কি তৈরি হয় ?
উত্তর: সূর্যালোকের প্রভাবে দেহে মেলানিন ও ভিটামিন-ডি তৈরি হয় ।
৭. ঘামে কি কি থাকে ?
উত্তর: ঘামে নুন এবং শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে ।
৮. শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি ঘটতে পারে ?
উত্তর: শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মানুষের মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে ।
Read Also:
মানবদেহ – পেশি নিয়ে কিছু কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – স্টোথোস্কোপে শোনা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – কোঁকড়ানো আর কালো : সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন
১. ত্বকে রোদ লাগানো ভালো কেন ?
উত্তর: ত্বকে রোদ লাগালে শরীরে ভিটামিন-ডি ও মেলানিন তৈরি হয় । আমাদের শরীরের জন্য ভিটামিন-বি ও মেলানিন খুব দরকার । তাই আমাদের ত্বকে রোদ লাগানো ভালো ।
২. সকলের চামড়ার রং এক রকম নয় কেন ?
উত্তর: মেলানিনের জন্য আমাদের ত্বকের রঙের পার্থক্য হয় । যার শরীরে মেলানিন যত কম তার শরীর তত ফর্সা এবং যার শরীরে মেলানিন যত বেশি তার শরীর তত কালো ।
Read Also:
মানবদেহ – জলের সঙ্গে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
মানবদেহ – কেমনভাবে স্টেথোস্কোপ এল | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ
৩. বেশি ঘাম হলে কি করা উচিত ? কেন ?
উত্তর: ঘামে নুন এবং শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে, যা শরীর থেকে বেরিয়ে যাওয়া ভালো, কিন্তু বেশি নুন বেরিয়ে গেলে মানুষের মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । তাই বেশি ঘাম হলে আমাদের নুন জল খাওয়া উচিত ।
Follow us:
If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.
Thanks for your blog, nice to read. Do not stop.
Thank you Mark. Stay Connected for more.
YouTube Channel Link: https://www.youtube.com/c/StudymatOfficial
Follow Us on Facebook: https://fb.com/studymat.in