মানবদেহ – স্টোথোস্কোপে শোনা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ - স্টোথোস্কোপে শোনা | প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, মানবদেহ – স্টোথোস্কোপে শোনা অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

মানবদেহ – স্টোথোস্কোপে শোনা : বহুবিকল্পভিত্তিক ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) সঠিক উত্তরটি শনাক্ত করো ।

১. রক্ত যাওয়ার জন্য সারা শরীরে কি ছড়িয়ে আছে ?
ক) ধমনি
খ) শিরা

উত্তর: রক্ত যাওয়ার জন্য সারা শরীরে ছড়িয়ে আছে – ক) ধমনি ।

২. রক্তে কি আটকানোর মতো অনেক কিছু আছে ?
ক) জীবাণু
খ) রোগ

উত্তর: রক্তে – খ) রোগ আটকানোর মতো অনেক কিছু আছে ।

Read Also:

মানবদেহ – শরীরের বর্ম | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বকের উপর-নীচ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কোঁকড়ানো আর কালো | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – চুলের সাতকাহন | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

(খ) শূন্যস্থান পূরণ করো ।

১. সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় _____ ।

উত্তর: রক্ত ।

২. ডাক্তারবাবুরা বুকে _____ দিয়ে দেখেন ।

উত্তর: স্টোথোস্কোপে ।

৩. দৌড়ে গেলে আর দৌড়ে ফিরলে _____ শব্দটা বদলে যায় ।

উত্তর: হৃৎপিন্ডের ধুকপুক ।

Read Also:

মানবদেহ – শজারুর কাঁটা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নখের নীচে রক্ত | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ছোট বড়ো হাড়ের কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – অস্থিসন্ধির হিসেবনিকেশ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

(গ) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও

১. হৃৎপিণ্ড কি ?

উত্তর: শরীরে রক্ত ছড়িয়ে দেবার পাম্প হল হৃৎপিণ্ড ।

২. হৃৎপিন্ডের শব্দ কখন বদলে যায় ?

উত্তর: দৌড়াদৌড়ি করলে বা পরিশ্রম করলে হৃৎপিন্ডের শব্দ বদলে যায় ।

Read Also:

মানবদেহ – পেশি নিয়ে কিছু কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – জলের সঙ্গে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কেমনভাবে স্টেথোস্কোপ এল | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – স্টোথোস্কোপে শোনা : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. অনেক সময় ওষুধ না খেলেও অসুখ সেরে যায় কেন ?

উত্তর: রক্তে রোগ আটকানোর মতো অনেক কিছু থাকে । তাই অনেক সময় ওষুধ না খেলেও অসুখ সেরে যায় ।

২. হৃদপিন্ডের কাজ কি ?

উত্তর: হৃদপিন্ডের কাজ হল ধমনীর মাধ্যমে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেওয়া ।

৩. রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে এমন দুটি গুরুত্বপূর্ণ পদার্থের নাম লেখ ।

উত্তর: রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে এমন দুটি গুরুত্বপূর্ণ পদার্থ হল অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি ।

৪. স্টেথোস্কোপের কাজ কি ?

উত্তর: স্টেথোস্কোপের সাহায্যে হৃদপিন্ডের ধুকপুক শব্দ অর্থাৎ হৃদস্পন্দন শোনা যায় ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply