মানবদেহ – শরীরের বর্ম | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ - শরীরের বর্ম | প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, মানবদেহ – শরীরের বর্ম অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

মানবদেহ – শরীরের বর্ম : বহুবিকল্পভিত্তিক ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) সঠিক উত্তরটি শনাক্ত করো ।

১. দোকানদার বলছেন –
ক) চুড়ি, কানের
খ) ব্যাগ, জুতো ও বেল্ট
গ) শাড়ি, জামা
সবই চামড়ার ।

উত্তর: দোকানদার বলছেন – খ) ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার ।

২. কোন প্রাণীর চামড়া আরও পুরু ?
ক) গরু
খ) গন্ডার
গ) কুকুর

উত্তর: খ) গন্ডার – এর চামড়া আরও পুরু ।

৩. ব্যাগ কিনতে কে দোকানে গেছে ?
ক) সুজয়
খ) সুমন
গ) রাজ

উত্তর: ব্যাগ কিনতে – ক) সুজয় দোকানে গেছে ।

Read Also:

মানবদেহ – ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বকের উপর-নীচ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

(খ) শূন্যস্থান পূরণ করো ।

১. আঘাত থেকে বাঁচায় _____।

উত্তর: বর্ম ।

২. তবে আজকাল চামড়ার অনেক _____ ব্যবহার হচ্ছে ।

উত্তর: বিকল্প ।

৩. বাইরের আঘাত ও _____ রশ্মি থেকে বাঁচায় ।

উত্তর: অতিবেগুনি।

৪. আমাদের শরীরের বর্ম হলো _____ ।

উত্তর: ত্বক বা চামড়া ।

Read Also:

মানবদেহ – কোঁকড়ানো আর কালো | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – চুলের সাতকাহন | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

(গ) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও

১. ত্বকের নিচে কি কি থাকে ?

উত্তর: ত্বকের নিচে শিরা, ধমনি ও মাংসপেশি থাকে ।

২. চামড়ার নিচে যেগুলো ফুলে থাকে সেগুলো কি ?

উত্তর: চামড়ার নিচে যেগুলো ফুলে থাকে সেগুলো হল শিরা ।

৩. শিরা ও ধমনী কেমন দেখতে ?

উত্তর: শিরা ও ধমনী নলের মতন দেখতে ।

৪. ত্বক আমাদের সূর্যের কি থেকে বাঁচায় ?

উত্তর: ত্বক আমাদের সূর্যের অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচায় ।

Read Also:

মানবদেহ – শজারুর কাঁটা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নখের নীচে রক্ত | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

৫. শিরা ও ধমনীর মধ্যে কোনটি ভালো বোঝা যায় ?

উত্তর: শিরা ভালো বোঝা যায় ।

৬. গন্ডারের চামড়া দিয়ে কি বানানো হতো ?

উত্তর: গন্ডারের চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো ।

৭. চামড়ার ভিতর দিকে থাকা নলাকার রক্তবাহ গুলিকে কি বলে ?

উত্তর: চামড়ার ভিতর দিকে থাকা নলাকার রক্তবাহ গুলিকে ধমনী বলে ।

৮. শিরা ও ধমনীর মধ্যে কোনটা বাইরে থেকে দেখা যায় ?

উত্তর: শিরা ও ধমনীর মধ্যে শরীরের অনেক জায়গায় শিরাগুলোকে বাইরে থেকে দেখা যায় ।

Read Also:

মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ছোট বড়ো হাড়ের কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

৯. সূর্যের কোন অদৃশ্য রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে ?

উত্তর: সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে ।

মানবদেহ – শরীরের বর্ম : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কোথায় ?

উত্তর: শিরা দূষিত রক্ত বহন করে ও ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে ।

২. চামড়া বা ত্বক কি ?

উত্তর: দেহ বা শরীরের বাইরের আবরণকে চামড়া বা ত্বক বলে ।

৩. চামড়া বা ত্বকের প্রধান কাজ কি ?

উত্তর: চামড়া বা ত্বকের প্রধান কাজ দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং সুরক্ষা দেওয়া ।

৪. ত্বকে আঘাত লাগলে কি ঘটতে পারে ?

উত্তর: ত্বকে আঘাত লাগলে সেই জায়গায় রোগ জীবাণু সহজেই আক্রমণ করতে পারে ।

Read Also:

মানবদেহ – অস্থিসন্ধির হিসেবনিকেশ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – পেশি নিয়ে কিছু কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – শরীরের বর্ম : দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন

১. আমাদের শরীরের বর্ম কি ? কেন ? অথবা চামড়া বা ত্বককে দেহের বর্ম বলা হয় কেন ?

উত্তর: আমাদের শরীরের বর্ম হলো চামড়া বা ত্বক ।

বাইরের আঘাত থেকে যা শরীরকে বাঁচায় তাকে বর্ম বলে । চামড়া বাইরের আঘাত থেকে চামড়ার নিচে থাকা শিরা, ধমনী, মাংসপেশি ইত্যাদিকে রক্ষা করে ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের শরীরকে বাঁচায় । ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত বের হতো । তাই চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলা হয়।

২. ত্বক না থাকলে কি হত ?

উত্তর: ত্বকের নিচে থাকে শিরা, ধমনি ও মাংসপেশী এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ । ত্বক এদেরকে বাইরের আঘাত থেকে বাঁচায় । ত্বক না থাকলে শরীরে রোগ জীবাণু সহজেই আক্রমণ করতে পারত ।

Read Also:

মানবদেহ – স্টোথোস্কোপে শোনা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

৩. চামড়ার ব্যবহার লেখ । 

উত্তর: চামড়ার ব্যবহার –

  • পশুর চামড়া দিয়ে চটি, জুতো, বেল্ট, ব্যাগ, জ্যাকেট ইত্যাদি তৈরি হয় ।
  • ফুটবল তৈরি করতে চামড়া ব্যবহার করা হয় ।
  • আগেকার দিনে পশুর চামড়াতে মানুষ লিখত তবে বর্তমানে তা আর হয় না।
  • আগে যোদ্ধাদের পোষাক, ঢাল তৈরি করা হতো গন্ডারের চামড়া দিয়ে ।

৪. মানুষ চামড়ার ব্যবহার কমালো কেন ?

উত্তর: চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়ত এবং তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হত । চামড়া কারখানার নোংরা পড়ে জল দূষিত হত । চামড়া কারখানা থেকে হাওয়ায় দুর্গন্ধ ছড়াতো । তাই আস্তে আস্তে মানুষ চামড়ার ব্যবহার কমিয়েছে ।

Read Also:

মানবদেহ – জলের সঙ্গে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কেমনভাবে স্টেথোস্কোপ এল | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

শরীরের কোন অংশের চামড়া কেমন তা লেখো ।

শরীরের অংশেরচামড়া কেমনচামড়ার নীচে শিরা দেখা যায় কিনাচামড়ার নীচে আর কী আছে বলে মনে হয়
গালটান টানশিরা দেখা যায় নামাংসপেশি, শিরা, ধমনী
গলাকোঁচকানোদেখা যায়, নীল রঙেরমাংসপেশি, শ্বাসনালী, খাদ্যনালী, শিরা, ধমনী
হাতের তালুটান টানঅনেকের দেখা যায় আবার অনেকের দেখা যায় নামাংসপেশি, শিরা, ধমনী
হাতের তালুর উপরের দিকটান টানশিরা দেখা যায়, কালচে নীল রঙেরশিরা, ধমনী, হাড়
পায়ের পাতাটান টানশিরা দেখা যায়, কালচে নীল রঙেরশিরা, ধমনী, হাড়

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 2 Comments

    1. STUDYMAT

      We’re glad to hear that you find it helpful! Thank you, Agnil Pramanik.

Leave a Reply