মানবদেহ – কোঁকড়ানো আর কালো | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, মানবদেহ – কোঁকড়ানো আর কালো অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

মানবদেহ – কোঁকড়ানো আর কালো : বহুবিকল্পভিত্তিক ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) সঠিক উত্তরটি শনাক্ত করো ।

১. স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন কে ?
ক) আগের হেডস্যার
খ) অংকের স্যার
গ) ইংলিশ স্যার

উত্তর: স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন – ক) আগের হেডস্যার ।

২. শরীর বাড়লে চামড়া কি হয় ?
ক) বাড়ে
খ) কমে
গ) একই থাকে

উত্তর: শরীর বাড়লে চামড়া – ক) বাড়ে ।

৩. কে বলল আমার বড় জেঠুর গায়ের রং কালো ?
ক) অনুষ্কা
খ) মিনা
গ) মিতা

উত্তর: খ) মিনা বলল আমার বড় জেঠুর গায়ের রং কালো ।

Read Also:

মানবদেহ – শরীরের বর্ম | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বকের উপর-নীচ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

(খ) শূন্যস্থান পূরণ করো ।

১. বয়স বাড়লে শরীরটাও _____ হতে শুরু করে ।

উত্তর: ছোটো ।

২. মেলানিন _____ আটকায় ।

উত্তর: ক্যানসার ।

৩. রোদ শরীরে _____ তৈরি করতে সাহায্য করে ।

উত্তর: মেলানিন ।

Read Also:

মানবদেহ – চুলের সাতকাহন | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – শজারুর কাঁটা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নখের নীচে রক্ত | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কোঁকড়ানো আর কালো : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়ার কি পরিবর্তন হয় ?

উত্তর: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে ।

২. বয়স্ক মানুষের চামড়া কুঁচকে যায় কেন?

উত্তর: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়াও বাড়ে । বৃদ্ধ হলে শরীর ছোট হতে শুরু করে, কিন্তু চামড়া কমে না তাই বয়স্ক মানুষের চামড়া কুঁচকে যায় ।

৩. চামড়ার রং কেন কালো হয় ?

উত্তর: চামড়ায় মেলানিন নামক এক ধরণের পদার্থ থাকে যার জন্য চামড়ার রং কালো হয় ।

৪. মেলানিনের কাজ কি ?

উত্তর: মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ।

Read Also:

মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ছোট বড়ো হাড়ের কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – অস্থিসন্ধির হিসেবনিকেশ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

৫. কারো কারো চামড়ায় সাদা সাদা ছোপ দেখা যায় কেন ? 

উত্তর: দেহের যে অংশে মেলানিন তৈরি হয় না সেখানে সাদা ছোপ পড়ে । এছাড়া অপুষ্টি বা অসুখের কারণে এমনটা ঘটে থাকতে পারে ।

৬. সূর্যালোকের প্রভাবে দেহে কি কি তৈরি হয় ?

উত্তর: সূর্যালোকের প্রভাবে দেহে মেলানিন ও ভিটামিন-ডি তৈরি হয় ।

৭. ঘামে কি কি থাকে ?

উত্তর: ঘামে নুন এবং শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে ।

৮. শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি ঘটতে পারে ?

উত্তর: শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মানুষের মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে ।

Read Also:

মানবদেহ – পেশি নিয়ে কিছু কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – স্টোথোস্কোপে শোনা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কোঁকড়ানো আর কালো : সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন

১. ত্বকে রোদ লাগানো ভালো কেন ?

উত্তর: ত্বকে রোদ লাগালে শরীরে ভিটামিন-ডি ও মেলানিন তৈরি হয় । আমাদের শরীরের জন্য  ভিটামিন-বি ও মেলানিন খুব দরকার । তাই আমাদের ত্বকে রোদ লাগানো ভালো ।

২. সকলের চামড়ার রং এক রকম নয় কেন ?

উত্তর: মেলানিনের জন্য আমাদের ত্বকের রঙের পার্থক্য হয় । যার শরীরে মেলানিন যত কম তার শরীর তত ফর্সা এবং যার শরীরে মেলানিন যত বেশি তার শরীর তত কালো ।

Read Also:

মানবদেহ – জলের সঙ্গে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কেমনভাবে স্টেথোস্কোপ এল | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

৩. বেশি ঘাম হলে কি করা উচিত ? কেন ?

উত্তর: ঘামে নুন এবং শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে, যা শরীর থেকে বেরিয়ে যাওয়া ভালো, কিন্তু বেশি নুন বেরিয়ে গেলে মানুষের মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । তাই বেশি ঘাম হলে আমাদের নুন জল খাওয়া উচিত ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 2 Comments

  1. Mark

    Thanks for your blog, nice to read. Do not stop.

Leave a Reply