মানবদেহ – জলের সঙ্গে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, মানবদেহ – জলের সঙ্গে জীবাণু অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

মানবদেহ – জলের সঙ্গে জীবাণু : বহুবিকল্পভিত্তিক ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) সঠিক উত্তরটি শনাক্ত করো ।

১. পাতলা বমি পায়খানা হলে কত মিনিট ফোটানো জলে নুন, চিনি মিশিয়ে খাওয়াতে হয় ?
ক) ১২
খ) ২০
গ) ১০

উত্তর: পাতলা বমি পায়খানা হলে – খ) ২০ মিনিট ফোটানো জলে নুন, চিনি মিশিয়ে খাওয়াতে হয় ।

২. তৃপ্তি মাসি কিসের কাজ করে ?
ক) আয়া
খ) ডাক্তার
গ) নার্স

উত্তর: তৃপ্তি মাসি – গ) নার্সের কাজ করে ।

Read Also:

মানবদেহ – শরীরের বর্ম | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বকের উপর-নীচ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কোঁকড়ানো আর কালো | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – চুলের সাতকাহন | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

(খ) শূন্যস্থান পূরণ করো ।

১. কলেরায় পায়খানা হয় _____ জলের মতো ।

উত্তর: চাল ধোয়া ।

২. তীর্থের _____ টিকা দেওয়া আছে ।

উত্তর: বি সি জি ।

৩. _____ সবার শরীরেই কমবেশি আছে ।

উত্তর: জীবাণু ।

Read Also:

মানবদেহ – শজারুর কাঁটা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নখের নীচে রক্ত | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ছোট বড়ো হাড়ের কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – অস্থিসন্ধির হিসেবনিকেশ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – জলের সঙ্গে জীবাণু : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. কি করলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হয় ?

উত্তর: টিকা নিলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হয় ।

২. বিসিজি টিকা দেওয়া প্রয়োজন কেন ?

উত্তর: রোগ প্রতিরোধের জন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয় ।

৩. ORS কখন খাওয়া উচিত ?

উত্তর: শরীরে নুন ও জলের পরিমাণ কমে গেলে ORS খাওয়া উচিত ।

৪. ORS-এর পুরো কথা কি ?

উত্তর: ORS-এর পুরো কথা হলো Oral Rehydration Solution ।

Read Also:

মানবদেহ – পেশি নিয়ে কিছু কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – স্টোথোস্কোপে শোনা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কেমনভাবে স্টেথোস্কোপ এল | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু : সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন

১. কলেরা রোগের উপসর্গ কি ?

উত্তর: কলেরা হলে চাল ধোয়া জলের মতো পায়খানা হয়, এতে আঁশটে গন্ধ থাকে । প্রচুর বমি হয় ইত্যাদি । এগুলো হলো কলেরা রোগের উপসর্গ ।

২. বাড়ীতে তৈরি ORS কি ?

উত্তর: জল কুড়ি মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে । তারপর ওই ফোটানো এক গ্লাস জলে এক চামচ চিনি এবং এক চিমটে নুন মেশাতে হবে । এটাই বাড়িতে তৈরি ORS ।

৩. পাতলা পায়খানা ও বমি হলে কি করা উচিত ?

উত্তর: বমি এবং পাতলা পায়খানা হলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে নুন ও জল বেরিয়ে যায় । এর ফলে আমাদের শরীরে জলের ঘাটতি হয় । তাই এক গ্লাস ফোটানো জলে এক চামচ চিনি এবং এক চিমটে নুন মিশিয়ে ORS বানিয়ে খেতে হবে । এটা খেলে শরীরে জলের ঘাটতি পূরণ হবে ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply