মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ - বাতাসে ওড়ে জীবাণু | প্রশ্ন ও উত্তর

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু : বহুবিকল্পভিত্তিক ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) সঠিক উত্তরটি শনাক্ত করো ।

১. কার হাঁচি শুরু হয় ?
ক) মিতা
খ) অনন্ত কাকু
গ) বসন্ত কাকু

উত্তর: খ) অনন্ত কাকুর হাঁচি শুরু হয় ।

২. আমরা কি দিয়ে শ্বাস নিই আর ছাড়ি ?
ক) বৃক্ক
খ) ফুসফুস
গ) হৃৎপিণ্ড

উত্তর: আমরা – খ) ফুসফুস দিয়ে শ্বাস নিই আর ছাড়ি ।

৩. যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয় কত বছর আগে ?
ক) ১৩০
খ) ৩০
গ) ৪০

উত্তর: যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয় – ক) 130 বছর আগে ।

Read Also:

মানবদেহ – শরীরের বর্ম | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – ত্বকের উপর-নীচ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কোঁকড়ানো আর কালো | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

(খ) শূন্যস্থান পূরণ করো ।

১. যক্ষ্মারোগে প্রথম প্রথম বিকেলে _____ হয় ।

উত্তর: জ্বর ।

২. _____ বছর আগেও যক্ষ্মারোগের ভালো চিকিৎসা ছিল না ।

উত্তর: ষাট-সত্তর ।

Read Also:

মানবদেহ – চুলের সাতকাহন | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – শজারুর কাঁটা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নখের নীচে রক্ত | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – নরম নরম থাবার নীচে লুকানো তার নখ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

(গ) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও

১. বর্তমানে যক্ষা রোগের চিকিৎসা কি ?

উত্তর: বর্তমানে যক্ষা রোগের চিকিৎসা DOT ।

২. হাঁচির সঙ্গে কোন জীবাণু বাতাসে ছড়িয়ে যেতে পারে ?

উত্তর: হাঁচির সঙ্গে ইনফ্লুয়েঞ্জা বা অন্য কোনো রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে যেতে পারে ।

৩. বংশগত রোগ নয় এমন দুটি রোগের নাম লেখ ।

উত্তর: বংশগত রোগ নয় এমন দুটি রোগের নাম হল যক্ষা ও কলেরা ।

Read Also:

মানবদেহ – ছোট বড়ো হাড়ের কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – অস্থিসন্ধির হিসেবনিকেশ | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – পেশি নিয়ে কিছু কথা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – স্টোথোস্কোপে শোনা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. ফুসফুসেই যক্ষা বেশি হয় কেন ?

উত্তর: আমরা ফুসফুস দিয়ে শ্বাস নিই এবং ছাড়ি । তাই ফুসফুসে যক্ষ্মা রোগ বেশি হয় ।

২. জীবাণু কাকে বলে ?

উত্তর: জলে, স্থলে, বাতাসে, প্রায় সব জায়গায় অবস্থানকারী অতি ছোট অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেথা যায় এমন জীবদের জীবাণু বলে ।

৩. DOT – এর পুরো অর্থ কি ?

উত্তর: DOT – এর পুরো অর্থ Directly Observed Treatment ।

Read Also:

মানবদেহ – জলের সঙ্গে জীবাণু | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – কেমনভাবে স্টেথোস্কোপ এল | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

মানবদেহ – বাতাসে ওড়ে জীবাণু : দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন

১. যক্ষা রোগের উপসর্গ কি কি ?

উত্তর: যক্ষা রোগ হলে প্রথম প্রথম বিকেলে জ্বর হয় । তারপর রাতে ঘাম, শ্বাসকষ্ট হয় । পরের দিন ঘুম থেক ওঠার পর টানা কফ উঠতে থাকে । তারপর খাওয়ায় অরুচি, বুকে ব্যাথা হয় । অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে । ক্রমশ ওজন কমতে থাকে । এগুলো হলো যক্ষা রোগের উপসর্গ ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply