ঘাসফড়িং – প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণি | সাহিত্যমেলা

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBSE) অনুমোদিত ষষ্ঠ শ্রেণির বাংলা পাঠ্যবই “সাহিত্যমেলা” । এখানে কবি অরুণ মিত্রের ‘ঘাসফড়িং’ কবিতাটির প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।

ঘাসফড়িংপ্রশ্ন ও উত্তর

উত্তর : কবি অরুণ মিত্র ফরাসি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন ।

উত্তর : তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম হল – প্রান্তরেখা, ঘনিষ্ঠ তাপ ।

২.১ ভাব না করে পারতামই না আমরা ।

২.২ সবুজ মাথা তুলে কত খেলা দেখাল ঘাসফড়িং ।

২.৩ আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ ।

২.৪ ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার ।

উত্তর :

উদ্দেশ্যবিধেয়
২.১ আমরাভাব না করে পারতামই না
২.২ ঘাসফড়িংসবুজ মাথা তুলে কত খেলা দেখাল
২.৩ আমার ঘরের দরজাএখন সবুজে সবুজ
২.৪ আমাকেভিজে ঘাসের ওপর যেতেই হবে আবার

ভাব, ভিজে, নতুন, আত্মীয়তা, মনখারাপ, সবুজ, ঝিরঝির ।

উত্তর : ঝিরঝির বৃষ্টিতে সবুজ মাঠটি ভিজে উঠেছে । সেই পরিবেশে দাঁড়িয়ে আমার মনেও নতুন এক ভাব এসে ভর করল । গ্রামের আত্মীয়তা ভরা পরিবেশ আমার মনখারাপ একদম দূর করে দিল । প্রকৃতির এই সৌন্দর্য আমার মনকে প্রশান্তি দিয়ে ভরে তুলল ।

আত্মীয়তা, ঘাস, সবুজ, নতুন ।

উত্তর :

বিশেষ্যবিশেষণ
আত্মীয়আত্মীয়তা
ঘাসঘেসো
সবুজসবুজতা
নতুননতুনত্ব

৫.১ সবুজ মাথা তুলে কত খেলা দেখাল ঘাসফড়িং । (যৌগিক বাক্যে)

উত্তর : ঘাসফড়িং সবুজ মাথা তুলল এবং কত খেলা দেখাল ।

৫.২ একটা ঘাসফড়িং-এর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে । (জটিল বাক্যে)

উত্তর : ওই যে ঘাসফড়িংটা ওর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে ।

৫.৩ যেই ঝিরঝির বৃষ্টি থেমেছে অমনি আমি ভিজে ঘাসে পা দিয়েছি । (সরল বাক্যে)

উত্তর : ঝিরঝিরে বৃষ্টি থামতেই আমি ভিজে ঘাসে পা দিয়েছি ।

৫.8 আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ । (যৌগিক বাক্যে)

উত্তর : আমার ঘরের সমস্ত দরজা এখন সবুজ আর সবুজ ।

৬.১ তার কাছ থেকে চলে আসার সময় আমার কী মনখারাপ ।

উত্তর :

তার – শূন্য বিভক্তি
কাছ – শূন্য বিভক্তি
থেকে – অনুসর্গ
চলে – এ বিভক্তি
আসার – র বিভক্তি
সময় – শূন্য বিভক্তি
আমার – শূন্য বিভক্তি
কী – শূন্য বিভক্তি
মনখারাপ – শূন্য বিভক্তি

৬.২ আমি কথা দিয়ে এসেছি ।

উত্তর :

আমি – শূন্য বিভক্তি
কথা – শূন্য বিভক্তি
দিয়ে – অনুসর্গ
এসেছি – শূন্য বিভক্তি

৬.৩ ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি ।

উত্তর :

ঝিরঝির – শূন্য বিভক্তি
বৃষ্টির – র বিভক্তি
পর – শূন্য বিভক্তি
আমি – শূন্য বিভক্তি
ভিজে – শূন্য বিভক্তি
ঘাসে – এ বিভক্তি
পা – শূন্য বিভক্তি
দিয়েছি – শূন্য বিভক্তি

৬.৪ ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার ।

উত্তর :

ভিজে – শূন্য বিভক্তি
ঘাসের – এর বিভক্তি
ওপর – শূন্য বিভক্তি
আমাকে – শূন্য বিভক্তি
যেতেই – শূন্য বিভক্তি
হবে – শূন্য বিভক্তি
আবার – শূন্য বিভক্তি

উত্তর : কবি অরুণ মিত্রের ‘ঘাসফড়িং’ কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং-এর নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল বৃষ্টির পরে । ঝিরঝির বৃষ্টির পর কবি ভিজে ঘাসে পা রাখেন, আর তখনই ঘাসফড়িং-এর সঙ্গে তার বন্ধুত্ব হয় । ঘাসফড়িং সবুজ মাথা তুলে নানা খেলা দেখায়, যা দেখে কবি মুগ্ধ হন । এই খেলার মাধ্যমে তাদের মধ্যে নতুন এক ধরনের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় ।

উত্তর : কবি অরুণ মিত্রের ‘ঘাসফড়িং’ কবিতায় কবির কৌতূহল ও ভালোবাসার প্রতি ঘাসফড়িং তার খেলা দেখিয়ে সাড়া দিয়েছিল । সবুজ মাথা তুলে সে নানা মজার খেলা দেখায়, যা দেখে কবি আনন্দিত হন । ঘাসফড়িং-এর এই খেলা যেন তার মনের ভাব প্রকাশের একটি উপায় ছিল, যা কবিকে আরও বেশি মুগ্ধ ও তার সঙ্গে বন্ধুত্ব করতে উদ্বুদ্ধ করে ।

উত্তর : কবি অরুণ মিত্রের ‘ঘাসফড়িং’ কবিতায় ঘাসফড়িং-এর কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কারণ তাদের মধ্যে একটি নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল । ঘাসফড়িং-এর খেলা দেখে কবি খুব আনন্দ পেয়েছিলেন এবং তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল । সেই আনন্দদায়ক মুহূর্ত ছেড়ে চলে আসতে হওয়ায় কবির মন ভারাক্রান্ত হয়ে পড়ে । তবে তিনি কথা দিয়ে এলেন যে তিনি আবার ফিরে আসবেন, যা তার ঘাসফড়িং-এর প্রতি ভালোবাসা ও টানকে বোঝায় ।

উত্তর : কবি অরুণ মিত্রের ‘ঘাসফড়িং’ কবিতায় ‘বলে এলাম আমি আবার আসব’ পঙ্ক্তিটির মাধ্যমে কবির ভালোবাসা, মমতা এবং প্রতিশ্রুতির মনোভাব প্রকাশ পেয়েছে । কবি ঘাসফড়িং-এর সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বকে গুরুত্ব দেন এবং তাকে ছেড়ে আসতে হলেও তিনি প্রতিশ্রুতি দেন যে আবার ফিরে আসবেন । এটি তার আন্তরিকতা এবং প্রকৃতির প্রতি টানেরও প্রকাশ ।

উত্তর : কবি অরুণ মিত্রের ‘ঘাসফড়িং’ কবিতায় ‘আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ’ পঙ্ক্তিটি দিয়ে কবি প্রকৃতির সৌন্দর্য এবং সবুজের সমারোহের প্রতি তার মুগ্ধতার কথা বলেছেন । ঝিরঝির বৃষ্টির পর চারপাশের সবুজ ঘাস, গাছপালা, এবং ঘাসফড়িং-এর খেলা কবির মনে এক নতুন রঙ এনে দিয়েছে । প্রকৃতির এই সতেজ রূপ কবির মনে এমনভাবে ছাপ ফেলেছে যে তার ঘরের দরজাও যেন সবুজ রঙে ভরে গেছে বলে মনে হয়েছে ।

উত্তর : কবি অরুণ মিত্রের ‘ঘাসফড়িং’ কবিতায় ‘ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার ।’ পঙ্ক্তিটি দিয়ে কবি সেই সবুজ ঘাসের কথা বলেছেন, যেখানে তিনি ঘাসফড়িং-এর সঙ্গে মধুর সময় কাটিয়েছিলেন ।

সেই ভিজে ঘাসে তার ফিরে যেতে ইচ্ছা হয় কারণ সেখানেই তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছিলেন এবং ঘাসফড়িং-এর সঙ্গে একটি নতুন আত্মীয়তা গড়ে তুলেছিলেন । সেই আনন্দময় মুহূর্ত আবার উপভোগ করার জন্যই তিনি সেখানে যেতে চান । তাছাড়াও কবি ঘাসফড়িংকে কথা দিয়েছিলেন তিনি আবার আসবেন ।

উত্তর : কবি অরুণ মিত্রের ‘ঘাসফড়িং’ কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসার নিবিড় টান খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে । কবি ঝিরঝির বৃষ্টির পর ভিজে ঘাসে পা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন । ঘাসফড়িং-এর সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে, যা প্রকৃতির প্রতি তার আন্তরিক টানকে প্রকাশ করে । সবুজ ঘাস, ঘাসফড়িং-এর খেলা এবং বৃষ্টির সতেজ পরিবেশ কবিকে এতটাই মুগ্ধ করে যে তিনি আবার ফিরে আসার প্রতিশ্রুতি দেন । প্রকৃতির এই প্রাণবন্ত রূপ কবির হৃদয়ে গভীর প্রভাব ফেলে, যা কবিতার প্রতিটি পঙ্ক্তিতে ফুটে উঠেছে ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply