পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBSE) অনুমোদিত ষষ্ঠ শ্রেণির বাংলা পাঠ্যবই “সাহিত্যমেলা” । এখানে কবি অমিয় চক্রবর্তীর ‘পিঁপড়ে’ কবিতাটি দেওয়া হল ।
পিঁপড়ে – কবিতা
আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক
কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা-
স্তব্ধ শুধু চলায় কথা বলা-
আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক,
আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে ধুলোর রেণু মাখুক ।।
ভয় করে তাই আজ সরিয়ে দিতে
কাউকে, ওকে চাইনে দুঃখ নিতে ।
কে জানে প্রাণ আনল কেন ওর পরিচয় কিছু,
গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নীচু-
আহা পিঁপড়ে ছোটো পিঁপড়ে সেই অতলে ডাকুক ।
মাটির বুকে যারাই আছি এই দু-দিনের ঘরে
তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে ।।
Read Also:
পিঁপড়ে – প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণি | সাহিত্যমেলা
পিঁপড়ে কবিতার কবি পরিচিতি :
অমিয় চক্রবতী (১৯০১-১৯৮৬) : আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি । প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন । একমুঠো, পারাপার, পালাবদল, পুষ্পিত ইমেজ, ঘরে ফেরার দিন তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ । মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যু পলজ্ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন । ১৯৬৩ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান ।
পিঁপড়ে কবিতার সারসংক্ষেপ :
কবি অমিয় চক্রবর্তীর ‘পিঁপড়ে’ কবিতায়, কবি পিঁপড়ের ব্যস্ত জীবনকে ভালোবাসা এবং শ্রদ্ধার চোখে দেখেছেন । পিঁপড়ে ছোট হলেও তার চলাফেরা, পরিশ্রম আর একাগ্রতা আমাদের জীবনের জন্য শিক্ষা । পিঁপড়ে তার নিজের মতো করে পৃথিবীকে ভালোবাসে, ধুলোর সঙ্গে মিশে থাকে এবং সবার মাঝে সুন্দর স্মৃতি রেখে যায় । কবি মনে করেন, পিঁপড়ের মতো ছোট প্রাণীর জীবনও আমাদের মনে ভালোবাসা আর আদর জাগায় । এটি আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে এবং সবাইকে সম্মান করতে ।
পিঁপড়ে কবিতার নামকরণের সার্থকতা :
কবি অমিয় চক্রবর্তীর ‘পিঁপড়ে’ কবিতায়, পিঁপড়ের জীবন, তার পরিশ্রম, একাগ্রতা এবং ছোট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে । পিঁপড়ে শুধু ছোট প্রাণী নয়, এটি আমাদের জীবনের জন্য বড় শিক্ষা দেয় । কবি পিঁপড়ের প্রতিটি গুণের মাধ্যমে আমাদের জীবনে ছোট জিনিসের মূল্য বোঝানোর চেষ্টা করেছেন । তাই কবিতার বিষয়বস্তু ও পিঁপড়ের গুরুত্ব অনুযায়ী কবিতার নাম “পিঁপড়ে” একেবারে যথাযথ এবং খুবই সার্থক ।
Follow us:
If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.