পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – সুন্দরবন | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – সুন্দরবন অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – সুন্দরবন : অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) শূন্যস্থান পূরণ করো ।

১. _____ জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায় ।

উত্তর: পলি ।

২. ডাঙ্গায় _____, _____, _____ আছে ।

উত্তর: মেঠো বিড়াল, বুনোশুয়োর, চিতল হরিণ ।

৩. গাঙ্গেয় সমভূমির _____ অংশটাই বিরাট বন ।

উত্তর: দক্ষিণ ।

৪. _____ হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে ।

উত্তর: সাত-আট ।

৫. সব নদী _____ পড়েছে ।

উত্তর: বঙ্গোপসাগরে ।

(খ) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও

১. সুন্দরবনের কটা দ্বীপে ঘন বন রয়েছে ?

উত্তর: সুন্দরবনের আটচল্লিশটা দ্বীপে ঘন বন রয়েছে ।

২. সুন্দরবনের কটা দ্বীপে মানুষ বন কেটে বসতি করেছে ?

উত্তর: সুন্দরবনের চুয়ান্নটা দ্বীপে মানুষ বন কেটে বসতি করেছে ।

পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – সুন্দরবন : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. ঠেসমূল কাকে বলে ?

উত্তর: ম্যানগ্রোভ জাতীয় গাছে একরকম মূল দেখতে পাওয়া যায় যেগুলো মাটির গভীরে গিয়ে গাছকে আটকে রাখে, একে ঠেসমূল বলে ।

২. শ্বাসমূল কাকে বলে ?

উত্তর: ম্যানগ্রোভ জাতীয় গাছে একরকম মূল দেখতে পাওয়া যায় যেগুলো মাটির উপরে গাছকে বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে, একে শ্বাসমূল বলে ।

৩. সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখ ?

উত্তর: সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম হল মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল প্রভৃতি ।

৪. সুন্দরবন অঞ্চলে একশো বছর আগে কি কি পশু পাওয়া যেত ?

উত্তর: সুন্দরবন অঞ্চলে একশো বছর আগে চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারশিঙ্গা পাওয়া যেত ।

৫. ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে ? উদাহরণ দাও ।

উত্তর: সুন্দরবন অঞ্চলে যে সমস্ত গাছের দুরকমের মূল অর্থাৎ ঠেসমূল ও শ্বাসমূল থাকে, তাদের ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে । যেমন – গেঁওয়া, বাইন, গরান প্রভৃতি ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has One Comment

  1. Surajit Barman

    Magnificent

Leave a Reply