পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – রাঢ় অঞ্চল | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – রাঢ় অঞ্চল অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – রাঢ় অঞ্চল : অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) শূন্যস্থান পূরণ করো ।

১. দামোদর _____ জেলার ভিতর দিয়ে দক্ষিনে গেছে ।

উত্তর: হাওড়া ।

২. বাঁকুড়ার পূর্ব দিক দিয়ে দক্ষিনে গেছে _____ নদ ।

উত্তর: দ্বারকেশ্বর ।

৩. বরুণ একবার _____ গিয়েছিল ।

উত্তর: শান্তিনিকেতনে ।

পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – রাঢ় অঞ্চল : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. কোন কোন নদী কোথায় মিলে রূপনারায়ণ নাম হয়েছে ?

উত্তর: দ্বারকেশ্বর ও শিলাবতী নদী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে মিলে রূপনারায়ণ নাম হয়েছে ।

২. রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে ?

উত্তর: রূপনারায়ণ গেঁওখালিতে এসে হুগলি নদীতে মিশেছে ।

৩. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্যে কোন কোন জেলা পড়ে ?

উত্তর: পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলি, বীরভূম প্রভৃতি জেলাগুলি পড়ে ।

৪. বীরভূমের পূর্বদিকে কোন কোন নদ নদী আছে ?

উত্তর: বীরভূমের পূর্বদিকে অজয় নদ ও ময়ূরাক্ষী নদী আছে ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 2 Comments

  1. Sana

    The questions and answers are good
    Keep it up

Leave a Reply