পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – পশ্চিমের মালভূমি অঞ্চল | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – পশ্চিমের মালভূমি অঞ্চল অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – পশ্চিমের মালভূমি অঞ্চল : অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) শূন্যস্থান পূরণ করো ।

১. _____ মেশানো লালমাটি ।

উত্তর: পাথর ।

২. _____ পুরোটাই এইরকম ।

উত্তর: পুরুলিয়া ।

পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – পশ্চিমের মালভূমি অঞ্চল : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. মালতির মামার বাড়ি কোথায় ?

উত্তর: মালতির মামার বাড়ি বর্ধমান জেলার চিত্তরঞ্জনে ।

২. পশ্চিমের মালভূমি অঞ্চলে কোন কোন গাছ দেখতে পাওয়া যায় ?

উত্তর: পশ্চিমের মালভূমি অঞ্চলে মেহগনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপ্টাস, সোনাঝুরি, কেন্দু ইত্যাদি গাছ দেখতে পাওয়া যায় ।

৩. বাঁকুড়া জেলায় কোন গাছের পাতা দিয়ে প্লেট বানানো হয় ?

উত্তর: বাঁকুড়া জেলায় শাল গাছের পাতা দিয়ে প্লেট বানানো হয় ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

This Post Has 2 Comments

  1. ANUMEGHA CHAKRABORTY

    Thanks for the questions and answers It helps me a lot

    1. STUDYMAT

      You are welcome Anumegha Chakraborty.

Leave a Reply