পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – মানচিত্রের উঁচু জায়গা, নীচু জায়গা | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – মানচিত্রের উঁচু জায়গা, নীচু জায়গা অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – মানচিত্রের উঁচু জায়গা, নীচু জায়গা : অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও

১. তোমার এলাকার জমির ঢাল কোন দিকে ?

উত্তর : আমার এলাকার জমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে ।

২. মানচিত্রে জমির ঢাল কিভাবে দেখানো যায় ?

উত্তর: মানচিত্রে উঁচু জায়গায় এক রং আর নীচু জায়গায় আরেক রং করলেই জমির ঢাল সহজেই দেখানো যায় ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply