পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – বরফ-গলা জলের নদী | প্রশ্ন ও উত্তর | পঞ্চম শ্রেণি | আমাদের পরিবেশ

পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – বরফ-গলা জলের নদী অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – বরফ-গলা জলের নদী : অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) শূন্যস্থান পূরণ করো ।

১. পুকুর-নদী-সমুদ্রের জল _____ তাপে _____ হয়ে উপরে উঠে যায় ।

উত্তর: সূর্যের, বাষ্প ।

২. গঙ্গা খুব _____ ।

উত্তর: চওড়া ।

পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – বরফ-গলা জলের নদী : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. কয়েকটি নিত্যবহ নদীর নাম লেখ ।

উত্তর: কয়েকটি নিত্যবহ নদীর নাম হল গঙ্গা, তিস্তা, পদ্মা, ভাগীরথী, হুগলি প্রভৃতি ।

২. নিত্যবহ নদী কাকে বলে ?

উত্তর: যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে । যেমন – গঙ্গা ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply