পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBSE) অনুমোদিত ষষ্ঠ শ্রেণির বাংলা পাঠ্যবই “সাহিত্যমেলা” । এখানে কবি হাইনরিখ্ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতাটির প্রশ্ন ও উত্তর (হাতে কলমে) আলোচনা করা হল ।
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি – প্রশ্ন ও উত্তর
১.১ কবি হাইনরিখ্ হাইনের জন্মস্থান কোথায় ?
উত্তর : কবি হাইনরিখ্ হাইনের জন্মস্থান জার্মানির রাইন নদীর তীরে ড্যুসেলডর্ফ-এ ।
১.২ কবি হাইনে-র লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো ।
উত্তর : কবি হাইনে-র লেখা দুটি কবিতার বইয়ের নাম হল ‘নতুন কবিতা’ ও ‘জার্মানি: এক শীতের রূপকথা’ ।
১.৩ কবি হাইনে-র লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো ।
উত্তর : কবি হাইনে-র লেখা দুটি গদ্যগ্রন্থের নাম হল ‘ফরাসি পরিস্থিতি’ ও ‘ধর্মের ইতিহাস’ ।
Read Also:
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি – কবিতা | ষষ্ঠ শ্রেণি | সাহিত্যমেলা
২. ঠিক উত্তরের উপরে ‘✔’ চিহ্ন দাও :
২.১ (উত্তরে/ দক্ষিণে/ পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে ।
উত্তর : উত্তরে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে ।
২.২ যেন বরফের (সোনালি/ রূপালি/ সব্জে) কাপড় পরে… |
উত্তর : যেন বরফের রূপালি কাপড় পরে… ।
২.৩ মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/ পাম/ খেজুর) গাছ ।
উত্তর : মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ ।
২.৪ জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়ঠে/ রিলকে/ শেক্সপিয়ার) ।
উত্তর : জার্মান ভাষায় কবিতা লেখেননি শেক্সপিয়ার ।
৩. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো :
৩.১ পাইন গাছ সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যায় ?
উত্তর : পাইন গাছ সাধারণত শীতপ্রধান অঞ্চলে দেখতে পাওয়া যায় । এই গাছগুলো পাহাড়ি এলাকায় বেশি জন্মায়, যেমন উত্তর আমেরিকা, ইউরোপ এবং হিমালয় অঞ্চলের ঠান্ডা পাহাড়ি বন ।
কবি হাইনরিখ্ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতায় “উত্তরে বুনো নগ্ন পাহাড়” উল্লেখ করে এমন একটি শীতল, উঁচু এলাকার ছবি তুলে ধরা হয়েছে যেখানে পাইন গাছ দেখা যায় ।
৩.২ পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে ?
উত্তর : কবি হাইনরিখ্ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতায় কবির মনে হয়েছে পাইন গাছ যেন বরফের তৈরি রূপালি পোশাক পরে আছে । কবিতায় বলা হয়েছে, “যেন বরফের রূপালি কাপড় প’রে,” যা দেখায় শীতের সময় গাছের ওপর জমে থাকা বরফের সৌন্দর্য । এটি গাছের সৌন্দর্য এবং ঠান্ডা পরিবেশকে ফুটিয়ে তুলেছে।
৩.৩ পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে ?
উত্তর : কবি হাইনরিখ্ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতায় পাম গাছ মরুভূমির তটে দাঁড়িয়ে আছে । কবিতায় বলা হয়েছে, “দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে,” অর্থাৎ পাম গাছটি তপ্ত এবং শুষ্ক মরুভূমির তীরে অবস্থান করছে ।
৩.৪ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে ?
উত্তর : কবি হাইনরিখ্ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতায় পাইন গাছ আকাশের দিকে তাকিয়ে, বরফের রূপালি পোশাক পরে দুলতে দুলতে স্বপ্ন দেখে । কবি বলেছেন, পাইন গাছ দিনরাত স্বপ্ন দেখে, যেন সে দূরে মরুভূমির পাম গাছের কাছে যেতে চায় ।
৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৪.১ পাম গাছের বুক বেদনায় ভরা কেন ?
উত্তর : কবি হাইনরিখ্ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতায় পাম গাছের বুক বেদনায় ভরা কারণ এটি গরম মরুভূমির মধ্যে একা দাঁড়িয়ে আছে । চারপাশের তপ্ত পাহাড় ও কঠিন পরিবেশে এটি যেন একা একা কষ্ট সহ্য করছে, তাই তার অবস্থাকে বেদনাদায়ক বলে মনে হয়েছে ।
8.২ পাইন গাছ কী স্বপ্ন দেখে ?
উত্তর : কবি হাইনরিখ্ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতায় পাইন গাছ স্বপ্ন দেখে যে, সে দূরের মরুভূমিতে যাবে । সেখানে, যেই দেশে সকালে সূর্য ওঠে, সেই তপ্ত পাহাড়ের কাছে পাম গাছের মতো দাঁড়াবে । এভাবে সে নিজের স্বপ্নে দূর দেশের কল্পনা করে ।
8.৩ বরফের দেশের পাইনগাছ, মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন ?
উত্তর : কবি হাইনরিখ্ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতায় বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কারণ তার চারপাশে শুধু ঠান্ডা, বরফ আর নির্জনতা । তাই সে মরুভূমির উষ্ণতা আর পাম গাছের জীবনের চঞ্চলতার কথা কল্পনা করে । এটা তার একঘেয়ে জীবনের বাইরে নতুন কিছু দেখার ইচ্ছা ।
৫. ‘মরুভূমি’ ও ‘মরুতট’ শব্দ দুটি লক্ষ্য করো :
মরু + ভূমি → মরুভূমি
মরু + তট → মরুতট
একইভাবে ‘সূর্য’ ও ‘নয়ন’ – এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো ।
উত্তর :
সূর্য থেকে তৈরি শব্দ:
সূর্য + আলো → সূর্যালোক
সূর্য + দেব → সূর্যদেব
সূর্য + উদয় → সূর্যোদয়
সূর্য + অস্ত → সূর্যাস্ত
নয়ন থেকে তৈরি শব্দ:
নয়ন + মনোহর → নয়নমনোহর
নয়ন + মণি → নয়নমণি
নয়ন + আনন্দ → নয়নানন্দ
নয়ন + জল → নয়নজল
৬. সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো ।
উত্তর : সমগ্র কবিতাটির মধ্যে খুঁজে পাওয়া বিশেষণগুলি হল – বুনো, নগ্ন, রুপালি, তপ্ত ।
৭. নানারকম গাছের নাম লিখে নীচের ছকটি পূরণ করো :
উত্তর :
পার্বত্য অঞ্চল | মরুভূমি অঞ্চল |
---|---|
পাইন, দেবদারু, চির, সিডার, ফার, বার্চ, ওক, উইলো | পাম, ফণিমনসা, খেজুর, কাঁটাগাছ, বাওবাব গাছ |
৮. পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নীচের মানস মানচিত্রে কী কী শব্দ ব্যবহার করবে ? তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কী কী জিনিস সঙ্গে নেবে ? সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো ।
উত্তর :
৮. নম্বর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লেখো । তোমাদের লেখা উত্তর এই পোষ্টের Comment Section-এ অথবা YouTube Channel এর ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতার প্রশ্ন ও উত্তর ভিডিও-এর Comment Section-এ আমাদের পাঠাতে পারো ।
Follow us:
If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.