পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি – কবিতা | ষষ্ঠ শ্রেণি | সাহিত্যমেলা

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBSE) অনুমোদিত ষষ্ঠ শ্রেণির বাংলা পাঠ্যবই “সাহিত্যমেলা” । এখানে কবি হাইনরিখ্ হাইনের ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতাটি দেওয়া হল ।

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি – কবিতা

উত্তরে বুনো নগ্ন পাহাড় ‘পরে,
দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে,
যেন বরফের রূপালি কাপড় প’রে,
স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে ।

স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি প’রে
সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে,
তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভ’রে
দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে ।

Read Also:

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি – প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণি | সাহিত্যমেলা

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার কবি পরিচিতি :

হাইনরিখ্ হাইনে (১৭৯৭-১৮৫৬) : জন্ম জার্মানির রাইন নদীর তীরে ড্যুসেলডর্ফ-এ । উনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট জার্মান কবি । তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন । প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসেবেও তাঁর খ্যাতি ছিল । তবে গীতিকবি হিসেবেই তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন । ১৮১৭ সালে প্রথম কবিতা প্রকাশিত হয় । ১৮২৬ সালে প্রকাশিত হয় হার্ৎসরাইজে (Harzreise) বা হার্ৎস যাত্রা । ১৮২৭ সালে প্রকাশিত কাব্যগীতিগ্রন্থ (Buch der Lieder) উত্তর সাগরগীতিকা তাঁকে বিশ্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল । এ ছাড়াও নতুন কবিতা, জার্মানি: এক শীতের রূপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং ফরাসি পরিস্থিতি, রোমান্টিক কাব্যধারা, ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনাগ্রন্থ । পৃথিবীর বিভিন্ন ভাষায় তাঁর গীতিকবিতাগুলি অনূদিত হয়েছে ।

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার সারসংক্ষেপ :

কবি হাইনরিখ্ হাইন ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতায়, শুরু থেকে শেষ পর্যন্ত পাইন গাছের বর্ণনা দিয়েছেন ।

উত্তরের বুনো পাহাড়ের গায়ে পাইন গাছ যেভাবে দাঁড়িয়ে থাকে, তাতে মনে হয়, সে যেন আকাশের দিকে চোখ তুলে দাঁড়িয়ে আছে । তার গায়ে বরফের পুরু আস্তরণ দেখে মনে হয়, সে যেন বরফ দিয়ে তৈরি রুপোলি রঙের কাপড় পরে আছে । সারাদিন সারারাত ধরে আলতো হাওয়ায় সেই পাইন গাছ এদিক-ওদিক দুলে চলেছে যা দেখে মনে হয়, স্বপ্ন দেখার ঘোরে সে মাথা দুলিয়ে চলেছে ।

বরফের রাজ্যে দাঁড়িয়ে পাইন গাছ স্বপ্ন দেখছে দূরের মরুভূমির, যেখানে সকালে সূর্য ওঠে । সে স্বপ্নে আরও দেখে যে, মরুভূমিতে পামগাছ দাঁড়িয়ে রয়েছে । রোদে তেতে ওঠা বালির পাহাড়ে দাঁড়িয়ে কষ্টে তার হৃদয় ভরে উঠেছে ।

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার নামকরণের সার্থকতা :

কবি হাইনরিখ্ হাইন ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতায়, শুরু থেকে শেষ পর্যন্ত পাইন গাছের কথাই বলেছেন । সে কীভাবে আকাশের দিকে চোখ মেলে দাঁড়িয়ে থাকে, বরফের তৈরি রুপোলি রঙের কাপড় পরে সে কীভাবে সেজে ওঠে, তার মাথা নাড়ার দুলুনি দেখে কীভাবে মনে হয় সে যেন স্বপ্ন দেখছে, এ সবই কবি বর্ণনা দিয়েছেন কবিতায় । সে স্বপ্ন দেখে মরুভূমিতে সকালে ওঠা সূর্যের, মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পামগাছের । তার সুখ, দুঃখ, সাজ, স্বপ্ন – সবই কবিতার বিষয় । তাই আলোচ্য কবিতাটির বিষয়বস্তু অনুযায়ী ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি’ কবিতার নামকরণ সার্থক হয়েছে ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply