নবম শ্রেণীর ভূগোল, প্রথম অধ্যায় – গ্রহরূপে পৃথিবী থেকে বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।
গ্রহরূপে পৃথিবী : বহুবিকল্পভিত্তিক ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
(ক) সঠিক উত্তরটি শনাক্ত করো ।
১. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ – বুধ/ পৃথিবী/ শুক্র/ নেপচুন ।
উত্তর: বুধ ।
২. পৃথিবীর নিকটতম গ্রহ – মঙ্গল/ শুক্র/ চাঁদ/ বৃহস্পতি ।
উত্তর: শুক্র ।
৩. পৃথিবীর – একটি/ দুটি/ নয়টি/ চারটি গতি আছে ।
উত্তর: দুটি
৪. পৃথিবী বাদে সৌরজগতে – ৭/ ৮/ ৯/ ১০ টি গ্রহ আছে ।
উত্তর: ৮টি ।
৫. আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের চতুর্থ/ পঞ্চম/ ষষ্ঠ/ তৃতীয় ।
উত্তর: পঞ্চম ।
(খ) ঠিক অথবা ভুল নির্ণয় কর ।
১. চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ ।
উত্তর: ঠিক ।
২. চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত ।
উত্তর: ভুল ।
৩. মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ ।
উত্তর: ভুল ।
৪. বৃহস্পতি সৌরজগতের বৃহতম গ্রহ ।
উত্তর: ঠিক ।
৫. নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই ।
উত্তর: ভুল ।
৬. সূর্যের নিকটতম গ্রহ বুধ ।
উত্তর: ঠিক ।
৭. পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার ।
উত্তর: ভুল ।
৮. সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় গ্রহ ।
উত্তর: ঠিক ।
৯. পৃথিবীর দুটি গতি আছে ।
উত্তর: ঠিক ।
১০. একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে ।
উত্তর: ঠিক ।
(গ) শূন্যস্থান পূর্ন করো ।
১. সৌরজগতের বৃহতম গ্রহ _____ ।
উত্তর: বৃহস্পতি ।
২. _____ ও শুক্রের কোনো উপগ্রহ নেই ।
উত্তর: বুধ ।
৩. পৃথিবীর আকৃতি _____ গোলক ।
উত্তর: অভিগত ।
৪. সৃর্যের দূরতম গ্রহ _____ ।
উত্তর: প্লুটো ।
৫. পৃথিবীর পরিধি নির্নয় করেন _____।
উত্তর: এরাটস্থেনিস ।
গ্রহরূপে পৃথিবী : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
১. জ্যোতিষ্ক বলতে কি বোঝ ?
উত্তর: সূর্য, চাঁদ এবং অন্য যেসব কম বা বেশি উজ্বল আলোকবিন্দু আকাশের গায়ে দেখা যায়, সেগুলিকে সাধারণভাবে জ্যোতিষ্ক বলে ।
২. সৌরজগৎ বলতে কি বোঝ ?
উত্তর: পৃথিবীসহ মোট নটি গ্রহ, এদের বিভিন্ন উপগ্রহ, ধুমকেতু, উল্কা এবং আরও অনেক ছোটো ছোটো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। সূর্যসহ এইসব গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা এবং অন্যান্য জোতিষ্ককে একসঙ্গে বলে সৌরজগৎ বা সৌরপরিবার ।
৩. পৃথিবীর নিকটতম ও দূরতম গ্রহের নাম লেখো ।
উত্তর: পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র এবং দূরতম গ্রহ প্লুটো ।
৪. সূর্যের নিকটতম ও দূরতম গ্রহের নাম লেখো ।
উত্তর: সূর্যের নিকটতম গ্রহ বুধ ও দূরতম গ্রহ প্লুটো ।
৫. পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের গড় দূরত্ব কত ?
উত্তর: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি; সূর্যের দূরত্ব ১৪ কোটি ৯৫ লক্ষ বা ১৫ কোটি কিমি।
৬. মঙ্গলের দুটি উপগ্রহের নাম লেখো ।
উত্তর: মঙ্গলের দুটি উপগ্রহ ফোবোস ও ডাইমোস ।
৭. বৃহস্পতি ও শনির একটি করে উপগ্রহের নাম লেখ ।
উত্তর: বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিক ও শনির উপগ্রহ টাইটান ।
৮. সূর্যকে কয়টি অংশে ভাগ করা যায় ?
উত্তর: সূর্যকে চারটি অংশে ভাগ করা যায় – i) কেন্দ্রমন্ডল, ii) আলোকমণ্ডল, iii) বর্ণমণ্ডল এবং iv) ছটামণ্ডল ।
৯. পৃথিবীর আয়তন কত ?
উত্তর: পৃথিবীর আয়তন – গড় পরিধি ৪০,০০০ কিমি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কিমি ।
গ্রহরূপে পৃথিবী : সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন
১. সৌরজগতের গ্রহগুলির নাম লেখো ।
উত্তর: সৌরজগতে নয়টি গ্রহ আছে – (১)বুধ, (২)শুক্র, (৩)পৃথিবী, (৪)মঙ্গল, (৫)বৃহস্পতি, (৬)শনি, (৭)ইউরেনাস, (৮)নেপচুন ও (৯)প্লুটো । অনেকের মতে প্লুটোর পরে আরও একটি বা দুটি গ্রহ আছে ।
২. গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী ? উদাহরণ দাও ।
উত্তর: গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ –
গ্রহ | নক্ষত্র |
---|---|
গ্রহগুলি শীতল ও কঠিন । | নক্ষত্রগুলি এক – একটি জ্বলন্ত গ্যাসীয় পিন্ড । |
এদের নিজস্ব আলো ও উত্তাপ নেই । সূর্যের আলো এগুলির গায়ে পড়ে প্রতিফলিত হয় বলে এগুলিকে আলোকিত দেখা যায় । | এদের নিজস্ব আলো ও উত্তাপ আছে । এগুলি থেকে আলো ও উত্তাপ বিচ্ছুরিত হয় । |
এগুলি নক্ষত্রের চারদিকে পরিক্রমণ করে । | এগুলি গ্রহসমূহের কক্ষপথের কেন্দ্রে থাকে । |
নক্ষত্রের তুলনায় গ্রহগুলি ক্ষুদ্রাকার । | এগুলি বিশালাকার । |
আমাদের অনেক কাছে কাছে আছে বলে এদের আলো আমরা স্থির দেখি । | বহুদূরে আছে বলে (সূর্য ছাড়া) এদের আমরা মিটমিট করে জ্বলতে দেখি । |
নক্ষত্র সৃষ্টির পর গ্রহের উৎপত্তি হয়েছে । উদাহরণ – বুধ ও শুক্র । | গ্রহের আগে সৃষ্টি হয়েছে নক্ষত্র । উদাহরণ – সূর্য, প্রক্সিমা সেন্টরাই, ধ্রুবতারা । |
৩. গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী ? উদাহরণ দাও ।
উত্তর: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ –
গ্রহ | উপগ্রহ |
---|---|
গ্রহগুলি নির্দিষ্ট কক্ষে থেকে সূর্যের চারদিকে পরিক্রমণ করে । | উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষে থেকে গ্রহকে প্রদক্ষিণ করে । |
এগুলি আকারে বড়ো (উপগ্রহের তুলনায়) । | এগুলি আকারে ছোটো (গ্রহের তুলনায়) । |
উপগ্রহকে বাদ দিয়ে গ্রহের অস্তিত্ব সম্ভব । উদাহরণ – বুধ ও শুক্র । | গ্রহকে বাদ দিয়ে উপগ্রহের অস্তিত্ব সম্ভব নয় । উদাহরণ – চাঁদ (পৃথিবীর উপগ্রহ), ফোবোস ও ডাইমোস (মঙ্গলের উপগ্রহ), টাইটান (শনির উপগ্রহ) প্রভৃতি । |
৪. আয়তনে গ্রহদের চেয়ে ছোটো হলেও চাঁদকে আমরা অত বড়ো দেখি কেন ?
উত্তর: পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম চন্দ্র বা চাঁদ । আকারে পৃথিবীর তুলনায় চাঁদ অনেক ছোটো – প্রায় পঞ্চাশ ভাগের এক ভাগ মাত্র । চাঁদের ব্যাস মাত্র ৩,৪৭৬ কিলোমিটার । এত ছোটো হলেও পৃথিবীর অনেক কাছে আছে বলে চাঁদকে আমরা বেশ বড়ো দেখি । পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাত্র ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার । চাঁদের নিজের কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয় ।
Follow us:
If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.