ভারতের সম্পদ | সপ্তম অধ্যায় । প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণি | ভূগোল

নবম শ্রেণীর ভূগোল, সপ্তম অধ্যায় – ভারতের সম্পদ থেকে বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।

ভারতের সম্পদ : বহুবিকল্পভিত্তিক ও অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(ক) সঠিক উত্তরটি শনাক্ত করো ।

১. আকরিক লোহা/ সৌরশক্তি/ অরণ্য সঞ্চিত সম্পদের উদাহরণ ।

উত্তর: আকরিক লোহা ।

২. জমির উর্বরতা, পুনর্ভব/ ক্ষয়িষ্ণু/ প্রবহমান সম্পদ ।

উত্তর: পুনর্ভব ।

৩. ১৯৯০/ ১৯৯২/ ১৯৯৪/ ১৯৯৬ সালে ‘বসুন্ধরা সম্মেলন’ হয় ।

উত্তর: ১৯৯২ ।

৪. টিন/ অক্সিজেন/ কয়লা/ আকরিক লোহা দুষ্প্রাপ্য সম্পদ ।

উত্তর: টিন ।

৫. ঊর্ধ্ব বায়ুমণ্ডলের ওজোনস্তর, ব্যক্তিগত/ জাতীয়/ আন্তর্জাতিক সম্পদ ।

উত্তর: আন্তর্জাতিক ।

(খ) ঠিক অথবা ভুল নির্ণয় করো ।

১. কোনো বস্তু বা অবস্তু যে কার্য সম্পন্ন করে তাকেই সম্পদ বলে ।

উত্তর: ঠিক ।

২. কেবল স্পর্শযোগ্য বস্তুই সম্পদ ।

উত্তর: ভুল ।

৩. গ্রিনল্যান্ডের প্রাকৃতিক ক্রায়োলাইট অদ্বিতীয় সম্পদ ।

উত্তর: ঠিক ।

৪. মহাসাগরসমূহ সামাজিক সম্পদ ।

উত্তর: ভুল ।

৫. সুদানের জল বিদ্যুৎ সম্ভাব্য সম্পদ ।

উত্তর: ঠিক ।

(গ) শূন্যস্থান পূর্ণ করো ।

১. অ্যান্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ পদার্থ _____ সামগ্রী ।

উত্তর: নিরপেক্ষ ।

২. ক্রমাগত ব্যবহারের ফলে যখন কোনো প্রবহমান সম্পদের হ্রাস বা সম্পূর্ণ বিনাশ ঘটে, তখন তাকে _____ প্রবহমান সম্পদ বলে ।

উত্তর: রুদ্ধ ।

৩. সঞ্চিত সম্পদ _____ করা সম্ভব হলে তাকে আবর্তনীয় সঞ্চিত সম্পদ বলে ।

উত্তর: পুনর্ব্যবহার ।

৪. পদার্থের _____ বা মানুষের জন্য তার অভাব পূরণের ক্ষমতাই সম্পদ ।

উত্তর: কার্যকারিতা ।

৫. বিদ্যালয় _____ সম্পদ ।

উত্তর: সামাজিক ।

৬. কয়লা ও পেট্রোলিয়াম _____ সম্পদ ।

উত্তর: ক্ষয়িষ্ণু ।

৭. সৌরশক্তি _____ সম্পদ ।

উত্তর: প্রবহমান ।

ভারতের সম্পদ : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. পূরণশীল প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝ ? উদাহরণ দাও ।

উত্তর: কিছু কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলি ব্যবহার করলে সাময়িকভাবে কমে যায় এবং নির্দিষ্ট সময় পরে আবার আপনাআপনিই পূরণ হয়ে যায়, সেগুলিকে পূরণীয় প্রাকৃতিক সম্পদ বলে । যেমন – অরণ্য, তৃণভূমি, মৎস্য প্রভৃতি । অরণ্য বা তৃণভূমি ব্যবহারের ফলে কমে যায় ঠিকই, কিন্তু কিছুকাল পরে তা আবার সৃষ্টি হয় । শিকারের ফলে সমুদ্রের মাছ কমে গেলেও নির্দিষ্ট সময়ের শেষে পুনরায় মৎস্য সম্পদের সৃষ্টি হয় ।

২. সম্পদ কাকে বলে ?

উত্তর: প্রখ্যাত সম্পদশাস্ত্রকার জিমারম্যানের ভাষায় সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থের কার্যকারিতাকে বোঝায় যা মানুষের চাহিদা পূরণ করে । অর্থাৎ পদার্থের উপযোগিতা বা অভাবপূরণের ক্ষমতাই হল সম্পদ । উদাহরণ – আকরিক লোহা, জল ইত্যাদি ।

৩. দুটি ক্ষয়িষ্ণু সম্পদের নাম লেখো ।

উত্তর: দুটি ক্ষয়িষ্ণু সম্পদ হল – (১) খনিজ তেল এবং (২) কয়লা ।

৪. দুটি পুনর্ভব সম্পদের নাম লেখো ।

উত্তর:  দুটি পুনর্ভব সম্পদ হল – (১) অরণ্য এবং (২) জমির উর্বরতা ।

৫. একটি জৈব ও একটি অজৈব সম্পদের নাম লেখো ।

উত্তর: একটি জৈব সম্পদ – মৎস্য ও একটি অজৈব সম্পদ – আকরিক লোহা ।

৬. প্রবহমান সম্পদ কাকে বলে ?

উত্তর: যেসব প্রাকৃতিক সম্পদ ক্রমাগত ব্যবহার করলেও নিঃশেষিত হয় না, তাদেরকে প্রবহমান সম্পদ বলে । উদাহরণ – সৌরশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি ।

৭. সঞ্চিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ কাকে বলে ?

উত্তর: যেসব প্রাকৃতিক সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায়, সেগুলিকে সঞ্চিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ বলে । উদাহরণ – কয়লা, খনিজ তেল ইত্যাদি ।

৮. পুনর্ভব সম্পদ কাকে বলে ?

উত্তর: যেসব প্রবহমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে সাময়িকভাবে কমে যায়, কিন্তু নির্দিষ্ট সময় পরে আবার আপনা-আপনি পূরণ হয়ে যায়, সেগুলিকে পুনর্ভব সম্পদ বলে। উদাহরণ – অরণ্য, তৃণভূমি, সমুদ্রের মাছ ইত্যাদি ।

৯. সম্পদের বাধা কাকে বলে ?

উত্তর: পৃথিবীর যাবতীয় বস্তু বা অবস্তুকে তিন ভাগে ভাগ করা যায় – সম্পদ, বাধা, এবং নিরপেক্ষ উপাদান । এর মধ্যে যা কিছু মানুষের ক্ষতিসাধন করে এবং সম্পদ সৃষ্টিতে প্রতিবন্ধক হয়ে দেখা দেয়, তাকেই বাধা বলে । উদাহরণ – প্রবল ঘূর্ণিঝড়, যুদ্ধ, ধর্মীয় গোঁড়ামি ইত্যাদি ।

১০. ভারতের মানব সম্পদের ওপর সংক্ষিপ্ত টীকা লেখো ।

উত্তর: আমাদের মাতৃভূমি ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ । সর্বশেষে গণনা অনুসারে ভারতের জনসংখ্যা ১৩৮ কোটি ৪ হাজার ৩৮৫ জন । কিন্তু এই বিপুল জনসংখ্যাকে আমরা সম্পদ হিসেবে উন্নয়নের কাজে লাগাতে পারিনি । তাই, এই বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে হলে সকলের জন্য উন্নতমানের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির ব্যবস্থা করা একান্ত প্রয়োজনীয় ।

Follow us:

If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.

Leave a Reply