পঞ্চম শ্রেণীর পাঠ্যবই “আমাদের পরিবেশ” থেকে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – নদীতীরের সভ্যতা অধ্যায়ের বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল ।
পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – নদীতীরের সভ্যতা : অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
(ক) শূন্যস্থান পূরণ করো ।
১. সেই যুগে নদীর ধারে ছাড়া _____ গড়ে উঠত না ।
উত্তর: সভ্যতা ।
২. _____ রাজার দুর্গ ছিল ।
উত্তর: চন্দ্রকেতু ।
৩. গঙ্গা তো _____ পরগনার পশ্চিম সীমায় ।
উত্তর: নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ ।
পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি – নদীতীরের সভ্যতা : সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
১. উত্তর চব্বিশ পরগনার কোথায় পুরোনো বনখন্ড আছে ?
উত্তর: উত্তর চব্বিশ পরগনার পারমাদানে পুরোনো বনখন্ড আছে ।
২. চন্দ্রকেতু গড় কি ? এখানে কি কি পাওয়া গেছে ?
উত্তর: বিদ্যাধরী নদীর কাছে অবস্থিত চন্দ্রকেতু রাজার দুর্গ হল চন্দ্রকেতু গড় ।
এখানে ঘরবাড়ি, বাসনপত্র পাওয়া গেছে ।
৩. নদীয়ার কোথায় নতুনভাবে বন তৈরি করা হয়েছে ?
উত্তর: নদীয়ার বেথুয়াডহরিতে নতুনভাবে বন তৈরি করা হয়েছে ।
Follow us:
If you like this article, you can Follow us on Facebook.
Also, you can Subscribe to our YouTube Channel.